ETV Bharat / sports

Klopp at Anfield till 2026 : স্ত্রী-র ইচ্ছেতেই আরও দু'বছর লিভারপুলে, চুক্তি বাড়িয়ে জানালেন ক্লপ - স্ত্রী-র ইচ্ছেতেই আরও দু'বছর লিভারপুলে, চুক্তি বাড়িয়ে জানালেন ক্লপ

নয়া চুক্তি অনুযায়ী 2026 পর্যন্ত লিভারপুলের কোচ থাকছেন ক্লপ (Jurgen Klopp extends his contract with Liverpool till 2026) ৷ নয়া চুক্তি স্বাক্ষর করে ক্লপ জানিয়েছেন, তিনি আনন্দিত, তিনি উত্তেজিত, তিনি আশীর্বাদধন্য ৷

Jurgen Klopp Liverpool
স্ত্রী-র ইচ্ছেতেই আরও দু'বছর লিভারপুলে, চুক্তি বাড়িয়ে জানালেন ক্লপ
author img

By

Published : Apr 29, 2022, 10:12 AM IST

লন্ডন, 29 এপ্রিল : চলতি মরসুমে ইতিমধ্যেই ঘরে এসেছে ক্যাবারো কাপ ৷ পাশাপাশি প্রিমিয়র লিগ এবং ইউরোপ সেরার লড়াইয়েও দারুণভাবে রয়েছে দল ৷ 2015 দায়িত্বগ্রহণের পর থেকে লিভারপুলকে ধারাবাহিক সাফল্য দিয়ে এসেছেন জুর্গেন ক্লপ ৷ এমনিতেই আরও 2024 পর্যন্ত রেডস-দের সঙ্গে চুক্তি ছিল তাঁর ৷ বুধবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা বাড়িয়ে অ্যানফিল্ডের সঙ্গে আরও দু'বছর চুক্তি বর্ধিত করে নিলেন জার্মান কোচ ৷

নয়া চুক্তি অনুযায়ী 2026 পর্যন্ত লিভারপুলের কোচ থাকছেন ক্লপ (Jurgen Klopp extends his contract with Liverpool till 2026) ৷ নয়া চুক্তি স্বাক্ষর করে ক্লপ জানিয়েছেন, তিনি আনন্দিত, তিনি উত্তেজিত একইসঙ্গে আশীর্বাদধন্য ৷ লিভারপুল কোচ বলেন, "আসার আগে অ্যানফিল্ড নিয়ে অনেক ভাল কথা শুনেছিলাম ৷ এখানে এসে তা উপলব্ধি করছি ৷ এখন সেই ভাললাগা আগের চেয়ে কয়েকহগুণ বেড়ে গিয়েছে ৷"

ক্লপ আরও জানান, রেডসদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পিছনে তাঁর স্ত্রী উলা ক্লপই উৎসাহ জুগিয়েছেন ৷ মানেদের কোচ বলেছেল, "আমরা একসঙ্গে রান্নাঘরের টেবিলে বসে কথা বলছিলাম ৷ তখনই ও আমায় বলে 2024-এ লিভারপুল ছেড়ে যাওয়ার মন নেই আমার ৷" আর চুক্তি মোতাবেক 2026 পর্যন্ত লিভারপুলের হটসিটে থেকে গেলে তিনিই হবেন ক্লাবের ইতিহাসে প্রথম কোচ, যিনি এক দশক দলকে পরিষেবা দেবেন ৷

আরও পড়ুন : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি

2015 ক্লপ দায়িত্ব নেওয়ার পর থেকে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি প্রিমিয়র লিগ, সুপার কাপ, ফিফা বিশ্বকাপ, ক্যাবারো কাপ মোটামুটি সব সাফল্যই ধরা দিয়েছে লিভারপুলকে ৷ চলতি মরশুমেও প্রিমিয়র লিগ খেতাব জয়ে ম্যাঞ্চেস্টার সিটির কাঁধে নিঃশ্বাস ফেলে চলেছে ক্লপের দল ৷ ভিল্লারিয়ালকে শেষ চারের প্রথম পর্বে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথেও অ্যাডভান্টেজ লিভারপুল ৷

লন্ডন, 29 এপ্রিল : চলতি মরসুমে ইতিমধ্যেই ঘরে এসেছে ক্যাবারো কাপ ৷ পাশাপাশি প্রিমিয়র লিগ এবং ইউরোপ সেরার লড়াইয়েও দারুণভাবে রয়েছে দল ৷ 2015 দায়িত্বগ্রহণের পর থেকে লিভারপুলকে ধারাবাহিক সাফল্য দিয়ে এসেছেন জুর্গেন ক্লপ ৷ এমনিতেই আরও 2024 পর্যন্ত রেডস-দের সঙ্গে চুক্তি ছিল তাঁর ৷ বুধবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা বাড়িয়ে অ্যানফিল্ডের সঙ্গে আরও দু'বছর চুক্তি বর্ধিত করে নিলেন জার্মান কোচ ৷

নয়া চুক্তি অনুযায়ী 2026 পর্যন্ত লিভারপুলের কোচ থাকছেন ক্লপ (Jurgen Klopp extends his contract with Liverpool till 2026) ৷ নয়া চুক্তি স্বাক্ষর করে ক্লপ জানিয়েছেন, তিনি আনন্দিত, তিনি উত্তেজিত একইসঙ্গে আশীর্বাদধন্য ৷ লিভারপুল কোচ বলেন, "আসার আগে অ্যানফিল্ড নিয়ে অনেক ভাল কথা শুনেছিলাম ৷ এখানে এসে তা উপলব্ধি করছি ৷ এখন সেই ভাললাগা আগের চেয়ে কয়েকহগুণ বেড়ে গিয়েছে ৷"

ক্লপ আরও জানান, রেডসদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পিছনে তাঁর স্ত্রী উলা ক্লপই উৎসাহ জুগিয়েছেন ৷ মানেদের কোচ বলেছেল, "আমরা একসঙ্গে রান্নাঘরের টেবিলে বসে কথা বলছিলাম ৷ তখনই ও আমায় বলে 2024-এ লিভারপুল ছেড়ে যাওয়ার মন নেই আমার ৷" আর চুক্তি মোতাবেক 2026 পর্যন্ত লিভারপুলের হটসিটে থেকে গেলে তিনিই হবেন ক্লাবের ইতিহাসে প্রথম কোচ, যিনি এক দশক দলকে পরিষেবা দেবেন ৷

আরও পড়ুন : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি

2015 ক্লপ দায়িত্ব নেওয়ার পর থেকে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি প্রিমিয়র লিগ, সুপার কাপ, ফিফা বিশ্বকাপ, ক্যাবারো কাপ মোটামুটি সব সাফল্যই ধরা দিয়েছে লিভারপুলকে ৷ চলতি মরশুমেও প্রিমিয়র লিগ খেতাব জয়ে ম্যাঞ্চেস্টার সিটির কাঁধে নিঃশ্বাস ফেলে চলেছে ক্লপের দল ৷ ভিল্লারিয়ালকে শেষ চারের প্রথম পর্বে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথেও অ্যাডভান্টেজ লিভারপুল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.