ETV Bharat / sports

FIFA World Cup 2022: দলগত আক্রমণে খেতাব ধরে রাখার ছক সাজাচ্ছেন দিদিয়ের দেঁশ - আর্জেন্তিনা

বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেতাব ধরে রাখার লক্ষ্যে আজ মাঠে নামবে ফ্রান্স ৷ আর এই ম্যাচে ফ্রান্সের অন্যতম শক্তি তাঁদের 11 জন ফুটবলারই (How France Can Successfully Defend World Cup Title) ৷ কোনও ব্যক্তি বিশেষে নির্ভরশীল নয় ফ্রান্স ৷ তাই কোনও দলগত ফুটবল ও আক্রমণে প্রতিপক্ষ আর্জেন্তিনাকে মাত দেওয়ার ছক সাজাচ্ছেন কোচ দিদিয়ের দেঁশ (Didier Deschamps) ৷

Key Points to How France Can Successfully Defend World Cup Title
Key Points to How France Can Successfully Defend World Cup Title
author img

By

Published : Dec 18, 2022, 1:27 PM IST

দোহা, 18 ডিসেম্বর: বিশ্বকাপ জয়ের খেতাব ধরের রাখার সামনে ফ্রান্স ৷ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) 60 বছর পর ফের কোনও দলের সামনে সুযোগ পরপর দু’বার বিশ্বজয়ীর খেতাব জেতার ৷ আর তা করতে হলে কঠিন লড়াই দিতে হবে, আর্জেন্তিনাকে (How France Can Successfully Defend World Cup Title) ৷ যে দলে রয়েছেন শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) ৷ তবে, ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ (Didier Deschamps)-এর প্রতিবার নিজেকে প্রমাণ করেছেন, তাঁর স্মার্ট ফুটবল পরিকল্পনা দিয়ে ৷ যেখানে পরিস্থিতি বুঝে প্রায় অধিকাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ ফ্রান্সের 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ে অন্যতম কারণই ছিলেন দিদিয়ের ৷

আর ফ্রান্স শিবিরকে বিশ্বজয়ের খেতাব ধরে রাখতে হলে একটা কাজ খুব মন দিয়ে করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আর তা হল, নিজেদের সেরা ফুটবলটা খেলে যেতে হবে ফরাসিদের ৷ আর তাহলেই প্রতিপক্ষ আর্জেন্তিনাকে রুখে দিতে পারবেন দিদিয়ের দেঁশ ৷ বিশেষ করে তাঁর তুনে কিলিয়ান এমবাপ (Kylian Mbappe)-এর মতো তরুণ তারকা রয়েছেন ৷ যিনি নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন ৷ এই বিশ্বকাপে ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন কিলিয়ান এমবাপে ৷ আর বাঁ-দিক থেকে যে গতিতে তিনি বল নিয়ে ওঠেন, তার কোনও জবাব এখনও পায়নি প্রতিপক্ষ ৷

Key Points to How France Can Successfully Defend World Cup Title
দলগত ফুটবলই শক্তি ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশের

মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে কোলো মুয়ানিকে দিয়ে ফ্রান্সের দ্বিতীয় গোল করানোর ক্ষেত্রে একার দক্ষতায় 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান ৷ তাই আর্জেন্তিনার ডিফেন্সকে বড় চ্যালেঞ্জ দিতে চলেছেন এই 23 বছরের যুবক ৷ তবে, শুধু এমবাপে নন ৷ ফ্রান্স কোচের আরেক তুরুপের তাস হলেন অলিভিয়ার জিরু ৷ যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ যিনি বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও ৷ এই বিশ্বকাপেই থিয়েরি অঁরিকে টপকে গিয়েছেন জিরু ৷

আরও পড়ুন: ফ্রান্স শিবিরে ভাইরাস সংক্রমণ, জ্বরের উপসর্গ ভারান-কনাতে’র

আর পুরো বিশ্বকাপে যে ফুটবলারটি মাঝমাঠ থেকে ফরাসি আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন, সেই আন্তেনিও গ্রিজম্যান আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারেন ৷ মূলত ফরওর্য়াড হলেও, গ্রিজম্যান এই বিশ্বকাপে মাঝমাঠ সামলাচ্ছেন ৷ আর ফ্রান্সের গোলমুখী আক্রমণের অন্যতম সাপ্লাই লাইন তিনি ৷ পাশাপাশি ওসমান দেম্বেলে, থিও হার্নান্দেজ, মার্কস থুরামরা মাঝমাঠে দিদিয়ের বড় ভরসা ৷ ফলে, প্রতিপক্ষের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে না ভেবে নিজেদের আক্রমণাত্মক ফুটবলে বেশি মনোনিবেশ করলে বিশ্বকাপ খেতাব ধরে রাখা ফ্রান্সের পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের ৷

দোহা, 18 ডিসেম্বর: বিশ্বকাপ জয়ের খেতাব ধরের রাখার সামনে ফ্রান্স ৷ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) 60 বছর পর ফের কোনও দলের সামনে সুযোগ পরপর দু’বার বিশ্বজয়ীর খেতাব জেতার ৷ আর তা করতে হলে কঠিন লড়াই দিতে হবে, আর্জেন্তিনাকে (How France Can Successfully Defend World Cup Title) ৷ যে দলে রয়েছেন শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) ৷ তবে, ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ (Didier Deschamps)-এর প্রতিবার নিজেকে প্রমাণ করেছেন, তাঁর স্মার্ট ফুটবল পরিকল্পনা দিয়ে ৷ যেখানে পরিস্থিতি বুঝে প্রায় অধিকাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ ফ্রান্সের 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ে অন্যতম কারণই ছিলেন দিদিয়ের ৷

আর ফ্রান্স শিবিরকে বিশ্বজয়ের খেতাব ধরে রাখতে হলে একটা কাজ খুব মন দিয়ে করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আর তা হল, নিজেদের সেরা ফুটবলটা খেলে যেতে হবে ফরাসিদের ৷ আর তাহলেই প্রতিপক্ষ আর্জেন্তিনাকে রুখে দিতে পারবেন দিদিয়ের দেঁশ ৷ বিশেষ করে তাঁর তুনে কিলিয়ান এমবাপ (Kylian Mbappe)-এর মতো তরুণ তারকা রয়েছেন ৷ যিনি নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন ৷ এই বিশ্বকাপে ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন কিলিয়ান এমবাপে ৷ আর বাঁ-দিক থেকে যে গতিতে তিনি বল নিয়ে ওঠেন, তার কোনও জবাব এখনও পায়নি প্রতিপক্ষ ৷

Key Points to How France Can Successfully Defend World Cup Title
দলগত ফুটবলই শক্তি ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশের

মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে কোলো মুয়ানিকে দিয়ে ফ্রান্সের দ্বিতীয় গোল করানোর ক্ষেত্রে একার দক্ষতায় 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান ৷ তাই আর্জেন্তিনার ডিফেন্সকে বড় চ্যালেঞ্জ দিতে চলেছেন এই 23 বছরের যুবক ৷ তবে, শুধু এমবাপে নন ৷ ফ্রান্স কোচের আরেক তুরুপের তাস হলেন অলিভিয়ার জিরু ৷ যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ যিনি বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও ৷ এই বিশ্বকাপেই থিয়েরি অঁরিকে টপকে গিয়েছেন জিরু ৷

আরও পড়ুন: ফ্রান্স শিবিরে ভাইরাস সংক্রমণ, জ্বরের উপসর্গ ভারান-কনাতে’র

আর পুরো বিশ্বকাপে যে ফুটবলারটি মাঝমাঠ থেকে ফরাসি আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন, সেই আন্তেনিও গ্রিজম্যান আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারেন ৷ মূলত ফরওর্য়াড হলেও, গ্রিজম্যান এই বিশ্বকাপে মাঝমাঠ সামলাচ্ছেন ৷ আর ফ্রান্সের গোলমুখী আক্রমণের অন্যতম সাপ্লাই লাইন তিনি ৷ পাশাপাশি ওসমান দেম্বেলে, থিও হার্নান্দেজ, মার্কস থুরামরা মাঝমাঠে দিদিয়ের বড় ভরসা ৷ ফলে, প্রতিপক্ষের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে না ভেবে নিজেদের আক্রমণাত্মক ফুটবলে বেশি মনোনিবেশ করলে বিশ্বকাপ খেতাব ধরে রাখা ফ্রান্সের পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.