ETV Bharat / sports

Kidambi Srikanth Interview : শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তাই তাতিয়েছিল লক্ষ্যদের, থমাস জয়ের অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন শ্রীকান্ত - Kidambi Srikanth shares his Thomas Cup winning experiences with ETV Bharat

ভারতীয় শাটলারদের কীর্তিতে মোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দেশের সব মহল ৷ খেতাবজয়ী ভারতীয় দলের অঘোষিত নেতা কিদাম্বি শ্রীকান্ত সম্প্রতি ইটিভি ভারত-কে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে জানালেন থমাস কাপ জয়ের অভিজ্ঞতা (Kidambi Srikanth shares his Thomas Cup winning experiences with ETV Bharat) ৷

Kidambi Srikanth Interview
শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তাই তাতিয়েছিল লক্ষ্যদের
author img

By

Published : May 27, 2022, 6:42 PM IST

Updated : May 27, 2022, 7:54 PM IST

হায়দরাবাদ, 27 মে : থমাস কাপ জয় কি নয়া দিগন্ত এনে দেবে ভারতীয় ব্যাডমিন্টনে ? জাতীয় দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচাঁদের আশা অন্তত তেমনটাই ৷ 73 বছরের ইতিহাসে প্রথম থমাস কাপ জয় নিঃসন্দেহে দেশের খেলাধুলোর ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় ৷ কেউ কেউ তো আবার এই জয়কে 1983 ক্রিকেটে বিশ্বজয়ের চেয়েও আগে রাখছেন ৷ আর এই ঐতিহাসিক জয় ধরা দিয়েছে যাঁদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায়, তাঁদের অন্যতম কিদাম্বি শ্রীকান্ত ৷

ভারতীয় শাটলারদের কীর্তিতে মোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দেশের সব মহল ৷ সকলেই কুর্নিশ জানাচ্ছেন তরুণ তুর্কিদের ৷ খেতাবজয়ী ভারতীয় দলের অঘোষিত নেতা কিদাম্বি শ্রীকান্ত সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে জানালেন থমাস কাপ জয়ের অভিজ্ঞতা (Kidambi Srikanth shares his Thomas Cup winning experiences with ETV Bharat) ৷ মেগা টুর্নামেন্টে চলাকালীন দেশের তরুণ শাটলারদের কোন মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন ? উত্তরে দক্ষিণী এই শাটলার বলেন, "ছেলেদের বলেছিলাম শেষ পর্যন্ত লড়াই কর ৷ নিজেদের প্রতি বিশ্বাস অটুট রেখে একে অপরকে সমর্থন জুগিয়ে চল ৷"

শুনে নিন শ্রীকান্তের সম্পূর্ণ সাক্ষাৎকার :

ইটিভি ভারত-কে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকার শ্রীকান্তের

হায়দরাবাদ, 27 মে : থমাস কাপ জয় কি নয়া দিগন্ত এনে দেবে ভারতীয় ব্যাডমিন্টনে ? জাতীয় দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচাঁদের আশা অন্তত তেমনটাই ৷ 73 বছরের ইতিহাসে প্রথম থমাস কাপ জয় নিঃসন্দেহে দেশের খেলাধুলোর ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় ৷ কেউ কেউ তো আবার এই জয়কে 1983 ক্রিকেটে বিশ্বজয়ের চেয়েও আগে রাখছেন ৷ আর এই ঐতিহাসিক জয় ধরা দিয়েছে যাঁদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায়, তাঁদের অন্যতম কিদাম্বি শ্রীকান্ত ৷

ভারতীয় শাটলারদের কীর্তিতে মোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দেশের সব মহল ৷ সকলেই কুর্নিশ জানাচ্ছেন তরুণ তুর্কিদের ৷ খেতাবজয়ী ভারতীয় দলের অঘোষিত নেতা কিদাম্বি শ্রীকান্ত সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে জানালেন থমাস কাপ জয়ের অভিজ্ঞতা (Kidambi Srikanth shares his Thomas Cup winning experiences with ETV Bharat) ৷ মেগা টুর্নামেন্টে চলাকালীন দেশের তরুণ শাটলারদের কোন মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন ? উত্তরে দক্ষিণী এই শাটলার বলেন, "ছেলেদের বলেছিলাম শেষ পর্যন্ত লড়াই কর ৷ নিজেদের প্রতি বিশ্বাস অটুট রেখে একে অপরকে সমর্থন জুগিয়ে চল ৷"

শুনে নিন শ্রীকান্তের সম্পূর্ণ সাক্ষাৎকার :

ইটিভি ভারত-কে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকার শ্রীকান্তের
Last Updated : May 27, 2022, 7:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.