ETV Bharat / sports

Marina Beach Cleans by Chennaiyin FC: মারিনা বিচ সাফাইয়ে নামলেন চেন্নাইয়িন এফসি'র ফুটবলাররা - চেন্নাইয়ন এফসি

মারিনা বিচ সাফাই অভিযানে নামলেন চেন্নাইয়িন এফসি-র ফুটবলাররা (Marina Beach Cleans by Chennaiyin FC) ৷ রবিবার ক্লাবের তরফে এই সাফাই অভিযানের আয়োজন করা হয় ৷ দলের সাপোর্ট স্টাফরাও সেই সাফাই অভিযানে যোগ দেন ৷

Marina Beach Cleans by Chennaiyin FC ETV BHARAT
Marina Beach Cleans by Chennaiyin FC
author img

By

Published : Mar 12, 2023, 5:09 PM IST

চেন্নাই, 12 মার্চ: চেন্নাইয়ের মারিনা বিচ সাফাই অভিযানে নামলেন চেন্নাইয়িন এফসি'র ফুটবলাররা (Chennaiyin FC Conducts Marina Beach Cleaning Drive) ৷ আর এর মূল উদ্দেশ্য ছিল, শহরের সবচেয়ে বড় সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া নাগরিকদের ৷ সেই উদ্দেশ্যকে সফল করতে আজ মারিনা বিচ পরিষ্কার করতে নেমে পড়লেন অনিরুদ্ধ থাপা, এডউইন, সাঙ্গোয়ান, ডুকের এবং কারিকারিরা ৷ এই সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন চেন্নাইয়িন এফসি-র হেড কোচ ব্র্যাডারিচ ও অ্যাসিস্ট্যান্ট কোচ জারমাতি ৷

এই সাফাই অভিযান নিয়ে চেন্নাইয়িন অধিনায়ক অনিরুদ্ধ থাপা জানিয়েছেন, সৈকতের পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে তাঁরা পৃথিবী ও তাঁর পরিবেশকে সামান্য কিছু ফিরিয়ে দিতে চেয়েছেন ৷ আর সেই সঙ্গে মানুষকে সাফাইয়ের কাজকে উপভোগ ও পরিচ্ছন্ন থাকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা ৷ তিনি বলেন, ‘‘আমি ক্লাব এবং অ্যাপোলো টায়ার কর্তৃপক্ষের এই উদ্যোগে অংশ নিতে পেরে খুবই খুশি হয়েছি ৷’’ উল্লেখ্য, চেন্নাইয়ের মারিনা বিচের পাশেই জহরলাল নেহরু স্টেডিয়াম চেন্নাইয়িনের হোম গ্রাউন্ড ৷ আর তাঁদের ফ্যানরা চেন্নাইয়িন এফসি দলকে মারিনা মাচানস বলেও ডাকে ৷

চেন্নাইয়িন ফুটবলার জুলিয়ান ডুকের জানান, নিজেদের শহর এবং সমুদ্রের বিচগুলিকে পরিষ্কার করা প্রত্যেক মানুষের কর্তব্য ৷ আর সেই কারণে সৈকতের সাফাই করা খুব ভালো পরিকল্পনা বলে জানান তিনি ৷ পাশাপাশি, ডুকের আক্ষেপ করেছেন যে, মানুষ নিজেই প্রকৃতির অংশ ৷ আর তারাই প্রকৃতিকে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত ৷ তাই সেই ধ্বংসের হাত থেকে বাঁচতে সৈকত সাফাইয়ের মাধ্যমে দূষণমুক্ত করার কাজ প্রশংসনীয় ৷ তিনি এও জানান, চেন্নাইয়িনের ফুটবলার হিসেবে শুধু নয়, সেখানকার পরিবেশ এবং মানুষের ভালোবাসার জন্য তিনি চেন্নাই শহরটিকে খুবই ভালোবাসেন ৷

আরও পড়ুন: সবুজ-মেরুন রক্ষণের ‘দ্য ওয়াল’ স্লাভকো দামজানোভিচ

জার্মানির এই ফুটবলার জানিয়েছেন, তিনি দেশে থাকলে খুব একটা ঝাল খাবার খান না ৷ কিন্তু, চেন্নাইয়ে সেটা হয় না ৷ তবে, ধীরে ধীরে ঝাল খাবারের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন বলে জানান ডুকের ৷ আর চেন্নাই দলের সদস্য হতে পেরে তিনি খুব খুশি বলে জানিয়েছেন জুলিয়ান ডুকের ৷

চেন্নাই, 12 মার্চ: চেন্নাইয়ের মারিনা বিচ সাফাই অভিযানে নামলেন চেন্নাইয়িন এফসি'র ফুটবলাররা (Chennaiyin FC Conducts Marina Beach Cleaning Drive) ৷ আর এর মূল উদ্দেশ্য ছিল, শহরের সবচেয়ে বড় সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া নাগরিকদের ৷ সেই উদ্দেশ্যকে সফল করতে আজ মারিনা বিচ পরিষ্কার করতে নেমে পড়লেন অনিরুদ্ধ থাপা, এডউইন, সাঙ্গোয়ান, ডুকের এবং কারিকারিরা ৷ এই সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন চেন্নাইয়িন এফসি-র হেড কোচ ব্র্যাডারিচ ও অ্যাসিস্ট্যান্ট কোচ জারমাতি ৷

এই সাফাই অভিযান নিয়ে চেন্নাইয়িন অধিনায়ক অনিরুদ্ধ থাপা জানিয়েছেন, সৈকতের পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে তাঁরা পৃথিবী ও তাঁর পরিবেশকে সামান্য কিছু ফিরিয়ে দিতে চেয়েছেন ৷ আর সেই সঙ্গে মানুষকে সাফাইয়ের কাজকে উপভোগ ও পরিচ্ছন্ন থাকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা ৷ তিনি বলেন, ‘‘আমি ক্লাব এবং অ্যাপোলো টায়ার কর্তৃপক্ষের এই উদ্যোগে অংশ নিতে পেরে খুবই খুশি হয়েছি ৷’’ উল্লেখ্য, চেন্নাইয়ের মারিনা বিচের পাশেই জহরলাল নেহরু স্টেডিয়াম চেন্নাইয়িনের হোম গ্রাউন্ড ৷ আর তাঁদের ফ্যানরা চেন্নাইয়িন এফসি দলকে মারিনা মাচানস বলেও ডাকে ৷

চেন্নাইয়িন ফুটবলার জুলিয়ান ডুকের জানান, নিজেদের শহর এবং সমুদ্রের বিচগুলিকে পরিষ্কার করা প্রত্যেক মানুষের কর্তব্য ৷ আর সেই কারণে সৈকতের সাফাই করা খুব ভালো পরিকল্পনা বলে জানান তিনি ৷ পাশাপাশি, ডুকের আক্ষেপ করেছেন যে, মানুষ নিজেই প্রকৃতির অংশ ৷ আর তারাই প্রকৃতিকে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত ৷ তাই সেই ধ্বংসের হাত থেকে বাঁচতে সৈকত সাফাইয়ের মাধ্যমে দূষণমুক্ত করার কাজ প্রশংসনীয় ৷ তিনি এও জানান, চেন্নাইয়িনের ফুটবলার হিসেবে শুধু নয়, সেখানকার পরিবেশ এবং মানুষের ভালোবাসার জন্য তিনি চেন্নাই শহরটিকে খুবই ভালোবাসেন ৷

আরও পড়ুন: সবুজ-মেরুন রক্ষণের ‘দ্য ওয়াল’ স্লাভকো দামজানোভিচ

জার্মানির এই ফুটবলার জানিয়েছেন, তিনি দেশে থাকলে খুব একটা ঝাল খাবার খান না ৷ কিন্তু, চেন্নাইয়ে সেটা হয় না ৷ তবে, ধীরে ধীরে ঝাল খাবারের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন বলে জানান ডুকের ৷ আর চেন্নাই দলের সদস্য হতে পেরে তিনি খুব খুশি বলে জানিয়েছেন জুলিয়ান ডুকের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.