ETV Bharat / sports

হারের হ্যাটট্রিকে লণ্ডভণ্ড বাগান, আইএসএল শীর্ষে প্রীতম-প্রবীরদের কেরালা - isl

ISL 2023-24: ফুটিফাটা রক্ষণকে দুর্ভেদ্য করাই ছিল জুয়ান ফেরান্দোর চ্যালেঞ্জ। কিন্তু ইউস্তে, শুভাশিস, সুমিত রাঠি, আশিস রাইয়ে গড়া সবুজ-মেরুন রক্ষণ মজবুত হল কই? চোট আঘাত কার্ড সমস্যায় দীর্ণ মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণে বারবার জুটি বদল যে বোঝাপড়ায় সমস্যা তৈরি করছে তা বোঝা গেল।

আইএসএল শীর্ষে কেরালা
ISL 2023-24
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:34 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: বুধসন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হলুদ ঝড়। আর তাতেই ফের লণ্ডভণ্ড বাগান। এই নিয়ে চলতি আইএসএলে টানা তিন ম্যাচে হারল জুয়ান ফেরান্দোর ছেলেরা। একটি অ্যাওয়ে দু'টি হোম ম্যাচে পরাজয়ে আঁধারে আইএসএল চ্যাম্পিয়নরা । স্কোরবোর্ড বলছে ম্যাচের ফল 1-0 কেরালা ব্লাস্টার্সের পক্ষে। গোলদাতা দিয়ামানটাকোস ৷

গ্রিসের স্ট্রাইকার ম্যাচের নয় মিনিটে সবুজ-মেরুন রক্ষণকে টলিয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করে যান। চলতি আইএসএলে সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের নম্বর 9। কেরালার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলে রক্ষণের দুর্বলতা ঢাকতে চেয়েছিলেন ফেরান্দো। হুগো বুমোস মাঝমাঠ থেকে বল জোগানোর ভার দেওয়া হয়েছিল। কিন্তু ফরাসি মিডফিল্ডার পুরো 90 মিনিট জুড়ে শুধু বল নিয়ে কয়েকবার দৌড়লেন। বল জোগালেন না।

ফলে জেসন কামিংস এবং পেত্রাতোসকে বল পাওয়ার জন্য বারবার নীচে নেমে আসতে হচ্ছিল। 60 মিনিট মাঠে ছিলেন কামিংস কিন্তু উপস্থিতি বোঝা গেল জার্সির নম্বরে। ফলে কাজ সহজ হয়ে যায় কেরালার ডিফেন্ডারদের। নয় মিনিটে গোল দিয়ামানটোকোস। কেরালা গোল সংখ্যা প্রথমার্ধে বাড়িয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকত না। ঘানার স্ট্রাইকার পেপরাহ দু'বার সবুজ-মেরুন রক্ষণের তালা খুলে ফেলেছিলেন। কিন্তু কাজের কাজটি করতে ব্যর্থ।

প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম শট ম্যাচের 49 মিনিটে। পিছিয়ে থাকার চাপ সরাতে দ্বিতীয়ার্ধের প্রথম থেকে মোহনবাগান অনেক বেশি আক্রমণাত্মক। ফলে প্রথমার্ধে কেরালা রক্ষণে যে মিলোস ড্রিনচিচ, প্রীতম কোটাল, নাওচা এবং লেসকোভিচকে দূর্ভেদ্য মনে হচ্ছিল তারাই নড়বড় করতে থাকেন। প্রান্ত বদল করে হুগো বুমোস অনেক বেশি নড়াচড়া করলেন। ফলে সবুজ-মেরুন দাপট বাড়ল। যে কেরালা এতক্ষণ শুধুই নিয়ন্ত্রক তখন তারাই ব্যাকফুটে।

মুম্বই সিটি এফসি'র পরে মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএলের দুই বিত্তশালী দলকে হারিয়ে 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে ৷ আইএসএলে বিরতিতে যাওয়ার আগে হারের হ্যাটট্রিকে মোহনবাগান 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 5 নম্বরে।

আরও পড়ুন:

  1. 'এক গোল খেলে দু'গোল করতে হবে', চোট-কাঁটায় জর্জরিত বাগানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ফেরান্দোর
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে

কলকাতা, 27 ডিসেম্বর: বুধসন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হলুদ ঝড়। আর তাতেই ফের লণ্ডভণ্ড বাগান। এই নিয়ে চলতি আইএসএলে টানা তিন ম্যাচে হারল জুয়ান ফেরান্দোর ছেলেরা। একটি অ্যাওয়ে দু'টি হোম ম্যাচে পরাজয়ে আঁধারে আইএসএল চ্যাম্পিয়নরা । স্কোরবোর্ড বলছে ম্যাচের ফল 1-0 কেরালা ব্লাস্টার্সের পক্ষে। গোলদাতা দিয়ামানটাকোস ৷

গ্রিসের স্ট্রাইকার ম্যাচের নয় মিনিটে সবুজ-মেরুন রক্ষণকে টলিয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করে যান। চলতি আইএসএলে সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের নম্বর 9। কেরালার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলে রক্ষণের দুর্বলতা ঢাকতে চেয়েছিলেন ফেরান্দো। হুগো বুমোস মাঝমাঠ থেকে বল জোগানোর ভার দেওয়া হয়েছিল। কিন্তু ফরাসি মিডফিল্ডার পুরো 90 মিনিট জুড়ে শুধু বল নিয়ে কয়েকবার দৌড়লেন। বল জোগালেন না।

ফলে জেসন কামিংস এবং পেত্রাতোসকে বল পাওয়ার জন্য বারবার নীচে নেমে আসতে হচ্ছিল। 60 মিনিট মাঠে ছিলেন কামিংস কিন্তু উপস্থিতি বোঝা গেল জার্সির নম্বরে। ফলে কাজ সহজ হয়ে যায় কেরালার ডিফেন্ডারদের। নয় মিনিটে গোল দিয়ামানটোকোস। কেরালা গোল সংখ্যা প্রথমার্ধে বাড়িয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকত না। ঘানার স্ট্রাইকার পেপরাহ দু'বার সবুজ-মেরুন রক্ষণের তালা খুলে ফেলেছিলেন। কিন্তু কাজের কাজটি করতে ব্যর্থ।

প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম শট ম্যাচের 49 মিনিটে। পিছিয়ে থাকার চাপ সরাতে দ্বিতীয়ার্ধের প্রথম থেকে মোহনবাগান অনেক বেশি আক্রমণাত্মক। ফলে প্রথমার্ধে কেরালা রক্ষণে যে মিলোস ড্রিনচিচ, প্রীতম কোটাল, নাওচা এবং লেসকোভিচকে দূর্ভেদ্য মনে হচ্ছিল তারাই নড়বড় করতে থাকেন। প্রান্ত বদল করে হুগো বুমোস অনেক বেশি নড়াচড়া করলেন। ফলে সবুজ-মেরুন দাপট বাড়ল। যে কেরালা এতক্ষণ শুধুই নিয়ন্ত্রক তখন তারাই ব্যাকফুটে।

মুম্বই সিটি এফসি'র পরে মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএলের দুই বিত্তশালী দলকে হারিয়ে 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে সবার ওপরে ৷ আইএসএলে বিরতিতে যাওয়ার আগে হারের হ্যাটট্রিকে মোহনবাগান 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 5 নম্বরে।

আরও পড়ুন:

  1. 'এক গোল খেলে দু'গোল করতে হবে', চোট-কাঁটায় জর্জরিত বাগানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ফেরান্দোর
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.