ETV Bharat / sports

Lionel Messi: লিগ ওয়ানের শেষ লগ্নে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট লিওনেল মেসির - ফরাসি লিগ ওয়ান

2022-23 মরশুমে লিগ ওয়ানে মোট 16টি গোল অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি ৷ যা এই মরশুমে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট ৷ 32 ম্যাচে তিনি 16টি গোলে সহযোগিতা করেছেন ৷

Lionel Messi ETV BHARAT
Lionel Messi
author img

By

Published : Jun 4, 2023, 11:03 PM IST

প্যারিস, 4 জুন: ইতিবাচক পারফর্ম্যান্সে ফরাসি লিগ ওয়ানের যাত্রা শেষ করলেন লিওনেল মেসি ৷ 2022-23 মরশুমে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করেছেন তিনি ৷ এই মরশুমে ধীরে ধীরে মেসি তাঁর রেকর্ডের পরিসংখ্যান বাড়িয়েছেন ৷ এই মরশুমে লিগ ওয়ানে মোট 16টি গোল অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি ৷ ক্লারমন্ট ফুট 63-র বিরুদ্ধে 38 তম ম্যাচে এই রেকর্ড গড়েছেন মেসি ৷ এই মরশুমে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে মেসি মোট 32টি ম্যাচ খেলেছেন ৷

গত বছর লিগ ওয়ানে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করেছিলেন কিলিয়ান এমবাপে ৷ কিন্তু, এ বছর মেসি এমবাপেকে ছাপিয়ে সবার উপরে উঠে এসেছেন ৷ তবে, এবারেই মেসির ইউরোপিয়ান ফুটবলে শেষ মরশুম ছিল ৷ গোল অ্যাসিস্টের ক্ষেত্রে মেসির পরে রয়েছেন নেইমার জুনিয়র ৷ তাঁর গোল অ্যাসিস্ট সংখ্যা 11 ৷ একই সংখ্যক গোল অ্যাসিস্ট করেছেন অলিম্পিক ডি মার্সেই ক্লাবের জোনাথন ক্লস ৷ তবে, প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলা শেষ ম্যাচে মেসি কোনও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ৷ মেসির শেষ ম্যাচে লিগ ওয়ানের এই ক্লাব 2-3 গোলে ক্লারমন্ট ফুটের বিরুদ্ধে হেরেছে ৷

উল্লেখ্য, গত সপ্তাহে রবিবার লিগ ওয়ানের ম্যাচে আরও একটি রেকর্ড করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷ স্ট্রাসবার্গের বিরুদ্ধে ক্লাব কেরিয়ারে প্রথম ইউরোপিয়ান লিগের মধ্যে 496 নম্বর গোল করেছেন তিনি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 1 গোলের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ সেই ম্যাচেও প্যারিস সেন্ট জার্মেইন 1-1 গোল ড্র করেছিল ৷

আরও পড়ুন: মেসি-ম্যাজিকে ম্লান রোনাল্ডো, পিএসজিকে ট্রফি দিয়ে নয়া নজির আর্জেন্তাইন বরপুত্রের

তবে, 2022-23 মরশুমেও লিগ ওয়ান ট্রফি জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন ৷ টানা 11 বার ফরাসি লিগের এই খেতাব জিতেছে কিলিয়ান এমবাপেরা ৷ উল্লেখ্য, মেসি 2 বছরে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে 57 ম্যাচ খেলে মাত্র 22 গোল করেছেন ৷ লা লিগায় বার্সেলোনার হয়ে খেলার সময় একাধিক মরশুমে প্রায় এর দ্বিগুণ গোল করেছিলেন লিওনেল মেসি ৷ বার্সেলোনার হয়ে 778 ম্যাচ খেলে মেসি মোট 672টি গোল করেছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন অধিনায়ক ৷

প্যারিস, 4 জুন: ইতিবাচক পারফর্ম্যান্সে ফরাসি লিগ ওয়ানের যাত্রা শেষ করলেন লিওনেল মেসি ৷ 2022-23 মরশুমে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করেছেন তিনি ৷ এই মরশুমে ধীরে ধীরে মেসি তাঁর রেকর্ডের পরিসংখ্যান বাড়িয়েছেন ৷ এই মরশুমে লিগ ওয়ানে মোট 16টি গোল অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি ৷ ক্লারমন্ট ফুট 63-র বিরুদ্ধে 38 তম ম্যাচে এই রেকর্ড গড়েছেন মেসি ৷ এই মরশুমে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে মেসি মোট 32টি ম্যাচ খেলেছেন ৷

গত বছর লিগ ওয়ানে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করেছিলেন কিলিয়ান এমবাপে ৷ কিন্তু, এ বছর মেসি এমবাপেকে ছাপিয়ে সবার উপরে উঠে এসেছেন ৷ তবে, এবারেই মেসির ইউরোপিয়ান ফুটবলে শেষ মরশুম ছিল ৷ গোল অ্যাসিস্টের ক্ষেত্রে মেসির পরে রয়েছেন নেইমার জুনিয়র ৷ তাঁর গোল অ্যাসিস্ট সংখ্যা 11 ৷ একই সংখ্যক গোল অ্যাসিস্ট করেছেন অলিম্পিক ডি মার্সেই ক্লাবের জোনাথন ক্লস ৷ তবে, প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলা শেষ ম্যাচে মেসি কোনও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ৷ মেসির শেষ ম্যাচে লিগ ওয়ানের এই ক্লাব 2-3 গোলে ক্লারমন্ট ফুটের বিরুদ্ধে হেরেছে ৷

উল্লেখ্য, গত সপ্তাহে রবিবার লিগ ওয়ানের ম্যাচে আরও একটি রেকর্ড করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷ স্ট্রাসবার্গের বিরুদ্ধে ক্লাব কেরিয়ারে প্রথম ইউরোপিয়ান লিগের মধ্যে 496 নম্বর গোল করেছেন তিনি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 1 গোলের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ সেই ম্যাচেও প্যারিস সেন্ট জার্মেইন 1-1 গোল ড্র করেছিল ৷

আরও পড়ুন: মেসি-ম্যাজিকে ম্লান রোনাল্ডো, পিএসজিকে ট্রফি দিয়ে নয়া নজির আর্জেন্তাইন বরপুত্রের

তবে, 2022-23 মরশুমেও লিগ ওয়ান ট্রফি জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন ৷ টানা 11 বার ফরাসি লিগের এই খেতাব জিতেছে কিলিয়ান এমবাপেরা ৷ উল্লেখ্য, মেসি 2 বছরে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে 57 ম্যাচ খেলে মাত্র 22 গোল করেছেন ৷ লা লিগায় বার্সেলোনার হয়ে খেলার সময় একাধিক মরশুমে প্রায় এর দ্বিগুণ গোল করেছিলেন লিওনেল মেসি ৷ বার্সেলোনার হয়ে 778 ম্যাচ খেলে মেসি মোট 672টি গোল করেছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.