ওসলো, 2 জুলাই : 400 মিটার হার্ডেলসে 29 বছরের পুরানো রেকর্ড ভাঙলেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্সটেন ওয়ারহোলম ৷ ডায়মন্ড লিগ মিটে নতুন রেকর্ড গড়লেন নরওয়ের এই দৌড়বিদ ৷
বছর 25-এর কার্সটেন 400 মিটারের হার্ডেলস শেষ করেন মাত্র 46.70 সেকেন্ডে ৷ আগের রেকর্ড ছিল 46.78 সেকেন্ড ৷ আমেরিকার কেভিন ইয়ং 1992 সালে বার্সেলোনা অলিম্পিক্সে এই রেকর্ড গড়েছিলেন ৷
বিশ্ব অ্যাথলেটিক্সের প্রকাশ করা একটি সাক্ষাৎকারে ওয়ারহোলম বলেন, ‘‘এটা একটি অসাধারণ মুহূর্ত ৷ প্রত্যেক দিন এই দীর্ঘদিন ধরে চলে আসা রেকর্ডের কথা ভাবতাম ৷ এই রেকর্ডটি আমার থেকেও পুরনো ৷’’
আরও পড়ুন : কোহলি-জেমিসনের বিখ্যাত ডিউক বলের কাহিনী, সত্যি নাকি গালগল্প ?
ওয়ারহোলম আরও বলেন, দেশের দর্শক ও পরিবারের সদস্যের সামনে এই রেকর্ডটি ভাঙতে পেরে তিনি উচ্ছ্বসিত ৷ তিনি ডায়মন্ড লিগ মিটে ওসলোর বিসলেট স্টেডিয়ামে এই নতুন রেকর্ডটি গড়েন ৷