ETV Bharat / sports

Modi meets Shuttlers : মোদির আবদার রাখলেন লক্ষ্য, প্রধানমন্ত্রীকে বাল মিঠাই উপহার আলমোড়ার শাটলারের - Narendra Modi meets Shuttlers after historic Thomas Cup win

যে খেলায় সাফল্য মানেই ‘একা’ বা ‘দোকা’, সেখানেই ইতিহাস গড়ার পেছনে রয়েছে ‘দলগত প্রয়াস’ ৷ এদিন ইতিহাস সৃষ্টিকারী সেই দলের সঙ্গেই দেখা করলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত এইচ এস প্রণয়, লক্ষ্য সেনরা (Narendra Modi meets Shuttlers after historic Thomas Cup win) ৷

Lakshya Sen Narendra Modi
প্রধানমন্ত্রীকে বাল মিঠাই উপহার আলমোড়ার শাটলারের
author img

By

Published : May 22, 2022, 1:40 PM IST

নয়াদিল্লি, 22 মে : পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) ইতিহাস গড়েছে ভারত ৷ 73 বছরে থমাস কাপের ফাইনাল তো দূর কী বাত, সেমির টিকিটও অধরা ছিল ভারতের ৷ সেখানে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়েছে ভারতীয় শাটলাররা ৷ তারপরই এদিন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi meets Shuttlers after historic Thomas Cup win) ৷

যে খেলায় সাফল্য মানেই ‘একা’ বা ‘দোকা’, সেখানেই ইতিহাস গড়ার পেছনে রয়েছে ‘দলগত প্রয়াস’ ৷ ফলে ঐতিহাসিক জয়ের কান্ডারি বছর কুড়ির লক্ষ্য সেন থেকে শুরু করে তিরিশ ছুঁইছুঁই শ্রীকান্ত ৷ রবিবার ম্যাচ শেষেই টুইট বার্তা এসেছিল নরেন্দ্র মোদির তরফে ৷ এরপর প্রায় 10 মিনিট সোনাজয়ী দলের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উত্তরাখণ্ডি শাটলার লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চান তিনি ৷ এদিন তাঁকে উত্তরাখণ্ডের বিখ্যাত ‘বাল মিঠাই’ উপহার দিয়েছেন ভারতের নতুন ‘সেন’সেশন ৷

ভারতের ইতিহাস সৃষ্টিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী এদিন মিষ্টি পেয়ে খুশি ৷ মোদি বলেন, ‘‘লক্ষ্যকে উত্তরাখণ্ডের বিখ্যাত বাল মিঠাই-এর জন্য ধন্যবাদ ৷ আমি ওঁর কাছে একটা ছোট্ট আবদার করেছিলাম ৷ ও সেটা রেখেছে ৷’’

  • Interacted with our badminton champions, who shared their experiences from the Thomas Cup and Uber Cup. The players talked about different aspects of their game, life beyond badminton and more. India is proud of their accomplishments. https://t.co/sz1FrRTub8

    — Narendra Modi (@narendramodi) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত শাটলাররাও ৷ লক্ষ্য সেন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে এটা আমার দ্বিতীয় সাক্ষাৎ ৷ ওঁর সঙ্গে দেখা হলেই আত্মবিশ্বাস বেড়ে যায় ৷ ওঁর প্রাণশক্তি আমাদের কাছে মোটিভেশনের কাজ করে ৷ প্রধানমন্ত্রী খুব ছোট ছোট বিষয় খেয়াল রাখেন ৷ এত বড় একজন মানুষ কারও বিষয়ে এতকিছু মনে রাখলে তা তাঁর প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয় ৷’’

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রসঙ্গত, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, সোনাজয়ী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি ধীরে ধীরে সলতে পাকছে ব্যাটমিন্টনেরও ৷ গত কয়েকবছরে অলিম্পিকেও তেরঙ্গার দাপট দেখেছে বিশ্ব ৷ এবার থমাস কাপে সাফল্য আসায় আন্তর্জাতিক মঞ্চে শাটলারদের ‘বল্গাহীন’ করতে তৈরি সরকারও ৷

নয়াদিল্লি, 22 মে : পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) ইতিহাস গড়েছে ভারত ৷ 73 বছরে থমাস কাপের ফাইনাল তো দূর কী বাত, সেমির টিকিটও অধরা ছিল ভারতের ৷ সেখানে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়েছে ভারতীয় শাটলাররা ৷ তারপরই এদিন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi meets Shuttlers after historic Thomas Cup win) ৷

যে খেলায় সাফল্য মানেই ‘একা’ বা ‘দোকা’, সেখানেই ইতিহাস গড়ার পেছনে রয়েছে ‘দলগত প্রয়াস’ ৷ ফলে ঐতিহাসিক জয়ের কান্ডারি বছর কুড়ির লক্ষ্য সেন থেকে শুরু করে তিরিশ ছুঁইছুঁই শ্রীকান্ত ৷ রবিবার ম্যাচ শেষেই টুইট বার্তা এসেছিল নরেন্দ্র মোদির তরফে ৷ এরপর প্রায় 10 মিনিট সোনাজয়ী দলের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই উত্তরাখণ্ডি শাটলার লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চান তিনি ৷ এদিন তাঁকে উত্তরাখণ্ডের বিখ্যাত ‘বাল মিঠাই’ উপহার দিয়েছেন ভারতের নতুন ‘সেন’সেশন ৷

ভারতের ইতিহাস সৃষ্টিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী এদিন মিষ্টি পেয়ে খুশি ৷ মোদি বলেন, ‘‘লক্ষ্যকে উত্তরাখণ্ডের বিখ্যাত বাল মিঠাই-এর জন্য ধন্যবাদ ৷ আমি ওঁর কাছে একটা ছোট্ট আবদার করেছিলাম ৷ ও সেটা রেখেছে ৷’’

  • Interacted with our badminton champions, who shared their experiences from the Thomas Cup and Uber Cup. The players talked about different aspects of their game, life beyond badminton and more. India is proud of their accomplishments. https://t.co/sz1FrRTub8

    — Narendra Modi (@narendramodi) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত শাটলাররাও ৷ লক্ষ্য সেন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে এটা আমার দ্বিতীয় সাক্ষাৎ ৷ ওঁর সঙ্গে দেখা হলেই আত্মবিশ্বাস বেড়ে যায় ৷ ওঁর প্রাণশক্তি আমাদের কাছে মোটিভেশনের কাজ করে ৷ প্রধানমন্ত্রী খুব ছোট ছোট বিষয় খেয়াল রাখেন ৷ এত বড় একজন মানুষ কারও বিষয়ে এতকিছু মনে রাখলে তা তাঁর প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয় ৷’’

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রসঙ্গত, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, সোনাজয়ী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি ধীরে ধীরে সলতে পাকছে ব্যাটমিন্টনেরও ৷ গত কয়েকবছরে অলিম্পিকেও তেরঙ্গার দাপট দেখেছে বিশ্ব ৷ এবার থমাস কাপে সাফল্য আসায় আন্তর্জাতিক মঞ্চে শাটলারদের ‘বল্গাহীন’ করতে তৈরি সরকারও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.