ETV Bharat / sports

Kylian Mbappe: শনিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, পিএসজি-র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে - কিলিয়ান এমবাপে

Kylian Mbappe Returns to PSG Training: চুক্তি সমস্যার মধ্যেই পিএসজি-র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে ৷ তবে, আজ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সঙ্গে ফরাসি ফুটবলারের ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে ৷

Kylian Mbappe ETV BHARAT
Kylian Mbappe
author img

By

Published : Aug 13, 2023, 7:06 PM IST

Updated : Aug 13, 2023, 11:02 PM IST

প্যারিস, 13 অগস্ট: প্যারিস সাঁ জা'র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে ৷ রবিবার লিগ ওয়ানের এই ক্লাবের তরফে জানানো হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে ফরাসি স্ট্রাইকারের ‘গঠনমূলক এবং ইতিবাচক আলোচনা’ হয়েছে ৷ শনিবার রাতের ম্যাচ স্ট্যান্ড থেকে বসে দেখে ছিলেন কিলিয়ান ৷ যে ম্যাচ লিগ ওয়ানের গত মরশুমের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে লরিয়েন্টের বিরুদ্ধে 0-0 ড্র করেছে ৷ এই মুহূর্তে এমবাপে পিএসজি-র সঙ্গে তাঁর চুক্তি নিয়ে একটি জটিলতার মধ্য রয়েছেন ৷ সেই নিয়েই ক্লাবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছে পিএসজি ৷

এ দিন পিএসজি-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পিএসজি-লরিয়েন্ট ম্যাচের আগে প্যারিস সাঁ জা এবং কিলিয়ান এমবাপের মধ্যে অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক আলোচনার হয়েছে ৷ তার পরেই আজ সকালে দলের প্রথম অনুশীলনে তিনি যোগ দিলেন ৷’’ উল্লেখ্য, প্রি-সিজন ট্যুরে পিএসজি-র সঙ্গে ছিলেন না কিলিয়ান এমবাপে ৷ এমনকী গত সপ্তাহে দলের থেকে আলাদা অনুশীলন করছিলেন তিনি ৷

উল্লেখ্য, আগামী মরশুমে পিএসজি-র সঙ্গে থাকতে নারাজ কিলিয়ান এমবাপে ৷ তিনি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, এই মরশুম পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকা তাঁর চুক্তি অনুযায়ী খেলবেন ৷ তার পর তাঁকে ফ্রি-তে অন্য ক্লাবে যাওয়ার জন্য ছেড়ে দিতে হবে ৷ কিন্তু, পিএসজি কর্তৃপক্ষ এমবাপের এই প্রস্তাবে রাজি নয় ৷ তাদের প্রস্তাব ছিল, বর্তমান চুক্তি থাকাকালীন আগামী মরশুমের জন্য চুক্তি পুনর্নবীকরণ করতে হবে ৷ আর তা না হলে, এই মরশুমের শুরুতেই চুক্তি শেষ হওয়ার আগে কিলিয়ানকে অন্য ক্লাবে বিক্রি করবে পিএসজি ৷

আরও পড়ুন: আল-হিলালের প্রস্তাবে মশকরা এনবিএ তারকার, পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের

মোটের উপর 24 বছরের ফরাসি তারকাকে ফ্রি-তে অন্য দলে যেতে দিতে নারাজ পিএসজি ৷ নয় ক্লাবের হয়ে তিনি খেলবনে, আর তা না-হলে, অন্য ক্লাবে বেশি দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে কর্তৃপক্ষ ৷ কিন্তু, এই মরশুমের চুক্তি শেষ হয়ে গেলে, তা করতে পারবে না ক্লাব কর্তৃপক্ষ ৷

প্যারিস, 13 অগস্ট: প্যারিস সাঁ জা'র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে ৷ রবিবার লিগ ওয়ানের এই ক্লাবের তরফে জানানো হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে ফরাসি স্ট্রাইকারের ‘গঠনমূলক এবং ইতিবাচক আলোচনা’ হয়েছে ৷ শনিবার রাতের ম্যাচ স্ট্যান্ড থেকে বসে দেখে ছিলেন কিলিয়ান ৷ যে ম্যাচ লিগ ওয়ানের গত মরশুমের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে লরিয়েন্টের বিরুদ্ধে 0-0 ড্র করেছে ৷ এই মুহূর্তে এমবাপে পিএসজি-র সঙ্গে তাঁর চুক্তি নিয়ে একটি জটিলতার মধ্য রয়েছেন ৷ সেই নিয়েই ক্লাবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছে পিএসজি ৷

এ দিন পিএসজি-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পিএসজি-লরিয়েন্ট ম্যাচের আগে প্যারিস সাঁ জা এবং কিলিয়ান এমবাপের মধ্যে অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক আলোচনার হয়েছে ৷ তার পরেই আজ সকালে দলের প্রথম অনুশীলনে তিনি যোগ দিলেন ৷’’ উল্লেখ্য, প্রি-সিজন ট্যুরে পিএসজি-র সঙ্গে ছিলেন না কিলিয়ান এমবাপে ৷ এমনকী গত সপ্তাহে দলের থেকে আলাদা অনুশীলন করছিলেন তিনি ৷

উল্লেখ্য, আগামী মরশুমে পিএসজি-র সঙ্গে থাকতে নারাজ কিলিয়ান এমবাপে ৷ তিনি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, এই মরশুম পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকা তাঁর চুক্তি অনুযায়ী খেলবেন ৷ তার পর তাঁকে ফ্রি-তে অন্য ক্লাবে যাওয়ার জন্য ছেড়ে দিতে হবে ৷ কিন্তু, পিএসজি কর্তৃপক্ষ এমবাপের এই প্রস্তাবে রাজি নয় ৷ তাদের প্রস্তাব ছিল, বর্তমান চুক্তি থাকাকালীন আগামী মরশুমের জন্য চুক্তি পুনর্নবীকরণ করতে হবে ৷ আর তা না হলে, এই মরশুমের শুরুতেই চুক্তি শেষ হওয়ার আগে কিলিয়ানকে অন্য ক্লাবে বিক্রি করবে পিএসজি ৷

আরও পড়ুন: আল-হিলালের প্রস্তাবে মশকরা এনবিএ তারকার, পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের

মোটের উপর 24 বছরের ফরাসি তারকাকে ফ্রি-তে অন্য দলে যেতে দিতে নারাজ পিএসজি ৷ নয় ক্লাবের হয়ে তিনি খেলবনে, আর তা না-হলে, অন্য ক্লাবে বেশি দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে কর্তৃপক্ষ ৷ কিন্তু, এই মরশুমের চুক্তি শেষ হয়ে গেলে, তা করতে পারবে না ক্লাব কর্তৃপক্ষ ৷

Last Updated : Aug 13, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.