ETV Bharat / sports

Cristiano Ronaldo: আল নাসেরের জার্সিতে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় সিআর 7 - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা যেন ক্রমশ দীর্ঘ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr) ৷ তাঁর ক্লাবে সই করার পর আল নাসের একটি ম্যাচ খেলে ফেলেছে ৷ ফিটনেস বা প্রস্তুতি তাঁর ম্যাচ খেলায় বাধা নয় ৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে 2 ম্যাচের নিষেধাজ্ঞাই এর প্রধান কারণ ৷

Cristiano Ronaldo ETV BHARAT
Cristiano Ronaldo
author img

By

Published : Jan 8, 2023, 1:45 PM IST

রিয়াদ (সৌদি আরব), 8 জানুয়ারি: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রাস্তা মরুভূমির মাঝখান দিয়ে গিয়েছে ৷ যার দু’পাশে রয়েছে পাম গাছ ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেদিন সৌদির রাজধানীতে পৌঁছন, সেদিন বৃষ্টির ফোঁটায় ভিজে ছিল পাম গাছগুলি ৷ ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের সকলকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যে খেলার সিদ্ধান্তে ৷ তবে, তাঁর সৌদিতে পৌঁছানোর দিনে সেখানকার আবহাওয়া আরও বিস্ময়কর ছিল (Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr) ৷ ম্যাঞ্চেস্টারের আকাশের থেকেও বেশি মেঘাচ্ছন্ন ছিল রিয়াদ ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
আল নাসের অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সিআর 7

এক দীর্ঘ কেরিয়ারের পর রোনাল্ডোর এই নতুন লিগে যোগ দেওয়া সকলের কাছেই আশ্চর্যের ৷ কারণ, এই লিগ সম্পর্কে বিশ্বের খুব একটা কেউ জানত না, রোনাল্ডো সেখানে যোগ দেওয়ার আগে পর্যন্ত ৷ প্রসঙ্গত, বৃষ্টি ভেজা ও ঠান্ডা আবহাওয়ায় রোনাল্ডোর নতুন দল আল নাসের সৌদি লিগে আল তায়ির বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে দিয়েছিল ৷ কারণ, বৃষ্টির জন্য মরশুল পার্ক স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল গত বৃহস্পতিবারের ম্যাচের আগে ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
আল নাসের ক্লাবে রোনাল্ডোকে স্বাগত জানানোর মুহূর্ত

প্রসঙ্গত, গত মঙ্গলবার আল নাসেরে রোনাল্ডোকে স্বাগত জানানোর দিনেই তিনি জানিয়েছিলেন, সেই মুহূর্ত থেকে ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন ৷ যদিও, গত এপ্রিলে এভার্টনের বিপক্ষে ম্যাচের পর, এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার জন্য নভেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনাল্ডোর উপর দু’ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সিআর সেভেন ইপিএল ছেড়ে দিলেও নিয়ম অনুযায়ী, সেই নিষেধাজ্ঞা ক্লাব পর্যায়ে সর্বত্র লাগু হবে ৷ সেই কারণেই কি আল তায়ির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি রোনাল্ডো ? এনিয়ে সৌদির ক্লাবের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আল নাসেরে স্বাগত সমর্থকদের

আরও পড়ুন: ইউরোপে আমার কাজ শেষ, আল-নাসেরে সই করে জানালেন সিআর সেভেন

তবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে থাকবে, সেখানে বিতর্ক থাকবে না, তা হয় না ৷ আর সেই কারণেই, রোনাল্ডোর ইউরোপ ছাড়া থেকে শুরু করে এশিয়া মহাদেশের আল নাসের ক্লাবে সই করা, সবেতেই বিতর্ক খুঁজেছে রোনাল্ডোর সমালোচকেরা ৷ আল নাসেরে সই করার পরেও সেই বিতর্ক পিছু ছাড়ছে না ফুটবলের অন্যতম সেরার ৷ এখন রোনাল্ডো কবে আল নাসেরের জার্সি গায়ে মাঠে নামবেন, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷

রিয়াদ (সৌদি আরব), 8 জানুয়ারি: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রাস্তা মরুভূমির মাঝখান দিয়ে গিয়েছে ৷ যার দু’পাশে রয়েছে পাম গাছ ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেদিন সৌদির রাজধানীতে পৌঁছন, সেদিন বৃষ্টির ফোঁটায় ভিজে ছিল পাম গাছগুলি ৷ ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের সকলকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যে খেলার সিদ্ধান্তে ৷ তবে, তাঁর সৌদিতে পৌঁছানোর দিনে সেখানকার আবহাওয়া আরও বিস্ময়কর ছিল (Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr) ৷ ম্যাঞ্চেস্টারের আকাশের থেকেও বেশি মেঘাচ্ছন্ন ছিল রিয়াদ ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
আল নাসের অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সিআর 7

এক দীর্ঘ কেরিয়ারের পর রোনাল্ডোর এই নতুন লিগে যোগ দেওয়া সকলের কাছেই আশ্চর্যের ৷ কারণ, এই লিগ সম্পর্কে বিশ্বের খুব একটা কেউ জানত না, রোনাল্ডো সেখানে যোগ দেওয়ার আগে পর্যন্ত ৷ প্রসঙ্গত, বৃষ্টি ভেজা ও ঠান্ডা আবহাওয়ায় রোনাল্ডোর নতুন দল আল নাসের সৌদি লিগে আল তায়ির বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে দিয়েছিল ৷ কারণ, বৃষ্টির জন্য মরশুল পার্ক স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল গত বৃহস্পতিবারের ম্যাচের আগে ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
আল নাসের ক্লাবে রোনাল্ডোকে স্বাগত জানানোর মুহূর্ত

প্রসঙ্গত, গত মঙ্গলবার আল নাসেরে রোনাল্ডোকে স্বাগত জানানোর দিনেই তিনি জানিয়েছিলেন, সেই মুহূর্ত থেকে ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত রয়েছেন ৷ যদিও, গত এপ্রিলে এভার্টনের বিপক্ষে ম্যাচের পর, এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার জন্য নভেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনাল্ডোর উপর দু’ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সিআর সেভেন ইপিএল ছেড়ে দিলেও নিয়ম অনুযায়ী, সেই নিষেধাজ্ঞা ক্লাব পর্যায়ে সর্বত্র লাগু হবে ৷ সেই কারণেই কি আল তায়ির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি রোনাল্ডো ? এনিয়ে সৌদির ক্লাবের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

Long Wait for Cristiano Ronaldo to Starts Journey with Al Nassr
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আল নাসেরে স্বাগত সমর্থকদের

আরও পড়ুন: ইউরোপে আমার কাজ শেষ, আল-নাসেরে সই করে জানালেন সিআর সেভেন

তবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে থাকবে, সেখানে বিতর্ক থাকবে না, তা হয় না ৷ আর সেই কারণেই, রোনাল্ডোর ইউরোপ ছাড়া থেকে শুরু করে এশিয়া মহাদেশের আল নাসের ক্লাবে সই করা, সবেতেই বিতর্ক খুঁজেছে রোনাল্ডোর সমালোচকেরা ৷ আল নাসেরে সই করার পরেও সেই বিতর্ক পিছু ছাড়ছে না ফুটবলের অন্যতম সেরার ৷ এখন রোনাল্ডো কবে আল নাসেরের জার্সি গায়ে মাঠে নামবেন, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.