ETV Bharat / sports

ISL 2022 Final : দর্শক আবাহনে আজ নয়া চ্যাম্পিয়ন বরণে প্রস্তুত আইএসএল

মেগা ম্যাচ জিতে প্রথমবার ক্যাবিনেটে ট্রফি তুলতে মরিয়া কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি (Kerala Blasters will take on Hyderabad FC in ISL final today) ৷ এ যাবৎ যাদের টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল বললে মোটেই অত্যুক্তি হয় না ৷

KBFC vs HFC
দর্শক আবাহনে আজ নয়া চ্যাম্পিয়ন বরণে প্রস্তুত আইএসএল
author img

By

Published : Mar 20, 2022, 12:25 PM IST

ফতোরদা, 20 মার্চ : আইএসএল ফাইনালে দাক্ষিণাত্যের ডার্বি ৷ হাইভোল্টেজ ম্যাচ ঘিরে নির্বাচন পরবর্তী সৈকত রাজ্যে ফের উত্তাপের গনগনে আঁচ ৷ আর হবে নাই বা কেন ৷ দীর্ঘ দু'বছরের প্রতীক্ষার পর ফাইনালের মধ্যে দিয়ে আইএসএলে দর্শক ফিরছে স্টেডিয়ামে ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে দর্শক ফেরার ঘটনা যেন 'চেরি অন কেক' ৷ আর মেগা ম্যাচ জিতে প্রথমবার ক্যাবিনেটে ট্রফি তুলতে মরিয়া কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি (Kerala Blasters will take on Hyderabad FC in ISL final today) ৷ এ যাবৎ যাদের টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল বললে মোটেই অত্যুক্তি হয় না ৷ তবে কাপ আর পেয়ালার দূরত্বটা রয়েই যাবে একটা দলের কাছে ৷ অন্য একটি দলের মাথায় উঠবে বিজয়ীর মুকুট ৷

এর আগে দু'বার ফাইনাল খেললেও 'মেন ইন ইয়েলো' কেরালা ব্লাস্টার্সের ক্যাবিনেটে এখনও সেরার ট্রফি ধরা দেয়নি। পক্ষান্তরে হায়দরাবাদ এফসি প্রথমবার দেশের পয়লা নম্বর লিগের ফাইনালে। নিজামের শহরের ফুটবল ইতিহাস নতুন করে রচনার দায়িত্ব যাদের কাঁধে। বার্থোলোমিউ ওগবেচে বনাম আলভারো ভাসকুয়েজের দ্বৈরথ ঘিরে উত্তাপ বাড়ছে ফতোরদায়। কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকোমানোভিচ বলছেন ,"ব্যর্থতার ইতিহাস ভুলে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবার শেষটা সুন্দরভাবে করতে চাই । চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ।" যদিও প্রতিপক্ষকে নিয়ে সমীহের সুরও রয়েছে তাঁর গলায়। সার্বিয়ানের কথায়, "প্রতিপক্ষ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা রয়েছে। পরস্পরকে খুব ভাল করে চিনি আমরা। তাই উপভোগ্য লড়াই আশা করছি।"

চলতি আইএসএলের প্রথম পর্বের ম্যাচে বাজিমাত করেছিল কেরালা। দ্বিতীয় পর্বটা ছিল হায়দরাবাদের। নিজামের শহরের দলের আক্রমণে তুরুপের তাস ওগবেচে 18 গোল করে সোনার বুটের দৌড়ে ৷ এছাড়াও জাভিয়ার সেভেরিয়ো, অনিকেত যাদব, শৌভিক চক্রবর্তী, রোহিত দানুরা ম্যানুয়েল রোকার আস্তিনের লুকনো তাস। দলের ক্ষমতায় আস্থা রেখে হায়দরাবাদের স্প্যানিশ কোচ বলছেন, "দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। তবে মরশুমটা যথেষ্ট কঠিন ছিল।গতবার অল্পের জন্য শেষ চারে উঠতে পারিনি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে।"

আরও পড়ুন : লুনার গোলে ফাইনাল নিশ্চিত করল কেরালা, কাল অসম্ভবকে সম্ভব করতে নামছে বাগান

সবমিলিয়ে দর্শক আবাহনে আইএসএলের নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিতে প্রস্তুত ফতোরদা। এখন দেখার ঈশ্বরের আপন দেশ নাকি নিজামের শহর, কী হয় আইএসএল ট্রফির নয়া ঠিকানা ৷

ফতোরদা, 20 মার্চ : আইএসএল ফাইনালে দাক্ষিণাত্যের ডার্বি ৷ হাইভোল্টেজ ম্যাচ ঘিরে নির্বাচন পরবর্তী সৈকত রাজ্যে ফের উত্তাপের গনগনে আঁচ ৷ আর হবে নাই বা কেন ৷ দীর্ঘ দু'বছরের প্রতীক্ষার পর ফাইনালের মধ্যে দিয়ে আইএসএলে দর্শক ফিরছে স্টেডিয়ামে ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে দর্শক ফেরার ঘটনা যেন 'চেরি অন কেক' ৷ আর মেগা ম্যাচ জিতে প্রথমবার ক্যাবিনেটে ট্রফি তুলতে মরিয়া কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি (Kerala Blasters will take on Hyderabad FC in ISL final today) ৷ এ যাবৎ যাদের টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল বললে মোটেই অত্যুক্তি হয় না ৷ তবে কাপ আর পেয়ালার দূরত্বটা রয়েই যাবে একটা দলের কাছে ৷ অন্য একটি দলের মাথায় উঠবে বিজয়ীর মুকুট ৷

এর আগে দু'বার ফাইনাল খেললেও 'মেন ইন ইয়েলো' কেরালা ব্লাস্টার্সের ক্যাবিনেটে এখনও সেরার ট্রফি ধরা দেয়নি। পক্ষান্তরে হায়দরাবাদ এফসি প্রথমবার দেশের পয়লা নম্বর লিগের ফাইনালে। নিজামের শহরের ফুটবল ইতিহাস নতুন করে রচনার দায়িত্ব যাদের কাঁধে। বার্থোলোমিউ ওগবেচে বনাম আলভারো ভাসকুয়েজের দ্বৈরথ ঘিরে উত্তাপ বাড়ছে ফতোরদায়। কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকোমানোভিচ বলছেন ,"ব্যর্থতার ইতিহাস ভুলে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবার শেষটা সুন্দরভাবে করতে চাই । চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ।" যদিও প্রতিপক্ষকে নিয়ে সমীহের সুরও রয়েছে তাঁর গলায়। সার্বিয়ানের কথায়, "প্রতিপক্ষ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা রয়েছে। পরস্পরকে খুব ভাল করে চিনি আমরা। তাই উপভোগ্য লড়াই আশা করছি।"

চলতি আইএসএলের প্রথম পর্বের ম্যাচে বাজিমাত করেছিল কেরালা। দ্বিতীয় পর্বটা ছিল হায়দরাবাদের। নিজামের শহরের দলের আক্রমণে তুরুপের তাস ওগবেচে 18 গোল করে সোনার বুটের দৌড়ে ৷ এছাড়াও জাভিয়ার সেভেরিয়ো, অনিকেত যাদব, শৌভিক চক্রবর্তী, রোহিত দানুরা ম্যানুয়েল রোকার আস্তিনের লুকনো তাস। দলের ক্ষমতায় আস্থা রেখে হায়দরাবাদের স্প্যানিশ কোচ বলছেন, "দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। তবে মরশুমটা যথেষ্ট কঠিন ছিল।গতবার অল্পের জন্য শেষ চারে উঠতে পারিনি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে।"

আরও পড়ুন : লুনার গোলে ফাইনাল নিশ্চিত করল কেরালা, কাল অসম্ভবকে সম্ভব করতে নামছে বাগান

সবমিলিয়ে দর্শক আবাহনে আইএসএলের নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিতে প্রস্তুত ফতোরদা। এখন দেখার ঈশ্বরের আপন দেশ নাকি নিজামের শহর, কী হয় আইএসএল ট্রফির নয়া ঠিকানা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.