ETV Bharat / sports

Kibu Vicuna : অভিষেকের ক্লাবের দায়িত্বে ভিকুনাই, বুধবার শহরে স্প্যানিশ কোচ - DHFC appointed Kibu Vicuna as their head coach for upcoming season

কিবুকে কোন পদে বসানো হবে তা নিয়েও প্রাথমিকভাবে দোলাচলে ছিলেন ক্লাব ম্যানেজমেন্ট ৷ যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিয়ার্ডকে হেড কোচ হিসেবেই নিযুক্ত করল ডিএইচএফসি (DHFC appointed Kibu Vicuna as their head coach for upcoming season) ৷

Kibu Vicuna
অভিষেকের ক্লাবের দায়িত্বে ভিকুনাই
author img

By

Published : May 31, 2022, 9:29 PM IST

কলকাতা, 31 মে : জল্পনায় সিলমোহর দিয়ে আসন্ন মরশুমে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হেড কোচ নিযুক্ত হলেন কিবু ভিকুনাই (DHFC appointed Kibu Vicuna as their head coach for upcoming season) ৷ জাতীয় লিগ, আইএসএলে দায়িত্ব সামলানোর পরে এবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে কাজ করতে আসছেন স্প্যানিশ কোচ ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ-সম্পাদকের ক্লাবের দায়িত্ব নিতে বুধবারই শহরে পা রাখছেন বাগানকে আই লিগ দেওয়া কোচ (Kibu Vicuna arriving India tomorrow to take charge of DHFC) ৷ মঙ্গলবার নতুন কোচের নাম সরকারিভাবে ঘোষণা করে ডিএইচএফসি ৷

প্রাথমিকভাবে 15মে শহরে আসার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় ৷ কিবুকে কোন পদে বসানো হবে তা নিয়েও প্রাথমিকভাবে দোলাচলে ছিলেন ক্লাব ম্যানেজমেন্ট ৷ ক্লাবের নাম ডায়মন্ড হারবার হলেও বিধাননগর মিউনিসিপ্যালিটির মাঠে অনুশীলন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ৷ ইতিমধ্যেই বেশকিছু প্রতিশ্রুতিমান ফুটবলারদের দলে নিয়েছে ডিএইচএফসি ৷ প্রথম ডিভিশনে যেহেতু বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নেই তাই স্থানীয় প্রতিভার উপরেই জোর দিয়েছে তারা ৷ সেই কারণে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে দুরন্ত পারফর্ম করা ফুটবলারদেরও প্রস্তাব দেওয়া হচ্ছে ৷

  • DHFC is proud to announce the Spanish Football Coach José Antonio Vicuña Ochandorena as the coach of the club for the coming season. Welcome to the team, Kibu! Dumdaar Har Baar, Diamond Harbour. #DHFC pic.twitter.com/CkwFeUnIqh

    — DHFC (@dhfootballclub) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়র ডিভিশনে জায়গা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও ধাপে-ধাপে এগোতে চায় ডিএইচ এফ সি ৷ তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধের সকালে শহরে পা রাখছেন 2020-21 মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব সামলানো কিবু ৷ আসন্ন মরশুমে কলকাতা লিগ খেলতে চেয়ে 34টি ক্লাব আইএফএ-র কাছে আবেদন করেছিল। এরমধ‍্যে পঞ্চম থেকে প্রথম ডিভিশন মিলিয়ে 8টি নতুন ক্লাবকে সবুজ সংকেত দিয়েছে আইএফএ।

কলকাতা, 31 মে : জল্পনায় সিলমোহর দিয়ে আসন্ন মরশুমে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হেড কোচ নিযুক্ত হলেন কিবু ভিকুনাই (DHFC appointed Kibu Vicuna as their head coach for upcoming season) ৷ জাতীয় লিগ, আইএসএলে দায়িত্ব সামলানোর পরে এবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে কাজ করতে আসছেন স্প্যানিশ কোচ ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ-সম্পাদকের ক্লাবের দায়িত্ব নিতে বুধবারই শহরে পা রাখছেন বাগানকে আই লিগ দেওয়া কোচ (Kibu Vicuna arriving India tomorrow to take charge of DHFC) ৷ মঙ্গলবার নতুন কোচের নাম সরকারিভাবে ঘোষণা করে ডিএইচএফসি ৷

প্রাথমিকভাবে 15মে শহরে আসার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় ৷ কিবুকে কোন পদে বসানো হবে তা নিয়েও প্রাথমিকভাবে দোলাচলে ছিলেন ক্লাব ম্যানেজমেন্ট ৷ ক্লাবের নাম ডায়মন্ড হারবার হলেও বিধাননগর মিউনিসিপ্যালিটির মাঠে অনুশীলন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ৷ ইতিমধ্যেই বেশকিছু প্রতিশ্রুতিমান ফুটবলারদের দলে নিয়েছে ডিএইচএফসি ৷ প্রথম ডিভিশনে যেহেতু বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নেই তাই স্থানীয় প্রতিভার উপরেই জোর দিয়েছে তারা ৷ সেই কারণে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে দুরন্ত পারফর্ম করা ফুটবলারদেরও প্রস্তাব দেওয়া হচ্ছে ৷

  • DHFC is proud to announce the Spanish Football Coach José Antonio Vicuña Ochandorena as the coach of the club for the coming season. Welcome to the team, Kibu! Dumdaar Har Baar, Diamond Harbour. #DHFC pic.twitter.com/CkwFeUnIqh

    — DHFC (@dhfootballclub) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকাশিত টিজার-লোগো, নববর্ষে পথচলা শুরু অভিষেকের ক্লাব ডিএইচএফসি-র

প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়র ডিভিশনে জায়গা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও ধাপে-ধাপে এগোতে চায় ডিএইচ এফ সি ৷ তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধের সকালে শহরে পা রাখছেন 2020-21 মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব সামলানো কিবু ৷ আসন্ন মরশুমে কলকাতা লিগ খেলতে চেয়ে 34টি ক্লাব আইএফএ-র কাছে আবেদন করেছিল। এরমধ‍্যে পঞ্চম থেকে প্রথম ডিভিশন মিলিয়ে 8টি নতুন ক্লাবকে সবুজ সংকেত দিয়েছে আইএফএ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.