ETV Bharat / sports

Messi Pens Emotional Note: 'এখনও বিশ্বাস হচ্ছে না', বিশ্বজয়ের একমাস পূর্তিতে লিখলেন লিও

একমাস পূর্তিতে অনুরাগীদের সঙ্গে বিশ্বজয়ের অনুভূতি শেয়ার করে নিলেন 'ফুটবলের বরপুত্র' লিওনেল মেসি (Lionel Messi pens emotional note) ৷ বুধের সন্ধ্যায় ইনস্টাগ্রামে জানালেন এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর ৷

Etv Bharat
বিশ্বজয়ের একমাস পূর্তিতে আবেগঘন লিও
author img

By

Published : Jan 18, 2023, 9:04 PM IST

Updated : Jan 18, 2023, 9:42 PM IST

প্যারিস, 18 জানুয়ারি: সোনায় মোড়া বিশ্বজয়ের ট্রফি হাতে সহাস্য লিওনেল মেসি ৷ 36 বছর পর বিশ্বসেরা লা-আলবিসেলেস্তে ৷ বেদুইনের দেশে আর্জেন্তিনার বিশ্বজয়ের একমাস পূর্তি আজ ৷ এমন দিনে কী করে চুপ থাকবেন লিও ? দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে গত একমাস কেমন গেল তাঁর ৷ বিশ্বজয়ের একমাস পূর্তিতে সে কথাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন 'ফুটবলের বরপুত্র' (Lionel Messi pens emotional note on one month anniversary of WC win)৷ জানালেন এখনও বিশ্বাস হচ্ছে না ৷

বুধবার ভারতীয় সময় সন্ধ্যায় ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট করেন লিও ৷ সেখানে লেখেন, "পৃথিবীর বুকে অন্যতম সেরা একটা মাস কাটালাম ৷ এখনও বিশ্বাস হচ্ছে না ৷ কাপ জয়ের পর কী উন্মাদনার মধ্যে দিয়ে কাটল দিনগুলো ৷ যা আমরা সকলে মনেপ্রাণে চেয়েছিলাম ৷ চ্যাম্পিয়ন হলে সবকিছু সুন্দর মনে হয় ৷ কী দুর্দান্ত কাটল একটা মাস ৷ কত দুর্দান্ত সব স্মৃতি একইসঙ্গে মিসও করলাম অনেককিছু ৷ বিশ্বজয়ের দিন সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন, ট্রেনিং সেশন যা কিছু করেছি ৷"

এখানেই শেষ নয় ৷ মেসি আরও জানালেন, পরিবারকে আনন্দ পেতে দেখে দুর্দান্ত অনুভূতি হয়েছে তাঁর ৷ মাঠে, মাঠের বাইরে সর্বোপরি আর্জেন্তিনার মানুষদের খুশি দেখতে পাওয়ার সেই আনন্দ ভোলার নয় ৷ সবশেষে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে মেসি লেখেন, "আমি জানতাম তুমি আমায় এই উপহারটা দেবে ৷ কিন্তু ট্রফি জয়ের পর কী হবে আমার ধারণা ছিল না ৷ আর বিশ্বজয়ের পর সাধারণ মানুষের উন্মাদনা দেখে বুঝলাম যে আমি সঠিকই ছিলাম ৷"

আরও পড়ুন: শৃঙ্খলার বাঁধ ভেঙে বিশ্বজয় উদযাপন, মেসিদের বিরুদ্ধে তদন্ত শুরু ফিফা'র

গত 18 ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বার বিশ্বজয় করে আর্জেন্তিনা (Argentina beat France in tiebreaker to win the WC for third time) ৷ এর আগে শেষবার 1986 সালে মারাদোনার হাত ধরে বিশ্বজয় করেছিল 'লা-আলবিসেলেস্তে'

প্যারিস, 18 জানুয়ারি: সোনায় মোড়া বিশ্বজয়ের ট্রফি হাতে সহাস্য লিওনেল মেসি ৷ 36 বছর পর বিশ্বসেরা লা-আলবিসেলেস্তে ৷ বেদুইনের দেশে আর্জেন্তিনার বিশ্বজয়ের একমাস পূর্তি আজ ৷ এমন দিনে কী করে চুপ থাকবেন লিও ? দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে গত একমাস কেমন গেল তাঁর ৷ বিশ্বজয়ের একমাস পূর্তিতে সে কথাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন 'ফুটবলের বরপুত্র' (Lionel Messi pens emotional note on one month anniversary of WC win)৷ জানালেন এখনও বিশ্বাস হচ্ছে না ৷

বুধবার ভারতীয় সময় সন্ধ্যায় ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট করেন লিও ৷ সেখানে লেখেন, "পৃথিবীর বুকে অন্যতম সেরা একটা মাস কাটালাম ৷ এখনও বিশ্বাস হচ্ছে না ৷ কাপ জয়ের পর কী উন্মাদনার মধ্যে দিয়ে কাটল দিনগুলো ৷ যা আমরা সকলে মনেপ্রাণে চেয়েছিলাম ৷ চ্যাম্পিয়ন হলে সবকিছু সুন্দর মনে হয় ৷ কী দুর্দান্ত কাটল একটা মাস ৷ কত দুর্দান্ত সব স্মৃতি একইসঙ্গে মিসও করলাম অনেককিছু ৷ বিশ্বজয়ের দিন সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন, ট্রেনিং সেশন যা কিছু করেছি ৷"

এখানেই শেষ নয় ৷ মেসি আরও জানালেন, পরিবারকে আনন্দ পেতে দেখে দুর্দান্ত অনুভূতি হয়েছে তাঁর ৷ মাঠে, মাঠের বাইরে সর্বোপরি আর্জেন্তিনার মানুষদের খুশি দেখতে পাওয়ার সেই আনন্দ ভোলার নয় ৷ সবশেষে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে মেসি লেখেন, "আমি জানতাম তুমি আমায় এই উপহারটা দেবে ৷ কিন্তু ট্রফি জয়ের পর কী হবে আমার ধারণা ছিল না ৷ আর বিশ্বজয়ের পর সাধারণ মানুষের উন্মাদনা দেখে বুঝলাম যে আমি সঠিকই ছিলাম ৷"

আরও পড়ুন: শৃঙ্খলার বাঁধ ভেঙে বিশ্বজয় উদযাপন, মেসিদের বিরুদ্ধে তদন্ত শুরু ফিফা'র

গত 18 ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বার বিশ্বজয় করে আর্জেন্তিনা (Argentina beat France in tiebreaker to win the WC for third time) ৷ এর আগে শেষবার 1986 সালে মারাদোনার হাত ধরে বিশ্বজয় করেছিল 'লা-আলবিসেলেস্তে'

Last Updated : Jan 18, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.