ETV Bharat / sports

আর্জেন্তিনার কোচের পদে থাকবেন কি ! ব্রাজিল ম্যাচ জিতে ভাবছেন স্কালোনি - আর্জেন্তিনা

Lionel Scaloni Wonders Whether He will Stay on As Argentina Coach: ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে 0-1 ফলাফলে জিতেছে আর্জেন্তিনা ৷ আর লিওনেল স্কালোনির, মেসিদের কোচ হিসেবে তাঁর কেরিয়ারের প্রায় সবটাই পাওয়া হয়ে গিয়েছে ৷ তাই আর আর্জেন্তিনার কোচ থাকবেন কিনা, তা নিয়ে ভাবছেন তিনি !

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:38 PM IST

রিও ডি জেনিরো, 22 নভেম্বর: 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা, 2022 ফিফা বিশ্বকাপ ৷ এবার ফিফা বিশ্বকাপ 2026 যোগ্যতা অর্জনের ম্যাচেও ব্রাজিলকে হারাল আর্জেন্তিনা ৷ আর এই সব জয়ের পিছনে যাঁর মস্তিষ্ক, তিনি লিওনেল স্কালোনি ৷ যার পরে তিনি ভাবতে বসেছেন, আর আর্জেন্তিনার কোচিং করবেন কিনা !

আসলে এমন সাফল্য কোনও আর্জেন্তাইন কোচের সাম্প্রতিক সময়ে নেই ৷ একজন কোচের কেরিয়ারে এমন সাফল্য যে কারও ঈর্ষার বিষয় ৷ তাই কিছুটা মজা করেই সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমাকে অনেক ভাবতে হবে যে, আমি ঠিক কী করব ৷ ভাবার জন্য আমার এই সময়টা চাই ৷’’ ঘরের মাঠে মারাকানা স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ হেরেছে ব্রাজিল ৷

স্কালোনি জানিয়েছেন, তিনি আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলার আগে, কিছুটা চিন্তা-ভাবনা করবেন ৷ এর অন্যতম কারণ হিসেবে বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ‘‘কারণ এই জাতীয় দলের এমন একজন কোচের প্রয়োজন, যাঁর মধ্যে সম্ভাব্য সবরকম ক্ষমতা ও গুণ রয়েছে এবং সেটা ভালো অনুভূতি দেবে ৷’’

লিওনেল স্কালোনি এও জানান, এটা তাঁর তরফে চিরবিদায় নয় ৷ তিনি বলেন, ‘‘এটা পুরোপুরি চিরদিনের মতো বিদায় নয় ৷ এটা সেই ধরনের বিষয় নয় ৷ কিন্তু, আমাকে এটা ভাবতে হচ্ছে, কারণ আমি নিজেই নিজের একটা উঁচু স্তর তৈরি করে ফেলেছি সাফল্যের নিরিখে ৷ এর থেকে আরও এগিয়ে যাওয়া খুব কঠিন ৷ এর পরেও লাগাতার জিতে চলাটা খুবই কঠিন কাজ হবে আমার কোচিংয়ের ক্ষেত্রে ৷’’ এই মন্তব্য করার পর, আর কোনও প্রশ্নের জবাব দেননি লিওনেল স্কালোনি ৷

উল্লেখ্য, লাতিন আমেরিকা গ্রুপে এই মুহূর্তে ছয় ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্তিনা ৷ উরুগুয়ে 2 নম্বরে রয়েছে ৷ কলম্বিয়া সমসংখ্যক ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে তিন নম্বরে ৷ আর ব্রাজিল 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ৷ এই গ্রুপ থেকে সরাসরি প্রথম 6টি দল মূলপর্বে প্রবেশ করবে ৷ বাকি একটি দলকে প্লে-অফসে খেলে কোয়ালিফাই করতে হবে ৷

আরও পড়ুন:

  1. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ
  2. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা

রিও ডি জেনিরো, 22 নভেম্বর: 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা, 2022 ফিফা বিশ্বকাপ ৷ এবার ফিফা বিশ্বকাপ 2026 যোগ্যতা অর্জনের ম্যাচেও ব্রাজিলকে হারাল আর্জেন্তিনা ৷ আর এই সব জয়ের পিছনে যাঁর মস্তিষ্ক, তিনি লিওনেল স্কালোনি ৷ যার পরে তিনি ভাবতে বসেছেন, আর আর্জেন্তিনার কোচিং করবেন কিনা !

আসলে এমন সাফল্য কোনও আর্জেন্তাইন কোচের সাম্প্রতিক সময়ে নেই ৷ একজন কোচের কেরিয়ারে এমন সাফল্য যে কারও ঈর্ষার বিষয় ৷ তাই কিছুটা মজা করেই সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমাকে অনেক ভাবতে হবে যে, আমি ঠিক কী করব ৷ ভাবার জন্য আমার এই সময়টা চাই ৷’’ ঘরের মাঠে মারাকানা স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ হেরেছে ব্রাজিল ৷

স্কালোনি জানিয়েছেন, তিনি আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলার আগে, কিছুটা চিন্তা-ভাবনা করবেন ৷ এর অন্যতম কারণ হিসেবে বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ‘‘কারণ এই জাতীয় দলের এমন একজন কোচের প্রয়োজন, যাঁর মধ্যে সম্ভাব্য সবরকম ক্ষমতা ও গুণ রয়েছে এবং সেটা ভালো অনুভূতি দেবে ৷’’

লিওনেল স্কালোনি এও জানান, এটা তাঁর তরফে চিরবিদায় নয় ৷ তিনি বলেন, ‘‘এটা পুরোপুরি চিরদিনের মতো বিদায় নয় ৷ এটা সেই ধরনের বিষয় নয় ৷ কিন্তু, আমাকে এটা ভাবতে হচ্ছে, কারণ আমি নিজেই নিজের একটা উঁচু স্তর তৈরি করে ফেলেছি সাফল্যের নিরিখে ৷ এর থেকে আরও এগিয়ে যাওয়া খুব কঠিন ৷ এর পরেও লাগাতার জিতে চলাটা খুবই কঠিন কাজ হবে আমার কোচিংয়ের ক্ষেত্রে ৷’’ এই মন্তব্য করার পর, আর কোনও প্রশ্নের জবাব দেননি লিওনেল স্কালোনি ৷

উল্লেখ্য, লাতিন আমেরিকা গ্রুপে এই মুহূর্তে ছয় ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্তিনা ৷ উরুগুয়ে 2 নম্বরে রয়েছে ৷ কলম্বিয়া সমসংখ্যক ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে তিন নম্বরে ৷ আর ব্রাজিল 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ৷ এই গ্রুপ থেকে সরাসরি প্রথম 6টি দল মূলপর্বে প্রবেশ করবে ৷ বাকি একটি দলকে প্লে-অফসে খেলে কোয়ালিফাই করতে হবে ৷

আরও পড়ুন:

  1. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ
  2. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.