ETV Bharat / sports

Lakshya on All England Open Final : অ্যাক্সেলসেনের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসেনি, খেতাব খুইয়ে জানালেন লক্ষ্য - Lakshya Sen praises Viktor Axelsen after losing in All England Open

ভিক্টর এদিন এতোটাই দুর্ধর্ষ ছিলেন যে তাঁর কোনও পরিকল্পনাই কাজে আসেনি ৷ ম্যাচের পর জানালেন রুপোজয়ী লক্ষ্য ৷ তবে হেরেও আদায় করে নিলেন অ্যাক্সেলসেনের দরাজ প্রশংসা (Viktor Axelsen lauds Lakshya Sen) ৷

Lakshya Wins Silver in All England Open
অ্যাক্সেলসেনের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসেনি, খেতাব খুঁইয়ে জানালেন লক্ষ্য
author img

By

Published : Mar 21, 2022, 10:43 AM IST

লন্ডন, 21 মার্চ : রবিবার জার্মান ওপেনের ফলাফল পুনরাবৃত্তি হলে তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেনে খেতাব জিততেন তিনি ৷ তাও আবার 21 বছর বাদে ৷ কিন্তু হল না ৷ টানা দ্বিতীয়বার বিশ্বের পয়লা নম্বর অ্যাক্সেলসেনকে হারিয়ে লক্ষ্যভেদে ব্যর্থ লক্ষ্য সেন ৷ স্যারের কীর্তি অল্পের জন্য ছুঁতে না-পারার আফসোস ম্যাচ শেষে ঝরে পড়ছিল প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্রের গলায় ৷

ভিক্টর এদিন এতোটাই দুর্ধর্ষ ছিলেন যে তাঁর কোনও পরিকল্পনাই কাজে আসেনি ৷ ম্যাচের পর জানালেন রুপোজয়ী লক্ষ্য (Lakshya Sen praises Viktor Axelsen after losing in All England Open) ৷ তবে হেরেও আদায় করে নিলেন অ্যাক্সেলসেনের দরাজ প্রশংসা (Viktor Axelsen lauds Lakshya Sen) ৷ গ্যালারির সমর্থনের বিরুদ্ধে গিয়ে খেতাব জয়ের পর ড্যানিশ তারকা বলেন, "প্রচুর দর্শক লক্ষ্যর হয়ে গলা ফাটাচ্ছিলেন ৷ তাই ম্যাচ জয় সহজ ছিল না ৷ তবে লক্ষ্য অনন্য প্রতিভা ৷ আমি ওকে ভালভাবে জানি ৷ শুভেচ্ছা রইল ওর জন্য ৷ আশা করি ভবিষ্যতে আরও অনেক দারুণ লড়াই ওর বিরুদ্ধে অপেক্ষা করে আছে ৷"

এদিকে ফাইনাল হেরে লক্ষ্য বলেন, "মনে হয় আমি খারাপ খেলিনি ৷ কিন্তু ওঁর (অ্যাক্সেলসেন) ডিফেন্স আজ দুর্ধর্ষ ছিল ৷ আমাকে কোনও পরিকল্পনাই কাজে লাগাতে দেয়নি ও ৷" তবে তিনি বাড়তি চাপে ছিলেন না বলেও জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী ৷ লক্ষ্যর কথায়, "কোর্টে নামার আগে যথেষ্ট চাপ অনুভব করছিলাম ৷ যদিও কোর্টে নামার পর আর পাঁচটা ম্যাচের মতই অনুভূতি হচ্ছিল ৷"

আরও পড়ুন : ‘লক্ষ্যভেদ’ হল না, অল ইংল্যান্ডে রানার্স লক্ষ্য সেন

একই সঙ্গে অতিমারী পরবর্তী সময়ে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্য বলেন, "বড় মঞ্চে কীভাবে খেলতে হয় সেটা এখন স্পষ্ট আমার কাছে ৷ এখানে সকল ম্যাচই কঠিন ৷ বুঝেছি যে মানসিক এবং শারীরিকভাবে তৈরি থাকা জরুরি ৷ আর এটাই আমায় আত্মবিশ্বাস জোগাচ্ছে ৷"

লন্ডন, 21 মার্চ : রবিবার জার্মান ওপেনের ফলাফল পুনরাবৃত্তি হলে তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেনে খেতাব জিততেন তিনি ৷ তাও আবার 21 বছর বাদে ৷ কিন্তু হল না ৷ টানা দ্বিতীয়বার বিশ্বের পয়লা নম্বর অ্যাক্সেলসেনকে হারিয়ে লক্ষ্যভেদে ব্যর্থ লক্ষ্য সেন ৷ স্যারের কীর্তি অল্পের জন্য ছুঁতে না-পারার আফসোস ম্যাচ শেষে ঝরে পড়ছিল প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্রের গলায় ৷

ভিক্টর এদিন এতোটাই দুর্ধর্ষ ছিলেন যে তাঁর কোনও পরিকল্পনাই কাজে আসেনি ৷ ম্যাচের পর জানালেন রুপোজয়ী লক্ষ্য (Lakshya Sen praises Viktor Axelsen after losing in All England Open) ৷ তবে হেরেও আদায় করে নিলেন অ্যাক্সেলসেনের দরাজ প্রশংসা (Viktor Axelsen lauds Lakshya Sen) ৷ গ্যালারির সমর্থনের বিরুদ্ধে গিয়ে খেতাব জয়ের পর ড্যানিশ তারকা বলেন, "প্রচুর দর্শক লক্ষ্যর হয়ে গলা ফাটাচ্ছিলেন ৷ তাই ম্যাচ জয় সহজ ছিল না ৷ তবে লক্ষ্য অনন্য প্রতিভা ৷ আমি ওকে ভালভাবে জানি ৷ শুভেচ্ছা রইল ওর জন্য ৷ আশা করি ভবিষ্যতে আরও অনেক দারুণ লড়াই ওর বিরুদ্ধে অপেক্ষা করে আছে ৷"

এদিকে ফাইনাল হেরে লক্ষ্য বলেন, "মনে হয় আমি খারাপ খেলিনি ৷ কিন্তু ওঁর (অ্যাক্সেলসেন) ডিফেন্স আজ দুর্ধর্ষ ছিল ৷ আমাকে কোনও পরিকল্পনাই কাজে লাগাতে দেয়নি ও ৷" তবে তিনি বাড়তি চাপে ছিলেন না বলেও জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী ৷ লক্ষ্যর কথায়, "কোর্টে নামার আগে যথেষ্ট চাপ অনুভব করছিলাম ৷ যদিও কোর্টে নামার পর আর পাঁচটা ম্যাচের মতই অনুভূতি হচ্ছিল ৷"

আরও পড়ুন : ‘লক্ষ্যভেদ’ হল না, অল ইংল্যান্ডে রানার্স লক্ষ্য সেন

একই সঙ্গে অতিমারী পরবর্তী সময়ে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্য বলেন, "বড় মঞ্চে কীভাবে খেলতে হয় সেটা এখন স্পষ্ট আমার কাছে ৷ এখানে সকল ম্যাচই কঠিন ৷ বুঝেছি যে মানসিক এবং শারীরিকভাবে তৈরি থাকা জরুরি ৷ আর এটাই আমায় আত্মবিশ্বাস জোগাচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.