ETV Bharat / sports

German Open Super 300 : বিশ্বের 1 নম্বর-কে হারিয়ে জার্মান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে লক্ষ্য সেন - German Open Super 300

জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen in Final of German Open Super 300) ৷ বিশ্বের 1নং শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনকে তিন সেটের ম্যাচে 21-13, 12-21, 22-20 গেমে হারিয়েছেন তিনি (Lakshya Sen Stunned Olympic Gold Winner Viktor Axelsen) ৷ রবিবার সন্ধ্যায় ফাইনালে তিনি থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদর্সনের মুখোমুখি হবেন ৷

Badminton Player Lakshya Sen in German Open Super 300 Final
বিশ্বের 1 নম্বর কে হারিয়ে জার্মান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে লক্ষ্য সেন
author img

By

Published : Mar 13, 2022, 9:17 AM IST

মিউনিখ (জার্মানি), 13 মার্চ : জার্মান ওপেন সুপার 300 (German Open Super 300) টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ৷ তাও টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী এবং টুর্নামেন্টের প্রথম বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে (Lakshya Sen Stunned Olympic Gold Winner Viktor Axelsen) ৷ তিন সেটের ম্যাচে 21-13, 12-21, 22-20 গেমে ডেনমার্কের প্রতিপক্ষকে হারিয়ে জার্মান ওপেন সুপার 300’র ফাইনালে উঠেছেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার (Lakshya Sen in Final of German Open Super 300) ৷

20 বছরের লক্ষ্য সেন প্রথম বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে 12 নম্বরে রয়েছেন ৷ শনিবার সেমিফাইনালের বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন তারকা ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে নামার আগে কোনও প্রত্যাশাই সেভাবে ছিল না লক্ষ্য সেনের কাছে ৷ কিন্তু, সবাইকে ভুল প্রমাণ করে নিজের সেরাটা উজার করে দেন 1 ঘণ্টা 10 মিনিটের লড়াইয়ে ৷ প্রথম সেট মাত্র 21 মিনিটে জিতে নেন লক্ষ্য ৷

ড্যানিশ তারকাকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি তিনি ৷ শুরুতে 4-1 লিড নেন ৷ তার পর এর পর মাঝে সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লক্ষ্য ৷ একটা সময় 13-7 গেমে এগিয়ে যান ৷ এর পর আর প্রথম সেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর সময়, কোনটাই পাননি ভিক্টর অ্যাক্সেলসেন ৷ তবে, দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ কিন্তু, সেখানেও শুরুতে লক্ষ্য অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ৷ লক্ষ্য 8-3 গেমে এগিয়ে ছিলেন ৷ কিন্তু, নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পরপর 5 পয়েন্ট তুলে স্কোরলাইন 8-8 করে দেন ভিক্টর অ্যাক্সেলসেন ৷ সেখান থেকে লক্ষ্য সেন মাত্র 4 পয়েন্ট তুলতে পারেন ৷ 12-21 গেমে দ্বিতীয় সেট হারেন তিনি ৷

আরও পড়ুন : German Open 2022 : লক্ষ্য সেন বনাম অ্যাক্সেলসন, জার্মান ওপেনে চ্যালেঞ্জের মুখে ভারতীয় শাটলার

কিন্তু, তৃতীয় সেটে সেয়ানে সেয়ানে লড়াই হয় ৷ টান-টান ম্যাচে পিছিয়ে থেকে শেষের দিকে স্কোরলাইন 15-17 করে দেন ৷ এর পর একটা সময় স্কোর 19-19 করে ম্যাচে ফিরে আসেন ৷ সেখানেও কিছুক্ষণের জন্য স্নায়ুর চাপ তৈরি হয় ৷ দুই শাটলার 20-20 গেমে দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, সেখানে নিজের সেরা গেম দেখান লক্ষ্য ৷ পরপর 2 পয়েন্ট নিয়ে 22-20 গেমে তৃতীয় সেট জিতে জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টের ফাইনালে পৌঁছান তিনি ৷ আজ রবিবার ফাইনালে তিনি থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদর্সনের মুখোমুখি হবেন, যিনি মালয়েশিয়ান শাটলার লি জি জিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷

মিউনিখ (জার্মানি), 13 মার্চ : জার্মান ওপেন সুপার 300 (German Open Super 300) টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ৷ তাও টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী এবং টুর্নামেন্টের প্রথম বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে (Lakshya Sen Stunned Olympic Gold Winner Viktor Axelsen) ৷ তিন সেটের ম্যাচে 21-13, 12-21, 22-20 গেমে ডেনমার্কের প্রতিপক্ষকে হারিয়ে জার্মান ওপেন সুপার 300’র ফাইনালে উঠেছেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার (Lakshya Sen in Final of German Open Super 300) ৷

20 বছরের লক্ষ্য সেন প্রথম বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে 12 নম্বরে রয়েছেন ৷ শনিবার সেমিফাইনালের বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন তারকা ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে নামার আগে কোনও প্রত্যাশাই সেভাবে ছিল না লক্ষ্য সেনের কাছে ৷ কিন্তু, সবাইকে ভুল প্রমাণ করে নিজের সেরাটা উজার করে দেন 1 ঘণ্টা 10 মিনিটের লড়াইয়ে ৷ প্রথম সেট মাত্র 21 মিনিটে জিতে নেন লক্ষ্য ৷

ড্যানিশ তারকাকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি তিনি ৷ শুরুতে 4-1 লিড নেন ৷ তার পর এর পর মাঝে সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লক্ষ্য ৷ একটা সময় 13-7 গেমে এগিয়ে যান ৷ এর পর আর প্রথম সেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর সময়, কোনটাই পাননি ভিক্টর অ্যাক্সেলসেন ৷ তবে, দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ কিন্তু, সেখানেও শুরুতে লক্ষ্য অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ৷ লক্ষ্য 8-3 গেমে এগিয়ে ছিলেন ৷ কিন্তু, নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পরপর 5 পয়েন্ট তুলে স্কোরলাইন 8-8 করে দেন ভিক্টর অ্যাক্সেলসেন ৷ সেখান থেকে লক্ষ্য সেন মাত্র 4 পয়েন্ট তুলতে পারেন ৷ 12-21 গেমে দ্বিতীয় সেট হারেন তিনি ৷

আরও পড়ুন : German Open 2022 : লক্ষ্য সেন বনাম অ্যাক্সেলসন, জার্মান ওপেনে চ্যালেঞ্জের মুখে ভারতীয় শাটলার

কিন্তু, তৃতীয় সেটে সেয়ানে সেয়ানে লড়াই হয় ৷ টান-টান ম্যাচে পিছিয়ে থেকে শেষের দিকে স্কোরলাইন 15-17 করে দেন ৷ এর পর একটা সময় স্কোর 19-19 করে ম্যাচে ফিরে আসেন ৷ সেখানেও কিছুক্ষণের জন্য স্নায়ুর চাপ তৈরি হয় ৷ দুই শাটলার 20-20 গেমে দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, সেখানে নিজের সেরা গেম দেখান লক্ষ্য ৷ পরপর 2 পয়েন্ট নিয়ে 22-20 গেমে তৃতীয় সেট জিতে জার্মান ওপেন সুপার 300 টুর্নামেন্টের ফাইনালে পৌঁছান তিনি ৷ আজ রবিবার ফাইনালে তিনি থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদর্সনের মুখোমুখি হবেন, যিনি মালয়েশিয়ান শাটলার লি জি জিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.