ETV Bharat / sports

'পদকজয়ের খিদে আরও বাড়ল', মেজর ধ্যানচাঁদ খেলরত্নে ভূষিত হয়ে জানালেন তৃপ্ত চিরাগ

ETV Bharat Exclusive of Chirag Shetty: ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান লাভ করে বেজায় খুশি চিরাগ শেট্টি ৷ আগামী বছর 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন স্মারক এবং সম্মান হাতে পাবেন বছর ছাব্বিশের তরুণ তুর্কী ৷ তার আগে ইটিভি ভারতের প্রতিনিধি নিশাদ বাপাতের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি ৷

Chirag Shetty Interview
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 9:37 PM IST

Updated : Dec 20, 2023, 10:39 PM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: ভারতীয় ব্যাডমিন্টনকে যদি মহাকাশ ধরা হয় তবে নক্ষত্র হিসেবে সেখানে স্থান করে নেবেন অনেকেই ৷ পাশাপাশি সাম্প্রতিক সাফল্য ও পরিসংখ্যান ধরলে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিকে সেই মহাকাশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বললে মোটেই অত্যুক্তি করা হয় না ৷ অন্তত বুধবারের বিকেলের পর তো নয়ই ৷ কারণ, ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হল এই তারকা জুটি ৷ বুধের বিকেলে নিশ্চিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷

ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান লাভ করে স্বভাবতই খুশি চিরাগ শেট্টি ৷ আগামী বছর 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন স্মারক এবং সম্মান হাতে পাবেন বছর ছাব্বিশের তরুণ তুর্কী ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান জয়ের সুখের অভিজ্ঞতা ৷

চিরাগ জানালেন, "ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে এই সম্মানলাভ বিরাট প্রাপ্তি ৷ আমরা সকলেই পদকজয় এবং সম্মানলাভের জন্য ক্ষুধার্ত ৷ তাই দারুণ অনুভূতি হচ্ছে ৷ আমি ভীষণ খুশি ৷ গত দু'বছর আমাদের জন্য দারুণ গিয়েছে এবং আশা করছি এই সম্মান আরও বড় পদকজয়ের জন্য ক্ষুধার্ত করে তুলবে ৷"

দেশের প্রথম ব্যাডমিন্টন জুটি হিসেবে 2023 এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় সাম্প্রতিক সময়ে সাত্বিক-চিরাগ জুটির সবচেয়ে বড় সাফল্য ৷ পাশাপাশি কমনওয়েলথ গেমসে সোনা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক প্রাপ্তি দুই তরুণের কেরিয়ারকে আরও ঈর্ষণীয় করেছে বৈকি ৷ ফলস্বরূপ বিশ্ব ব়্যাংকিংয়ে পয়লা নম্বর জায়গাটাও দখল করে নিয়েছিলেন এই জুটি ৷

আর এই সবকিছুর জন্য বুধে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এল সাত্বিক-চিরাগের ঝুলিতে ৷ সম্মানপ্রাপ্তি নিয়ে বলতে গিয়ে চিরাগ সবশেষ ইটিভি ভারতকে বলেন, "ভারতীয় ব্যাডমিন্টন জুটি হিসেবে প্রথম কেউ এই সম্মান লাভ করল ৷ আমার মনে হয় এই সম্মানপ্রাপ্তি তরুণ প্রজন্মকে ব়্যাকেট ব্যাট হাতে তুলে নিতে এবং এই খেলাকে পেশা হিসেবে বেছে নিতে সাহায্য করবে ৷ একইসঙ্গে আমাদের কৃতিত্ব অন্যান্য শাটলারদেরও অনুপ্রাণিত করবে দেশের হয়ে আরও পদক আনার বিষয়ে ৷"

দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান লাভ করে সাত্বিক-চিরাগ জুটি জায়গা করে নিলেন দেশের অন্যান্য ক্রীড়া দিকপালদের সঙ্গে একাসনে ৷ যে তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, অচন্ত্য শরথ কমল, এমএস ধোনি, বিশ্বনাথন আনন্দ, নীরজ চোপড়া, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুনীল ছেত্রী, মেরি কম, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের মতো নক্ষত্ররা ৷

আরও পড়ুন:

  1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন সাত্বিক-চিরাগ, অর্জুনে ভূষিত শামি-সহ 26 ক্রীড়াবিদ
  2. হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব
  3. ফাইনালে 'বিশ্বসেরা'দের কাছে হার! চায়না মাস্টার্সে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সাত্বিক-চিরাগকে

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: ভারতীয় ব্যাডমিন্টনকে যদি মহাকাশ ধরা হয় তবে নক্ষত্র হিসেবে সেখানে স্থান করে নেবেন অনেকেই ৷ পাশাপাশি সাম্প্রতিক সাফল্য ও পরিসংখ্যান ধরলে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিকে সেই মহাকাশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বললে মোটেই অত্যুক্তি করা হয় না ৷ অন্তত বুধবারের বিকেলের পর তো নয়ই ৷ কারণ, ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হল এই তারকা জুটি ৷ বুধের বিকেলে নিশ্চিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷

ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান লাভ করে স্বভাবতই খুশি চিরাগ শেট্টি ৷ আগামী বছর 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন স্মারক এবং সম্মান হাতে পাবেন বছর ছাব্বিশের তরুণ তুর্কী ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান জয়ের সুখের অভিজ্ঞতা ৷

চিরাগ জানালেন, "ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে এই সম্মানলাভ বিরাট প্রাপ্তি ৷ আমরা সকলেই পদকজয় এবং সম্মানলাভের জন্য ক্ষুধার্ত ৷ তাই দারুণ অনুভূতি হচ্ছে ৷ আমি ভীষণ খুশি ৷ গত দু'বছর আমাদের জন্য দারুণ গিয়েছে এবং আশা করছি এই সম্মান আরও বড় পদকজয়ের জন্য ক্ষুধার্ত করে তুলবে ৷"

দেশের প্রথম ব্যাডমিন্টন জুটি হিসেবে 2023 এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় সাম্প্রতিক সময়ে সাত্বিক-চিরাগ জুটির সবচেয়ে বড় সাফল্য ৷ পাশাপাশি কমনওয়েলথ গেমসে সোনা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক প্রাপ্তি দুই তরুণের কেরিয়ারকে আরও ঈর্ষণীয় করেছে বৈকি ৷ ফলস্বরূপ বিশ্ব ব়্যাংকিংয়ে পয়লা নম্বর জায়গাটাও দখল করে নিয়েছিলেন এই জুটি ৷

আর এই সবকিছুর জন্য বুধে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এল সাত্বিক-চিরাগের ঝুলিতে ৷ সম্মানপ্রাপ্তি নিয়ে বলতে গিয়ে চিরাগ সবশেষ ইটিভি ভারতকে বলেন, "ভারতীয় ব্যাডমিন্টন জুটি হিসেবে প্রথম কেউ এই সম্মান লাভ করল ৷ আমার মনে হয় এই সম্মানপ্রাপ্তি তরুণ প্রজন্মকে ব়্যাকেট ব্যাট হাতে তুলে নিতে এবং এই খেলাকে পেশা হিসেবে বেছে নিতে সাহায্য করবে ৷ একইসঙ্গে আমাদের কৃতিত্ব অন্যান্য শাটলারদেরও অনুপ্রাণিত করবে দেশের হয়ে আরও পদক আনার বিষয়ে ৷"

দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান লাভ করে সাত্বিক-চিরাগ জুটি জায়গা করে নিলেন দেশের অন্যান্য ক্রীড়া দিকপালদের সঙ্গে একাসনে ৷ যে তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, অচন্ত্য শরথ কমল, এমএস ধোনি, বিশ্বনাথন আনন্দ, নীরজ চোপড়া, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুনীল ছেত্রী, মেরি কম, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের মতো নক্ষত্ররা ৷

আরও পড়ুন:

  1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন সাত্বিক-চিরাগ, অর্জুনে ভূষিত শামি-সহ 26 ক্রীড়াবিদ
  2. হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব
  3. ফাইনালে 'বিশ্বসেরা'দের কাছে হার! চায়না মাস্টার্সে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সাত্বিক-চিরাগকে
Last Updated : Dec 20, 2023, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.