ETV Bharat / sports

Political Influence in AIFF Elections: রিজিজুর ‘প্রভাব’ এআইএফএফ নির্বাচনে, অভিযোগ মানবেন্দ্র সিংয়ের - AIFF

এআইএফএফ নির্বাচনে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ অভিযোগ করলেন নির্বাচনের আগের রাতে স্টেক হোল্ডারদের হোটেলে গিয়ে সকলকে বাইচুংয়ের বিরুদ্ধে ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন রিজিজু ৷

Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections Alleges Manvendra Singh
Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections Alleges Manvendra Singh
author img

By

Published : Sep 2, 2022, 8:29 PM IST

নয়াদিল্লি, 2 সপ্টেম্বর: এআইএফএফ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ (Political Influence in AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কংগ্রেস নেতা মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ তাও আবার প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ৷ মানবেন্দ্র সিং অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর ‘প্রভাবে’র ফল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) ৷

এ দিন এআইএফএফ এর সভাপতি নির্বাচনে 33-1 ভোটে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) কাছে হেরেছেন বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) ৷ প্রসঙ্গত, দু’জনেই ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং তাঁরা একই সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচ খেলেছেন ৷ তবে, এই ফলাফলকে ভারতীয় ফুটবলের জন্য দুঃখের দিন বলে দাবি করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং ৷

সিং দাবি করেছেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু নির্বাচনের আগে রাজ্য অ্যাসোসিয়েশনের সদস্যদের হোটেলে গিয়ে ভুটিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ‘আদেশ’ দিয়েছেন ৷’’ মানবেন্দ্র সিংয়ের দাবি, রিজিজু রাতে অ্যাসোসিয়েট সদস্যদের হোটেলে গিয়েছিলেন ৷ এমনকি ভোট চলাকালীনও লাগাতার হস্তক্ষেপ করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

প্রসঙ্গত, মানবেন্দ্র সিং 29-5 ভোটে সহ-সভাপতি নির্বাচনে কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনএ হ্যারিসের কাছে হেরেছেন ৷ এন এ হ্যারিস কর্নাটক থেকে লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তবে, নিজের হার নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি ৷ তবে, সভাপতি নির্বাচনে কিরেণ রিজিজুর বিরুদ্ধে লাগাতার প্রভাব খাটানোর অভিযোগ করে গিয়েছেন ৷

আরও পড়ুন: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে

আর এক্ষেত্রে কল্যাণ চৌবের জয়কে ফর্মুলা ওয়ান রেসে অ্যাম্বাসাডর চালানোর সঙ্গে তুলনা করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ বলেন, ‘‘ভোট পাব জেনেই আমরা বাইচুং ভুটিয়াকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে দাঁড় করিয়েছিলাম ৷ যখন আপনার কাছে অ্যাসোসিয়েশনের বাইরে থেকে সভাপতি বাছার বিকল্প রয়েছে,তখন আপনার সেরা বাছাইয়ে যাওয়া উচিত ৷ আমি অ্যাম্বাসাডর নিয়ে ফর্মুলা ওয়ান রেসে নামতে চাইব না, যেখানে আমার কাছে ফেরারি আছে ৷’’

এই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন মানবেন্দ্র সিং ৷ পাশাপাশি, কল্যাণ চৌবের এআইএফএফ এর সভাপতি নির্বাচিত হওয়া ভারতীয় ফুটবলের জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন তিনি ৷ যদিও, মানবেন্দ্রর সব অভিযোগ অস্বীকার করেছেন নবনির্বাচিত এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ৷

নয়াদিল্লি, 2 সপ্টেম্বর: এআইএফএফ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ (Political Influence in AIFF Elections) আনলেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কংগ্রেস নেতা মানবেন্দ্র সিং (Manvendra Singh) ৷ তাও আবার প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ৷ মানবেন্দ্র সিং অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর ‘প্রভাবে’র ফল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন (Kiren Rijiju Influenced Outcome of AIFF Elections) ৷

এ দিন এআইএফএফ এর সভাপতি নির্বাচনে 33-1 ভোটে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) কাছে হেরেছেন বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) ৷ প্রসঙ্গত, দু’জনেই ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং তাঁরা একই সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচ খেলেছেন ৷ তবে, এই ফলাফলকে ভারতীয় ফুটবলের জন্য দুঃখের দিন বলে দাবি করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র সিং ৷

সিং দাবি করেছেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু নির্বাচনের আগে রাজ্য অ্যাসোসিয়েশনের সদস্যদের হোটেলে গিয়ে ভুটিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ‘আদেশ’ দিয়েছেন ৷’’ মানবেন্দ্র সিংয়ের দাবি, রিজিজু রাতে অ্যাসোসিয়েট সদস্যদের হোটেলে গিয়েছিলেন ৷ এমনকি ভোট চলাকালীনও লাগাতার হস্তক্ষেপ করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

প্রসঙ্গত, মানবেন্দ্র সিং 29-5 ভোটে সহ-সভাপতি নির্বাচনে কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনএ হ্যারিসের কাছে হেরেছেন ৷ এন এ হ্যারিস কর্নাটক থেকে লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তবে, নিজের হার নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি ৷ তবে, সভাপতি নির্বাচনে কিরেণ রিজিজুর বিরুদ্ধে লাগাতার প্রভাব খাটানোর অভিযোগ করে গিয়েছেন ৷

আরও পড়ুন: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে

আর এক্ষেত্রে কল্যাণ চৌবের জয়কে ফর্মুলা ওয়ান রেসে অ্যাম্বাসাডর চালানোর সঙ্গে তুলনা করেছেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ বলেন, ‘‘ভোট পাব জেনেই আমরা বাইচুং ভুটিয়াকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে দাঁড় করিয়েছিলাম ৷ যখন আপনার কাছে অ্যাসোসিয়েশনের বাইরে থেকে সভাপতি বাছার বিকল্প রয়েছে,তখন আপনার সেরা বাছাইয়ে যাওয়া উচিত ৷ আমি অ্যাম্বাসাডর নিয়ে ফর্মুলা ওয়ান রেসে নামতে চাইব না, যেখানে আমার কাছে ফেরারি আছে ৷’’

এই হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন মানবেন্দ্র সিং ৷ পাশাপাশি, কল্যাণ চৌবের এআইএফএফ এর সভাপতি নির্বাচিত হওয়া ভারতীয় ফুটবলের জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন তিনি ৷ যদিও, মানবেন্দ্রর সব অভিযোগ অস্বীকার করেছেন নবনির্বাচিত এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.