ETV Bharat / sports

ISL 2022 : ফের স্থগিত ম্যাচ, পরিস্থিতির উপর নজরে রাখছে আইএসএল কর্তৃপক্ষ - আইএসএল 2022

রবিবার আইএসএল কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে । ফুটবলারদের স্বাস্থ্য, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রাখার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে (Kerala Blasters vs mumbai city match postponed due to covid scare) ।

ISL 2022
আইএসএল 2022
author img

By

Published : Jan 16, 2022, 8:17 PM IST

পানাজি, 16 জানুয়ারি : করোনার থাবায় ফের আইএসএলে ম্যাচ স্থগিত । রবিবারের কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করল আইএসএল (Kerala Blasters vs mumbai city match postponed due to covid scare) । এর আগে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ কোভিড হানায় স্থগিত হয়েছে । আইএসএলের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন আইএসএল কর্তারা । জৈব বলয়ের বিধিনিষেধ আরও কড়া হয়েছে ।

তবে এত কিছু সত্ত্বেও প্রতিটি দলেই ফুটবলারদের কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে । এটিকে মোহনবাগানের ছয়, এসসি ইস্টবেঙ্গলের চার, বেঙ্গালুরু এফসির চারজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসিতে প্রতিদিনই কোভিড আক্রান্ত ফুটবলারের সংখ্যা বাড়ছে । এদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফদের আক্রান্ত হওয়ার খবর আসছে । ফলে একাদশ গড়তে কোচেরা সমস্যায় পড়ছেন । পরিস্থিতি কঠিন হলেও আইএসএল আগামী সাতদিন বা পনেরো দিন স্থগিত রাখার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি ।

রবিবার আইএসএল (ISL 2022 ) কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে । সেখানে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার উপস্থিত ছিলেন । ফুটবলারদের স্বাস্থ্য, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রাখার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে ।

আরও পড়ুন : Arindam Quits Captaincy : নেতৃত্ব ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য, লাল-হলুদে ডামাডোল চরমে

এদিকে এসসি ইস্টবেঙ্গল তাদের নতুন গোলরক্ষক কোচ নিয়োগের কথা ঘোষণা করেছে । লেসলি ক্লিভলির জায়গায় অরিন্দম ভট্টাচার্যদের নতুন কোচ মিহির সাওয়ান্ত । গোকুলাম কেরালা এফসিতে কাজ করা চৌত্রিশ বছরের মিহির মহমেডান স্পোর্টিং থেকে লাল-হলুদে যোগ দিলেন । জামশেদপুর এফসি এবং চার্চিল ব্রাদার্সে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 19 জানুয়ারি ।প্রতিপক্ষ এফসি গোয়া ।

পানাজি, 16 জানুয়ারি : করোনার থাবায় ফের আইএসএলে ম্যাচ স্থগিত । রবিবারের কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করল আইএসএল (Kerala Blasters vs mumbai city match postponed due to covid scare) । এর আগে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ কোভিড হানায় স্থগিত হয়েছে । আইএসএলের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন আইএসএল কর্তারা । জৈব বলয়ের বিধিনিষেধ আরও কড়া হয়েছে ।

তবে এত কিছু সত্ত্বেও প্রতিটি দলেই ফুটবলারদের কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে । এটিকে মোহনবাগানের ছয়, এসসি ইস্টবেঙ্গলের চার, বেঙ্গালুরু এফসির চারজন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসিতে প্রতিদিনই কোভিড আক্রান্ত ফুটবলারের সংখ্যা বাড়ছে । এদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফদের আক্রান্ত হওয়ার খবর আসছে । ফলে একাদশ গড়তে কোচেরা সমস্যায় পড়ছেন । পরিস্থিতি কঠিন হলেও আইএসএল আগামী সাতদিন বা পনেরো দিন স্থগিত রাখার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি ।

রবিবার আইএসএল (ISL 2022 ) কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে । সেখানে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার উপস্থিত ছিলেন । ফুটবলারদের স্বাস্থ্য, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রাখার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে ।

আরও পড়ুন : Arindam Quits Captaincy : নেতৃত্ব ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য, লাল-হলুদে ডামাডোল চরমে

এদিকে এসসি ইস্টবেঙ্গল তাদের নতুন গোলরক্ষক কোচ নিয়োগের কথা ঘোষণা করেছে । লেসলি ক্লিভলির জায়গায় অরিন্দম ভট্টাচার্যদের নতুন কোচ মিহির সাওয়ান্ত । গোকুলাম কেরালা এফসিতে কাজ করা চৌত্রিশ বছরের মিহির মহমেডান স্পোর্টিং থেকে লাল-হলুদে যোগ দিলেন । জামশেদপুর এফসি এবং চার্চিল ব্রাদার্সে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 19 জানুয়ারি ।প্রতিপক্ষ এফসি গোয়া ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.