ETV Bharat / sports

SAFF Championship 2023: আনোয়ারের আত্মঘাতী গোলে কুয়েত জয়ের স্বপ্ন শেষ ভারতের, অধরা গ্রুপ শীর্ষ - ঈগর স্টিম্যাচ

পাকিস্তান এবং নেপালকে হারিয়ে আগেই নকআউট পর্বে উঠে গিয়েছিল ব্লু টাইগার্সরা ৷ গতকাল, মঙ্গলবারের ম্যাচে অনেক উত্তেজনা হয়েছে। বারবারে উত্তপ্ত হয়েছে পরিবেশ। তবে এই ম্যাচের ভিলেন আনোয়ার আলি। তাঁর আত্মঘাতী গোলের কারণেই কুয়েতের বিরুদ্ধে ম্যাচ ড্র করে জয় হাতছাড়া ভারতের।

SAFF Championship 2023
আত্মঘাতী গোলে কুয়েত জয়ের স্বপ্ন শেষ ভারতের
author img

By

Published : Jun 28, 2023, 7:26 AM IST

কলকাতা, 28 জুন: স্বপ্নের আত্মহত্যা। সাফ কাপে পর পর দু'টো ম্যাচে পাকিস্তান এবং নেপালকে উড়িয়ে কুয়েতের সামনে ভারত। কিন্তু ঘটনার ঘনঘটায় স্বপ্নের অপমৃত্য। ফের লাল কার্ড দেখলেন কোচ ঈগর স্টিম্যাচ। আত্মঘাতী গোল আনেয়ারের। জয় হাতছাড়া ভারতের। 19 বছর পর কুয়েতের বিরুদ্ধে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। ছোট ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। ভারতীয় ফুটবল দলের এই ম্যাচটি তার উদাহরণ। সেমিফাইনালের আগে শিক্ষাও বটে। ফুটবলে রেফারির শেষ বাঁশি না-বাজলে খেলা শেষ হয় না, সেটাই ভুবনেশ্বরে আরও একবার প্রমাণিত হল।

শেষ মুহূর্তে আত্মঘাতী গোল খেয়ে কুয়েতের বিরুদ্ধে ভারতের জয় অধরাই রইল। 13 বছর আগে, একটি ম্যাচে কুয়েতের কাছে 9 গোল খেয়ে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত। এই ম্যাচটা জিততে পারলে সেদিনের লজ্জার গায়ে কিছুটা প্রলেপ পড়ত। হারাতে পারলে কিছুটা সম্মান হয়তো পুনরুদ্ধার হত। বদলে, নিশ্চিত জয় হতছাড়া করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল সুনীলদের। বেশি গোল করার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেল কুয়েত। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ সম্ভবত বাংলাদেশ বা মালদ্বীপ। ভারতের সামনে হয়তো লেবানন।

প্রথমার্ধে নিজে গোল করে এগিয়ে দেওয়ার পরও, জয় হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক সুনীল ছেত্রী। খেলা শেষে ডাগআউটে হতাশ হয়ে বসেছিলেন। 90 মিনিটে কুয়েতের এক ফুটবলার সাহাল আব্দুল সামাদকে ধাক্কা মেরে ফেলে দেন। প্রত্যুত্তরে বদলি হিসেবে নামা রহিম আলি গিয়ে ধাক্কা মারেন কুয়েতের ওই ফুটবলারটিকে। রেফারি দু'জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এরপর রেফারির সিদ্ধান্ত মানতে না-পারায়, বারেবারে ম্যাচ অফিসিয়ালকে গিয়ে নালিশ করতে থাকেন ভারতীয় কোচ।

যার জেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের ডাগআউটে বসতে পারবেন না ঈগর। শেষ চারের ম্যাচে ঈগরের ডাগআউটে না-বসাটা ভারতের ক্ষেত্রে ধাক্কা হতে পারে। আনোয়ার আলি বলকে বিপদমুক্ত করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন। গোল পেয়ে যাওয়ার পর কুয়েতের ফুটবলাররা ম্যাচ জয়ের মতো উচ্ছ্বাস পালন করেন, সতীর্থরা এসে আনোয়ারের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। এত কাছে এসেও জিততে না-পারায় হতাশ ভারতীয় শিবির। আত্মঘাতী গোলে স্বপ্নের অপমৃত্যু ভারতের।

আরও পড়ুন: মেসি বা রোনাল্ডো নন, সানির চোখে সেরা সুনীল

কলকাতা, 28 জুন: স্বপ্নের আত্মহত্যা। সাফ কাপে পর পর দু'টো ম্যাচে পাকিস্তান এবং নেপালকে উড়িয়ে কুয়েতের সামনে ভারত। কিন্তু ঘটনার ঘনঘটায় স্বপ্নের অপমৃত্য। ফের লাল কার্ড দেখলেন কোচ ঈগর স্টিম্যাচ। আত্মঘাতী গোল আনেয়ারের। জয় হাতছাড়া ভারতের। 19 বছর পর কুয়েতের বিরুদ্ধে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। ছোট ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। ভারতীয় ফুটবল দলের এই ম্যাচটি তার উদাহরণ। সেমিফাইনালের আগে শিক্ষাও বটে। ফুটবলে রেফারির শেষ বাঁশি না-বাজলে খেলা শেষ হয় না, সেটাই ভুবনেশ্বরে আরও একবার প্রমাণিত হল।

শেষ মুহূর্তে আত্মঘাতী গোল খেয়ে কুয়েতের বিরুদ্ধে ভারতের জয় অধরাই রইল। 13 বছর আগে, একটি ম্যাচে কুয়েতের কাছে 9 গোল খেয়ে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত। এই ম্যাচটা জিততে পারলে সেদিনের লজ্জার গায়ে কিছুটা প্রলেপ পড়ত। হারাতে পারলে কিছুটা সম্মান হয়তো পুনরুদ্ধার হত। বদলে, নিশ্চিত জয় হতছাড়া করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল সুনীলদের। বেশি গোল করার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেল কুয়েত। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ সম্ভবত বাংলাদেশ বা মালদ্বীপ। ভারতের সামনে হয়তো লেবানন।

প্রথমার্ধে নিজে গোল করে এগিয়ে দেওয়ার পরও, জয় হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক সুনীল ছেত্রী। খেলা শেষে ডাগআউটে হতাশ হয়ে বসেছিলেন। 90 মিনিটে কুয়েতের এক ফুটবলার সাহাল আব্দুল সামাদকে ধাক্কা মেরে ফেলে দেন। প্রত্যুত্তরে বদলি হিসেবে নামা রহিম আলি গিয়ে ধাক্কা মারেন কুয়েতের ওই ফুটবলারটিকে। রেফারি দু'জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এরপর রেফারির সিদ্ধান্ত মানতে না-পারায়, বারেবারে ম্যাচ অফিসিয়ালকে গিয়ে নালিশ করতে থাকেন ভারতীয় কোচ।

যার জেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের ডাগআউটে বসতে পারবেন না ঈগর। শেষ চারের ম্যাচে ঈগরের ডাগআউটে না-বসাটা ভারতের ক্ষেত্রে ধাক্কা হতে পারে। আনোয়ার আলি বলকে বিপদমুক্ত করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন। গোল পেয়ে যাওয়ার পর কুয়েতের ফুটবলাররা ম্যাচ জয়ের মতো উচ্ছ্বাস পালন করেন, সতীর্থরা এসে আনোয়ারের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। এত কাছে এসেও জিততে না-পারায় হতাশ ভারতীয় শিবির। আত্মঘাতী গোলে স্বপ্নের অপমৃত্যু ভারতের।

আরও পড়ুন: মেসি বা রোনাল্ডো নন, সানির চোখে সেরা সুনীল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.