ETV Bharat / sports

FIFA World Cup 2022: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে - World Cup

লেজেন্ডস লাক ? নাকি এটাই কিংবদন্তি'দের প্রাপ্য ? কেরিয়ারের শেষ লগ্নে এসে ভাগ্যদেবতা কার্যত একসুতোয় গাঁথলেন সচিন-মেসি'কে (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।

FIFA World Cup
প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে
author img

By

Published : Dec 19, 2022, 9:04 AM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: লিও মেসি কি কখনও সচিন রমেশ তেন্ডুলকরের গল্প শুনেছেন ? ছোটবেলা থেকে ক্রিকেট ঈশ্বরের স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতা । বিশ্বের মঞ্চে দেশের কর্তৃত্ব স্থাপন । 2003 বিশ্বকাপে আপ্রাণ লড়াই করেও কাপ আর ঠোটের ফাঁকটা রয়েই গিয়েছিল । সেই স্বপ্নই পূরণ হল জীবনের শেষ বিশ্বকাপের মঞ্চে । 2011 সালে জাতীয় পতাকা হাতে সতীর্থদের কাঁধে মাস্টার ব্লাস্টার, ভারতীয় স্পোর্টসের আর্কাইভে চিরকালের মতো জায়গা করে নিয়েছে ছবিটা (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।

অন্যদিকে, লিওনেল আন্দ্রেস মেসি । 2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।

2003 ক্রিকেট বিশ্বকাপ । সারা টুর্নামেন্টে অনবদ্য খেলেছিলেন লিটল মাস্টার । সবচেয়ে বেশি রান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় । ব্যক্তিগত প্রাপ্তির ঝুলিটা উপচে পড়েছিল । কিন্তু বিশ্বকাপ আসেনি । ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে । বল হাতে জঘন্য পারফর্ম করেন জাহির খান । পাশাপাশি, 2014 ফুটবল বিশ্বকাপ । প্রাপ্তির ঝুলিটা ভরে গিয়েছিল মেসিরও । কিন্তু বিশ্বকাপ ছোঁয়া আর হয়ে ওঠেনি । সৌজন্যে, হিগুয়াইনের একাধিক শিশুসুলভ মিস ।

  • Many congratulations to Argentina on doing this for Messi! Wonderful comeback from the way they started the campaign.

    Special mention to Martinez for the spectacular save towards the end of extra time. That was a clear indication to me that Argentina would clinch this. pic.twitter.com/KoXOTl1fSE

    — Sachin Tendulkar (@sachin_rt) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাতার-মেক্সিকোর মেলবন্ধন ! দুর্দান্ত ফুটবলে মারাদোনাকে মনে করালেন মেসি

কিন্তু ঈশ্বর বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন । 8 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত । আগেই সচিন জানিয়ে দিয়েছিলেন, এবারই শেষ । প্যাডজোড়া তুলে রাখবেন তিনি । সেবছর বিশ্বকাপ জেতে ভারত, 28 বছরের ট্রফি খরা কাটে । চলতি বিশ্বকাপের আগে মেসিও জানিয়েছিলেন বুটজোড়া তুলে রাখার কথা । শেষলগ্নে এসে তাঁর বিশ্বমঞ্চে সফল না-হওয়ার আক্ষেপ মিটে গেল । একই সঙ্গে ফাইনাল বেলের আগে জ্বলে উঠেছিলেন দু'জনেই । দুই টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তাঁরা । এই আশ্চর্য সমাপতনকে কীভাবে ব্যাখ্যা করা যায় ? লেজেন্ডস লাক ? নাকি এটাই কিংবদন্তি'দের প্রাপ্য ?

আরও পড়ুন: ম্যাজিকাল মেসি থেকে দুর্ভেদ্য মার্তিনেজ, বিশ্বকাপে ব্যক্তিগত সেরা হলেন কারা

দুই ভিন্ন খেলায় বছরের পর বছর কর্তৃত্ব ফলিয়েছেন সচিন, মেসি । প্রতিভা এবং পরিশ্রমের যুগলবন্দি ফুল ফুটিয়েছে সবুজ গালিচায় । জীবনের শেষ বিশ্বকাপে ভক্তরা বুঁদ হয়ে ছিলেন দুই জাদুকরের স্বপ্নের পারফর্ম্যান্সে । কেরিয়ারের শেষ লগ্নে এসে 'চেরি অন দ্য কেক' আরও লালিত হল তাঁদের খ্যাতিকে ।

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: লিও মেসি কি কখনও সচিন রমেশ তেন্ডুলকরের গল্প শুনেছেন ? ছোটবেলা থেকে ক্রিকেট ঈশ্বরের স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতা । বিশ্বের মঞ্চে দেশের কর্তৃত্ব স্থাপন । 2003 বিশ্বকাপে আপ্রাণ লড়াই করেও কাপ আর ঠোটের ফাঁকটা রয়েই গিয়েছিল । সেই স্বপ্নই পূরণ হল জীবনের শেষ বিশ্বকাপের মঞ্চে । 2011 সালে জাতীয় পতাকা হাতে সতীর্থদের কাঁধে মাস্টার ব্লাস্টার, ভারতীয় স্পোর্টসের আর্কাইভে চিরকালের মতো জায়গা করে নিয়েছে ছবিটা (Leonel Messi Sachin Tendulkar stunning similarity in World Cup) ।

অন্যদিকে, লিওনেল আন্দ্রেস মেসি । 2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যায়ারকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2022, আট বছর পর শাপমোচন হয়েছে 'এলএম 10'-এর । টানটান ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনালি পরী হাতে পেয়েছেন নীল-সাদা জার্সিধারীদের নেতা ।

2003 ক্রিকেট বিশ্বকাপ । সারা টুর্নামেন্টে অনবদ্য খেলেছিলেন লিটল মাস্টার । সবচেয়ে বেশি রান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় । ব্যক্তিগত প্রাপ্তির ঝুলিটা উপচে পড়েছিল । কিন্তু বিশ্বকাপ আসেনি । ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে । বল হাতে জঘন্য পারফর্ম করেন জাহির খান । পাশাপাশি, 2014 ফুটবল বিশ্বকাপ । প্রাপ্তির ঝুলিটা ভরে গিয়েছিল মেসিরও । কিন্তু বিশ্বকাপ ছোঁয়া আর হয়ে ওঠেনি । সৌজন্যে, হিগুয়াইনের একাধিক শিশুসুলভ মিস ।

  • Many congratulations to Argentina on doing this for Messi! Wonderful comeback from the way they started the campaign.

    Special mention to Martinez for the spectacular save towards the end of extra time. That was a clear indication to me that Argentina would clinch this. pic.twitter.com/KoXOTl1fSE

    — Sachin Tendulkar (@sachin_rt) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাতার-মেক্সিকোর মেলবন্ধন ! দুর্দান্ত ফুটবলে মারাদোনাকে মনে করালেন মেসি

কিন্তু ঈশ্বর বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন । 8 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত । আগেই সচিন জানিয়ে দিয়েছিলেন, এবারই শেষ । প্যাডজোড়া তুলে রাখবেন তিনি । সেবছর বিশ্বকাপ জেতে ভারত, 28 বছরের ট্রফি খরা কাটে । চলতি বিশ্বকাপের আগে মেসিও জানিয়েছিলেন বুটজোড়া তুলে রাখার কথা । শেষলগ্নে এসে তাঁর বিশ্বমঞ্চে সফল না-হওয়ার আক্ষেপ মিটে গেল । একই সঙ্গে ফাইনাল বেলের আগে জ্বলে উঠেছিলেন দু'জনেই । দুই টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তাঁরা । এই আশ্চর্য সমাপতনকে কীভাবে ব্যাখ্যা করা যায় ? লেজেন্ডস লাক ? নাকি এটাই কিংবদন্তি'দের প্রাপ্য ?

আরও পড়ুন: ম্যাজিকাল মেসি থেকে দুর্ভেদ্য মার্তিনেজ, বিশ্বকাপে ব্যক্তিগত সেরা হলেন কারা

দুই ভিন্ন খেলায় বছরের পর বছর কর্তৃত্ব ফলিয়েছেন সচিন, মেসি । প্রতিভা এবং পরিশ্রমের যুগলবন্দি ফুল ফুটিয়েছে সবুজ গালিচায় । জীবনের শেষ বিশ্বকাপে ভক্তরা বুঁদ হয়ে ছিলেন দুই জাদুকরের স্বপ্নের পারফর্ম্যান্সে । কেরিয়ারের শেষ লগ্নে এসে 'চেরি অন দ্য কেক' আরও লালিত হল তাঁদের খ্যাতিকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.