ETV Bharat / sports

Lovlina Borgohain: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে সোনা জয় লভলিনা বর্গহাইনের - পারভিন হুডা

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন লভলিনা বর্গহাইন ৷ 75 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুজমেতোভা সোখিবাকে 5-0 পয়েন্টে হারিয়ে খেতাব নিজের নামে করেন তিনি (Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship) ৷

Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship
Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship
author img

By

Published : Nov 12, 2022, 3:13 PM IST

আম্মান (জর্ডন), 12 নভেম্বর: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন লভলিনা বর্গহাইন ৷ 75 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুজমেতোভা সোখিবাকে হারিয়ে সোনা জিতেছেন (Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship) অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী বক্সার ৷ প্রতিপক্ষ রুজমেতোভাকে 5-0 পয়েন্টে হারিয়ে একপেশে ম্যাচ জিতেছেন লভলিনা বর্গহাইন ৷ কেরিয়ারের প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপেই সোনার মুকুট পরলেন লভলিনা ৷ লভলিনা ছাড়াও মেয়েদের 63 কেজি বিভাগে পারভিন হুডা (Parveen Hooda) তাঁর প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৷

প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ের পর থেকে 25 বছরের লভলিনা বর্গহাইন তাঁর ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন ৷ ফলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের ফলে লভলিনা মানসিকভাবে ফের চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, খারাপ ফর্মের কারণে লভলিনা বর্গহাইন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস থেকে শুরুতেই ছিটকে যান ৷ এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে লভলিনা 69 কেজি বিভাগের বদলে 75 কেজি বিভাগে নিজেকে তুলে এনেছিলেন ৷

  • Happy on finishing Asian Boxing Championship with a Gold medal. It's a good start for me,
    winning first international medal in new weight category 75 kgs. Will continue to work hard.I thank all my coaches, support staff and all the well wishers for supporting me unconditionally. pic.twitter.com/AubuyqHj5d

    — Lovlina Borgohain (@LovlinaBorgohai) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বদলের কারণ, আগামী প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে 69 কেজি বিভাগ তুলে দেওয়া হয়েছে ৷ ফলে নিজের ক্যাটেগরি বদল করতে হয়েছে লভলিনা বর্গহাইনকে ৷ এদিন লভলিনা বর্গহাইনকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অসাধারণ পারফর্মেন্স লভলিনা বর্গহাইন ৷ এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি মনে রাখার মতো পারফরম্যান্স ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক এল ৷ বক্সিংয়ের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাও ৷’’

আরও পড়ুন: সেওয়াগ না সচিন, দাদার প্রিয় ওপেনিং পার্টনার কে ?

এদিন লভলিনা বর্গহাইনকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি জানিয়েছেন, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা বর্গহাইনের সোনা জয় অসমবাসীকে গর্বিত করেছে ৷ তাঁদের আগামিদিনের সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

আম্মান (জর্ডন), 12 নভেম্বর: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন লভলিনা বর্গহাইন ৷ 75 কেজি বিভাগে উজবেকিস্তানের প্রতিপক্ষ রুজমেতোভা সোখিবাকে হারিয়ে সোনা জিতেছেন (Lovlina Borgohain Wins Gold Medal in Asian Boxing Championship) অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী বক্সার ৷ প্রতিপক্ষ রুজমেতোভাকে 5-0 পয়েন্টে হারিয়ে একপেশে ম্যাচ জিতেছেন লভলিনা বর্গহাইন ৷ কেরিয়ারের প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপেই সোনার মুকুট পরলেন লভলিনা ৷ লভলিনা ছাড়াও মেয়েদের 63 কেজি বিভাগে পারভিন হুডা (Parveen Hooda) তাঁর প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৷

প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ের পর থেকে 25 বছরের লভলিনা বর্গহাইন তাঁর ফর্ম হাতড়ে বেরাচ্ছিলেন ৷ ফলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের ফলে লভলিনা মানসিকভাবে ফের চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, খারাপ ফর্মের কারণে লভলিনা বর্গহাইন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস থেকে শুরুতেই ছিটকে যান ৷ এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে লভলিনা 69 কেজি বিভাগের বদলে 75 কেজি বিভাগে নিজেকে তুলে এনেছিলেন ৷

  • Happy on finishing Asian Boxing Championship with a Gold medal. It's a good start for me,
    winning first international medal in new weight category 75 kgs. Will continue to work hard.I thank all my coaches, support staff and all the well wishers for supporting me unconditionally. pic.twitter.com/AubuyqHj5d

    — Lovlina Borgohain (@LovlinaBorgohai) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বদলের কারণ, আগামী প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে 69 কেজি বিভাগ তুলে দেওয়া হয়েছে ৷ ফলে নিজের ক্যাটেগরি বদল করতে হয়েছে লভলিনা বর্গহাইনকে ৷ এদিন লভলিনা বর্গহাইনকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অসাধারণ পারফর্মেন্স লভলিনা বর্গহাইন ৷ এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি মনে রাখার মতো পারফরম্যান্স ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক এল ৷ বক্সিংয়ের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাও ৷’’

আরও পড়ুন: সেওয়াগ না সচিন, দাদার প্রিয় ওপেনিং পার্টনার কে ?

এদিন লভলিনা বর্গহাইনকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি জানিয়েছেন, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা বর্গহাইনের সোনা জয় অসমবাসীকে গর্বিত করেছে ৷ তাঁদের আগামিদিনের সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.