ETV Bharat / sports

ফের নাটক কুস্তিতে! এবার ভিনেশ-সাক্ষীদের কাঠগড়ায় তুললেন তরুণরা - Jantar Mantar

Wrestlers Protest: টালমাটাল কুস্তি সংস্থা ৷ বিতর্ক যেন কিছুতই পিছু ছাড়ছে না কুস্তি থেকে ৷ এবার একঝাঁক তরুণ কুস্তিগীররা অভিযোগ তুললেন ভিনেশ, সাক্ষী ও বজরংদের বিরুদ্ধে ৷ উড়তি কুস্তিগীররা জানায়, তাদের একবছরের ক্ষতি হয়েছে ৷ এর জন্য দায়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগত ৷

তরুণরা কাঠগড়ায় তুললেন ভিনেশ-সাক্ষীদের
Wrestlers Protest
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 2:16 PM IST

Updated : Jan 3, 2024, 4:27 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: এবার নয়া মোড় কুস্তিতে ৷ এবার পদকজয়ী ও আন্দোলনকারী তারকা কুস্তিগীরদের বিরুদ্ধে প্রতিবাদে নামল তরুণরা ৷ বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগতকে ছোটরা তাদের ভবিষ্যত নষ্ট করার জন্য কাঠগড়ায় তুললেন ৷ বুধবার শত শত জুনিয়র কুস্তিগীররা যন্তর মন্তরে জড়ো হয়ে কেরিয়ারের ক্ষতিপূরণের অভিযোগ তুলেছেন ৷ বছর নষ্ট হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ তুলে হাতে পোস্টার নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন জুনিয়র কুস্তিগীররা ৷

তাঁদের পোস্টারে দেখা গেল বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগতের ছবি ৷ বুধবার বাগপতের ছাপরাউলির আর্য সমাজ আখড়া থেকে আসেন 300 জন জুনিয়র কুস্তিগীর ৷ এছাড়াও নরেলার বীরেন্দ্র রেসলিং অ্যাকাডেমি থেকেও এসেছেন অনেকেই । উল্লেখ্য, 2023 সালের জানুয়ারি থেকে,কুস্তির জাতীয় শিবিরের প্রতিযোগিতা স্থগিত রয়েছে ৷ আর সেই কারণেই সাক্ষীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তরুণরা ৷ পোস্টারে তাঁদের দাবি, "ইউনাইনেড ওয়ার্ল্ড রেসলিং-এর কর্তৃপক্ষ আমাদের এই তিন কুস্তিগীরের হাত থেকে বাঁচান ৷"

মুজাফফর নগর স্টেডিয়ামের কোচ প্রদীপ কুমার বলেন, "উত্তর প্রদেশের নব্বই শতাংশ আখরার খেলোয়াড়রা এই প্রতিবাদে আমাদের সঙ্গে আছেন ৷ একদিকে তিনজন আর অন্যদিকে লক্ষাধিক খেলোয়াড় ৷ ওরা সারাদেশের লক্ষ লক্ষ কুস্তিগীরদের কেরিয়ার শেষ করে দিয়েছে ৷...জাতীয় পুরস্কারের প্রতি এদের কোনও শ্রদ্ধা নেই ৷ রাস্তায় ফেলে চলে আসছে ৷" তাঁর দাবি, বজরংরা এই ধরনের প্রতিবাদ করছেন শুধুমাত্র ফেডারেশনের বড় পদের জন্য ৷

শুধু তাই নয়, প্রদীপের মতো অনেকেরই অভিযোগ, বজরংরা মুখে বলেন তাঁরা মেয়েদের জন্য় এবং তরুণদের জন্য় লড়ছেন ৷ কিন্তু আদতে তাঁরা অনেকের কেরিয়ার শেষ করে দিচ্ছেন ৷ প্রসঙ্গত, এদিন সাক্ষী মালিকও একটি ইন্টারভিউ দেন ৷ সেখানেও তিনি জুনিয়রদের কথাই উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আমি কুস্তি ছেড়ে দিয়েছি ৷ কিন্তু আমি চাই 62 কেজি বিভাগে যে মেয়েরা লড়াই করবে তারা যেন পদক জেতে ৷ আমি ব্রোঞ্জ পেয়েছিলাম আমি চাইব প্যারিস অলিম্পিকে ভারতীয় মেয়েরা 62 কেজি বিভাগে সোনা বা রূপোর পদক জয় করুক ৷"

আরও পড়ুন:

  1. ভারতের কুস্তি ফেডারেশন বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধির
  2. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
  3. ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর

নয়াদিল্লি, 3 জানুয়ারি: এবার নয়া মোড় কুস্তিতে ৷ এবার পদকজয়ী ও আন্দোলনকারী তারকা কুস্তিগীরদের বিরুদ্ধে প্রতিবাদে নামল তরুণরা ৷ বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগতকে ছোটরা তাদের ভবিষ্যত নষ্ট করার জন্য কাঠগড়ায় তুললেন ৷ বুধবার শত শত জুনিয়র কুস্তিগীররা যন্তর মন্তরে জড়ো হয়ে কেরিয়ারের ক্ষতিপূরণের অভিযোগ তুলেছেন ৷ বছর নষ্ট হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ তুলে হাতে পোস্টার নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন জুনিয়র কুস্তিগীররা ৷

তাঁদের পোস্টারে দেখা গেল বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগতের ছবি ৷ বুধবার বাগপতের ছাপরাউলির আর্য সমাজ আখড়া থেকে আসেন 300 জন জুনিয়র কুস্তিগীর ৷ এছাড়াও নরেলার বীরেন্দ্র রেসলিং অ্যাকাডেমি থেকেও এসেছেন অনেকেই । উল্লেখ্য, 2023 সালের জানুয়ারি থেকে,কুস্তির জাতীয় শিবিরের প্রতিযোগিতা স্থগিত রয়েছে ৷ আর সেই কারণেই সাক্ষীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তরুণরা ৷ পোস্টারে তাঁদের দাবি, "ইউনাইনেড ওয়ার্ল্ড রেসলিং-এর কর্তৃপক্ষ আমাদের এই তিন কুস্তিগীরের হাত থেকে বাঁচান ৷"

মুজাফফর নগর স্টেডিয়ামের কোচ প্রদীপ কুমার বলেন, "উত্তর প্রদেশের নব্বই শতাংশ আখরার খেলোয়াড়রা এই প্রতিবাদে আমাদের সঙ্গে আছেন ৷ একদিকে তিনজন আর অন্যদিকে লক্ষাধিক খেলোয়াড় ৷ ওরা সারাদেশের লক্ষ লক্ষ কুস্তিগীরদের কেরিয়ার শেষ করে দিয়েছে ৷...জাতীয় পুরস্কারের প্রতি এদের কোনও শ্রদ্ধা নেই ৷ রাস্তায় ফেলে চলে আসছে ৷" তাঁর দাবি, বজরংরা এই ধরনের প্রতিবাদ করছেন শুধুমাত্র ফেডারেশনের বড় পদের জন্য ৷

শুধু তাই নয়, প্রদীপের মতো অনেকেরই অভিযোগ, বজরংরা মুখে বলেন তাঁরা মেয়েদের জন্য় এবং তরুণদের জন্য় লড়ছেন ৷ কিন্তু আদতে তাঁরা অনেকের কেরিয়ার শেষ করে দিচ্ছেন ৷ প্রসঙ্গত, এদিন সাক্ষী মালিকও একটি ইন্টারভিউ দেন ৷ সেখানেও তিনি জুনিয়রদের কথাই উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আমি কুস্তি ছেড়ে দিয়েছি ৷ কিন্তু আমি চাই 62 কেজি বিভাগে যে মেয়েরা লড়াই করবে তারা যেন পদক জেতে ৷ আমি ব্রোঞ্জ পেয়েছিলাম আমি চাইব প্যারিস অলিম্পিকে ভারতীয় মেয়েরা 62 কেজি বিভাগে সোনা বা রূপোর পদক জয় করুক ৷"

আরও পড়ুন:

  1. ভারতের কুস্তি ফেডারেশন বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধির
  2. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
  3. ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর
Last Updated : Jan 3, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.