কলকাতা, 29 নভেম্বর: রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার উদ্দেশে তোপ দাগলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র । সোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে লাইভ করে তিনি কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ তুললেন। তাঁর অভিযোগ, প্রথম ডিভিশনে গড়াপেটা চলছে । পুরো বিষয়টি জেনেও আইএফএ চুপ করে বসে রয়েছে । গড়াপেটার কারণেই তাঁর দল বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব সুপার সিক্সে উঠতে পারেনি । বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মহমেডান এসসি ।
অন্যদিকে, দু'টি ম্যাচে অনুশীলনী ক্লাব 13 গোল করে পরের রাউন্ডে চলে গিয়েছে । মহমেডান এসসি যেহেতু বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি ফলে গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে । আর এই নিয়েই গড়াপেটার অভিযোগ তুলেছেন মদন মিত্র । সুবিচার না-পেলে সুতারকিন স্ট্রিটে ধরনায় বসবেন এবং আইনি পদক্ষেপ নেবেন বলে হুংকার দিয়েছেন ।
এই বিষয়ে তাঁর বক্তব্য, "রাজ্যের ফুটবলের জন্য কী করেছে তারা ? ভারতীয় ফুটবলের জন্যই বা কী করেছে ? উত্তর দিন । প্রয়োজনে আমি ধরনায় বসব । কী করবেন গুলি চালাবেন ? সরকারটা যদি তৃণমূল কংগ্রেসের না-হত তাহলে আমি টেনে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিতাম । 9টা ম্যাচে একটা দল 10টা গোল করল । বাকি দুটো ম্যাচে অর্থাৎ 11টা ম্যাচে তাদের গোল সংখ্যা 23 হয়ে গেল । যে দল এটা করেছে আমি নাম নিতে চাই না । কোনও একটি দলকে সুবিধা করে দিতেই এটা করা হয়েছে । একটা দল(পড়ুন মহমেডান এসসি) মাঠে অনুপস্থিত থাকল । কী ব্যবস্থা নেওয়া হয়েছে । এইসব চলতে পারে না । আমরা আদালতের দ্বারস্থ হব ৷"
পাশাপাশি তিনি আরও বলেছেন, "এখন 15 লক্ষ টাকা করে নেওয়ার বদলে এক কোটি টাকা করে দেওয়ার নিয়ম হয়েছে । সব কিছুই টাকার জন্য করা হচ্ছে । টাকা যদি না-থাকে বলতেন আমি ভিক্ষা করে টাকা তুলতাম । বলতাম কি দুর্নীতি হচ্ছে আইএফএতে ।" তাঁর এই ক্ষোভপ্রকাশের পরে তোলপাড় শুরু হয়েছে ।
এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তের বক্তব্য, উনি যে গড়াপেটার কথা বলেছেন আমরা তদন্ত কমিটি গড়ে তা খতিয়ে দেখব । যদি মনে করেন অন্যায় হয়েছে তাহলে আদালতে উনি যেতেই পারেন । মহামান্য আদালত আমাদের সকলের মাথার উপরে রয়েছে । ভুল ঠিক শুধরে দেন ৷ আইএফএ মাথা পেতে নেবে ।
আরও পড়ুন :
1 'সোনার হরিণ রূপে মারিচ রাক্ষস', শান্তিপুরের রাস উৎসবে বিজেপিকে কটাক্ষ মদনের
2 'দলের ভালো-মন্দ বিচারের দায়িত্ব সৌগত রায়ের নয়', বিস্ফোরক মদন মিত্র
3 দুর্গাপুরের মঞ্চে গান গেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করলেন মদন