ETV Bharat / sports

Thomas Cup 2022 : দলগত সাফল্যেই এল ঐতিহাসিক রবিবার : মধুমিতা বিস্ত - থমাস কাপে ইতিহাস গড়ল ভারত

থমাস কাপে ইতিহাস গড়েছে ভারত ৷ প্রথমবার সোনা এসেছে দেশে (India win gold in Thomas Cup) ৷ উচ্ছ্বসিত দেশের প্রাক্তন শাটলাররা ৷

Thomas Cup 2022 News
দেশের জয়ে উচ্ছ্বসিত মধুমিতা বিস্ত
author img

By

Published : May 15, 2022, 8:07 PM IST

কলকাতা, 15 মে : 73 বছরে প্রথমবার ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ ' (India win Thomas Cup) ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়ে ইতিহাস গড়েছেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷

থমাস কাপ দলগত ভাবে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ । দেশের দলগত সাফল্যের এই চূড়ান্ত সাফল্যের দিনে আনন্দে ভাসছেন ভারতের প্রাক্তন তারকা শাটলাররা । অলিম্পিক্সের মঞ্চে প্রথম মহিলা শাটলার হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মধুমিতা সিং বিস্ত ৷ 27টি জাতীয় স্তরের পদক পাওয়া শাটলার বলেন, “গ্রেট অ্যাচিভমেন্ট । থমাস কাপ জয় কোনও ব্যক্তিবিশেষের সাফল্য নয় । দলগত প্রচেষ্টার ফসল । প্রতিপক্ষ ইন্দোনেশিয়া দলটি 14 বারের চ্যাম্পিয়ন । তাই ওদের ওপর বিরাট চাপ ছিল । কিন্তু ভারতীয় দলের কাছে হারানোর কিছু ছিল না । খোলা মনে ছেলেরা নিজেদের নিংড়ে দিয়েছে (Madhumita Bisht congratulates Indian Shuttlers) ।“

দেশের জয়ে উচ্ছ্বসিত মধুমিতা বিস্ত

চাইনিজ তাইপেই ছাড়া ভারতীয় দল কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই হারেনি । সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে দুরন্ত জয়ই আশার আলো দেখিয়েছিল । গোটা টুর্নামেন্টে ছন্দে না থাকা লক্ষ্য সেন ফাইনালে জ্বলে উঠেছিলেন । প্রথম ম্যাচ জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি ৷ দ্বিতীয় ম্যাচে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটির অসাধারণ প্রত্যাবর্তন ইন্দোনেশিয়াকে চাপে ফেলে দেয় । তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ।

আরও পড়ুন : থমাস কাপে ইতিহাস, সোনা জিতল ভারত

মধুমিতা সিং বিস্ত বলেন, “এই জয় দেখাল ব্যাডমিন্টনে আমরা বিশ্বসেরা । দ্বিতীয় ম্যাচে যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । বর্তমান ভারতীয় দলের মূল শক্তি বেঞ্চ স্ট্রেন্থ । পাঁচ নম্বর ম্যাচ খেলার জন্য যে ছিল সে কোরিয়া ওপেনে ভাল ফল করে বসে রয়েছে । তাই এই জয় ইতিহাস । এই সাফল্য ব্যাডমিন্টনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে ।’’

কলকাতা, 15 মে : 73 বছরে প্রথমবার ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ ' (India win Thomas Cup) ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়ে ইতিহাস গড়েছেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷

থমাস কাপ দলগত ভাবে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ । দেশের দলগত সাফল্যের এই চূড়ান্ত সাফল্যের দিনে আনন্দে ভাসছেন ভারতের প্রাক্তন তারকা শাটলাররা । অলিম্পিক্সের মঞ্চে প্রথম মহিলা শাটলার হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মধুমিতা সিং বিস্ত ৷ 27টি জাতীয় স্তরের পদক পাওয়া শাটলার বলেন, “গ্রেট অ্যাচিভমেন্ট । থমাস কাপ জয় কোনও ব্যক্তিবিশেষের সাফল্য নয় । দলগত প্রচেষ্টার ফসল । প্রতিপক্ষ ইন্দোনেশিয়া দলটি 14 বারের চ্যাম্পিয়ন । তাই ওদের ওপর বিরাট চাপ ছিল । কিন্তু ভারতীয় দলের কাছে হারানোর কিছু ছিল না । খোলা মনে ছেলেরা নিজেদের নিংড়ে দিয়েছে (Madhumita Bisht congratulates Indian Shuttlers) ।“

দেশের জয়ে উচ্ছ্বসিত মধুমিতা বিস্ত

চাইনিজ তাইপেই ছাড়া ভারতীয় দল কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই হারেনি । সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে দুরন্ত জয়ই আশার আলো দেখিয়েছিল । গোটা টুর্নামেন্টে ছন্দে না থাকা লক্ষ্য সেন ফাইনালে জ্বলে উঠেছিলেন । প্রথম ম্যাচ জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি ৷ দ্বিতীয় ম্যাচে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটির অসাধারণ প্রত্যাবর্তন ইন্দোনেশিয়াকে চাপে ফেলে দেয় । তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ।

আরও পড়ুন : থমাস কাপে ইতিহাস, সোনা জিতল ভারত

মধুমিতা সিং বিস্ত বলেন, “এই জয় দেখাল ব্যাডমিন্টনে আমরা বিশ্বসেরা । দ্বিতীয় ম্যাচে যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । বর্তমান ভারতীয় দলের মূল শক্তি বেঞ্চ স্ট্রেন্থ । পাঁচ নম্বর ম্যাচ খেলার জন্য যে ছিল সে কোরিয়া ওপেনে ভাল ফল করে বসে রয়েছে । তাই এই জয় ইতিহাস । এই সাফল্য ব্যাডমিন্টনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.