ETV Bharat / sports

Lionel Messi: লিগস কাপে নবম গোল মেসির, ফিলাডেলফিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ইন্টার মিয়ামি - Leagues Cup

Inter Miami Entered into Leagues Cup Final: লিগস কাপের ফাইনালে উঠল ইন্টার মিয়ামি ৷ ফিলাডেলফিয়াকে 1-4 গোলে হারিয়ে ফাইনালে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে খেলতে নামবেন লিওনেল মেসিরা ৷ এ দিন মন্টেরেরিকে 0-2 গোলে হারিয়েছে ন্যাশভিল এসসি ৷

Lionel Messi ETV BHARAT
Lionel Messi
author img

By

Published : Aug 16, 2023, 11:49 AM IST

চেস্টার, 16 অগস্ট: আরও একটি ম্যাচ এবং আরও একটি গোল লিওনেল মেসির নামে ৷ লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে তাদের ঘরের মাঠে 1-4 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷ বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ম্যাচের প্রথমার্ধে 30 গজ দূর থেকে করা মেসির গোল ছিল ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন ৷ সেইসঙ্গে 6 ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল 9 ৷ আগামী 19 অগস্ট ন্যাশভিল এসসি'র বিরুদ্ধে লিগস কাপের ফাইনাল খেলতে নামবে মেসির ক্লাব ৷

অ্যাওয়ে ম্যাচ হলেও এদিন মেসির খেলা দেখতে 20 হাজার দর্শক ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে উপস্থিত ছিল ৷ জানা গিয়েছে, এই ম্যাচের টিকিট ব্ল্যাক হয়েছে এক হাজার মার্কিন ডলারে ৷ এমনকী ফিলাডেলফিয়ার সিজন-টিকিট বা পাস রয়েছে এমন দর্শকরাও লিগস কাপের সেমিফাইনালে মেসির জন্য নিজেদের ক্লাবের জার্সির পরিবর্তে ইন্টার মিয়ামি ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচের আবহে খেলতে হয় ফিলাডেলফিয়াকে ৷

এ দিন প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ইন্টার মিয়ামি 0-3 গোল এগিয়ে যায় ৷ ম্যাচে 3 মিনিটে রাইট উইংগার জোসেফ মার্তিনেজ ইন্টার মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন ৷ মিয়ামি ডিফেন্ডারের লং বল রিসিভ করে বাঁ-দিকের পোস্ট দিয়ে জালে বল জড়িয়ে দেন মার্তিনেজ ৷ এরপর আসে সেই মুহূর্ত ৷ ম্যাচের 20 মিনিটে 30 গজ দূর থেকে তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ফিলাডেলফিয়ার গোলকিপারকে পরাস্ত করেন মেসি ৷ তাঁর বাঁ-পায়ের মাটি ঘেঁষা শট গোলে ঢুকে যায় ৷

Lionel Messi ETV BHARAT
ফিলাডেলফিয়ার রক্ষণকে পরাস্ত করে গোলের শট মেসির

আরও পড়ুন: পাঁচ ম্যাচে 8 গোল মেসির, লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামি

এরপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি ফিলাডেলফিয়া ৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে ইন্টার মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা ৷ ক্রেমাসচির বাড়ানো বল থেকে প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করেন তিনি ৷ দ্বিতীয়ার্ধে অবশ্য খানিকটা চেষ্টা করেছিল ফিলাডেলফিয়া ৷ কিন্তু ইন্টার মিয়ামির গোলরক্ষকের কাছে পরাস্ত হয় তারা ৷ তবে 73 মিনিটে আলেজান্দ্রো বেদোয়া ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ৷ কিন্তু, তা যথেষ্ট ছিল না মেজর লিগ সকারের এই দলের জন্য ৷ ম্যাচের 84 মিনিটে ইয়েডলিনের পাস থেকে ইন্টার মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন ডেভিড রুইজ ৷ ভারতীয় সময় আগামী 19 অগস্ট শনিবার ভোরে ন্যাশভিল এসসি'র বিরুদ্ধে লিগস কাপের ফাইনাল নামবে লিও মেসির ইন্টার মিয়ামি ৷

চেস্টার, 16 অগস্ট: আরও একটি ম্যাচ এবং আরও একটি গোল লিওনেল মেসির নামে ৷ লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে তাদের ঘরের মাঠে 1-4 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷ বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ম্যাচের প্রথমার্ধে 30 গজ দূর থেকে করা মেসির গোল ছিল ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন ৷ সেইসঙ্গে 6 ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল 9 ৷ আগামী 19 অগস্ট ন্যাশভিল এসসি'র বিরুদ্ধে লিগস কাপের ফাইনাল খেলতে নামবে মেসির ক্লাব ৷

অ্যাওয়ে ম্যাচ হলেও এদিন মেসির খেলা দেখতে 20 হাজার দর্শক ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে উপস্থিত ছিল ৷ জানা গিয়েছে, এই ম্যাচের টিকিট ব্ল্যাক হয়েছে এক হাজার মার্কিন ডলারে ৷ এমনকী ফিলাডেলফিয়ার সিজন-টিকিট বা পাস রয়েছে এমন দর্শকরাও লিগস কাপের সেমিফাইনালে মেসির জন্য নিজেদের ক্লাবের জার্সির পরিবর্তে ইন্টার মিয়ামি ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচের আবহে খেলতে হয় ফিলাডেলফিয়াকে ৷

এ দিন প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ইন্টার মিয়ামি 0-3 গোল এগিয়ে যায় ৷ ম্যাচে 3 মিনিটে রাইট উইংগার জোসেফ মার্তিনেজ ইন্টার মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন ৷ মিয়ামি ডিফেন্ডারের লং বল রিসিভ করে বাঁ-দিকের পোস্ট দিয়ে জালে বল জড়িয়ে দেন মার্তিনেজ ৷ এরপর আসে সেই মুহূর্ত ৷ ম্যাচের 20 মিনিটে 30 গজ দূর থেকে তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ফিলাডেলফিয়ার গোলকিপারকে পরাস্ত করেন মেসি ৷ তাঁর বাঁ-পায়ের মাটি ঘেঁষা শট গোলে ঢুকে যায় ৷

Lionel Messi ETV BHARAT
ফিলাডেলফিয়ার রক্ষণকে পরাস্ত করে গোলের শট মেসির

আরও পড়ুন: পাঁচ ম্যাচে 8 গোল মেসির, লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামি

এরপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি ফিলাডেলফিয়া ৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে ইন্টার মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা ৷ ক্রেমাসচির বাড়ানো বল থেকে প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করেন তিনি ৷ দ্বিতীয়ার্ধে অবশ্য খানিকটা চেষ্টা করেছিল ফিলাডেলফিয়া ৷ কিন্তু ইন্টার মিয়ামির গোলরক্ষকের কাছে পরাস্ত হয় তারা ৷ তবে 73 মিনিটে আলেজান্দ্রো বেদোয়া ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ৷ কিন্তু, তা যথেষ্ট ছিল না মেজর লিগ সকারের এই দলের জন্য ৷ ম্যাচের 84 মিনিটে ইয়েডলিনের পাস থেকে ইন্টার মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন ডেভিড রুইজ ৷ ভারতীয় সময় আগামী 19 অগস্ট শনিবার ভোরে ন্যাশভিল এসসি'র বিরুদ্ধে লিগস কাপের ফাইনাল নামবে লিও মেসির ইন্টার মিয়ামি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.