ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়োয় যোগ্যতা অর্জনকারী প্রথম মহিলা সাঁতারু মানা প্যাটেল - Maana Patel

টোকিয়ো অলিম্পিকসে অংশ নিতে চলা তৃতীয় সাঁতারু হলেন মানা প্যাটেল ৷

Maana Patel
Maana Patel
author img

By

Published : Jul 2, 2021, 4:34 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই : ইতিহাস গড়লেন আমেদাবাদের সাঁতারু মানা প্যাটেল ৷ প্রথম মহিলা সাঁতারু হিসেবে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ ইউনিভার্সিটি কোটায় টোকিয়ো অলিম্পিকসের টিকিট পাকা করেছেন মানা ৷ খবর নিশ্চিত করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ৷

টোকিয়ো অলিম্পিকসে অংশ নিতে চলা তৃতীয় সাঁতারু হলেন মানা প্যাটেল ৷ এর আগে দুই সাঁতারু শিলহারি নটরাজ এবং সাজন প্রকাশ টোকিয়ো অলিম্পিকসে সরাসরি যোগ্যতা অর্জন করেন ৷ গত সপ্তাহে টোকিয়োর টিকিট নিশ্চিত করেন সাজন প্রকাশ ৷ সিট কলি প্রতিযোগিতায় পুরুষদের দুশো মিটার বাটারফ্লাই বিভাগে 1:56:38 সেকেন্ডে সাঁতার শেষ করেন ৷ বুধধার অলিম্পিকসে যাওয়া নিশ্চিত করেন শিলহারি নটরাজ ৷ এরপর আজ ইউনিভার্সিটি কোটায় অলিম্পিকসের টিকিট পেলেন মানা প্যাটেল ৷

আরও পড়ুন : Wimbledon : সবুজ ঘাসে আজ একে অপরের বিরুদ্ধে সানিয়া-অঙ্কিতা

আমেদাবাদের এই সাঁতারুকে সাই-য়ের তরফে অভিনন্দন জানানো হয়েছে ৷ তারা লিখেছে, "ব্যাকস্ট্রোক সাঁতারু মানা প্যাটেলকে অনেক অভিনন্দন ৷ প্রথম মহিলা সাঁতারু এবং তৃতীয় যিনি টোকিয়োর টিকিট পাকা করেছেন ৷"

নয়াদিল্লি, 2 জুলাই : ইতিহাস গড়লেন আমেদাবাদের সাঁতারু মানা প্যাটেল ৷ প্রথম মহিলা সাঁতারু হিসেবে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করলেন তিনি ৷ ইউনিভার্সিটি কোটায় টোকিয়ো অলিম্পিকসের টিকিট পাকা করেছেন মানা ৷ খবর নিশ্চিত করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ৷

টোকিয়ো অলিম্পিকসে অংশ নিতে চলা তৃতীয় সাঁতারু হলেন মানা প্যাটেল ৷ এর আগে দুই সাঁতারু শিলহারি নটরাজ এবং সাজন প্রকাশ টোকিয়ো অলিম্পিকসে সরাসরি যোগ্যতা অর্জন করেন ৷ গত সপ্তাহে টোকিয়োর টিকিট নিশ্চিত করেন সাজন প্রকাশ ৷ সিট কলি প্রতিযোগিতায় পুরুষদের দুশো মিটার বাটারফ্লাই বিভাগে 1:56:38 সেকেন্ডে সাঁতার শেষ করেন ৷ বুধধার অলিম্পিকসে যাওয়া নিশ্চিত করেন শিলহারি নটরাজ ৷ এরপর আজ ইউনিভার্সিটি কোটায় অলিম্পিকসের টিকিট পেলেন মানা প্যাটেল ৷

আরও পড়ুন : Wimbledon : সবুজ ঘাসে আজ একে অপরের বিরুদ্ধে সানিয়া-অঙ্কিতা

আমেদাবাদের এই সাঁতারুকে সাই-য়ের তরফে অভিনন্দন জানানো হয়েছে ৷ তারা লিখেছে, "ব্যাকস্ট্রোক সাঁতারু মানা প্যাটেলকে অনেক অভিনন্দন ৷ প্রথম মহিলা সাঁতারু এবং তৃতীয় যিনি টোকিয়োর টিকিট পাকা করেছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.