কলকাতা, 3 সেপ্টেম্বর: "ডুরান্ড কাপের প্রথম ডার্বির আগে এএফসি কাপের ম্যাচ নিয়ে চিন্তা ছিল । এবার তা নেই ।" হেক্টর ইউস্তেকে পাশে নিয়ে নিজের মনোভাব ছোট্ট করে বুঝিয়ে দিলেন জুয়ান ফেরান্দো । যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার বিকেলে মোহনবাগান সুপারজায়ান্টের প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল । ইতিমধ্যেই ডার্বি ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে । ডুরান্ড ডার্বির প্রথম সাক্ষাতে পরাজয় মোহনবাগান সুপারজায়ান্টকে চাপে ফেলেছে । বিশেষ করে সমর্থকরা ডার্বি ঘিরে যেভাবে তেতে উঠেছেন তাতে মনে হচ্ছে প্রভাব পড়েছে সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্কেও । যদিও জুয়ান ফেরান্দোর শরীরীভাষায় ফাইনালের ডার্বি ঘিরে কোনও উত্তেজনার ছায়া নেই ।
"গত দশদিনে আমরা চারটে ম্যাচ খেলেছি । ম্যাচ রিকভারির মধ্যে দিয়ে চলছি । প্র্যাকটিসের মধ্যে দিয়ে দলের ভুলত্রুটি শোধরানোর বিষয়টি করার সুযোগ পাচ্ছি না । তবুও প্রাক মরশুম প্রতিযোগিতায় দল ফাইনালে উঠেছে এটা ভালো । ডুরান্ড কাপের ফাইনাল ওঠার পর ট্রফি জয়ের জন্য ঝাঁপাবো," বলছেন সবুজ মেরুন কোচ । কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কিতে দলের চোট আঘাতের অবস্থা সম্পর্কে নিশ্চিত নন তিনি । রবিবার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান ।
সেমিফাইনালের জয়ের নায়ক আর্মান্দো সাদিকুর হালকা চোট রয়েছে । তবে তিনি খেলবেন । শেষ ডার্বিতে হওয়া ভুল নিয়ে আলোচনা করেছেন টিম মিটিংয়ে । পরবর্তী ম্যাচের ভুল নিয়েও কথা বলেছেন ফুটবলারদের সঙ্গে । বিশেষ করে রক্ষণভাগের ভুল ত্রুটি শোধরানোর উপর জোর দিতে চাইছেন ফেরান্দো । ম্যাচ জিতলেও গোল হজম করতে হয়েছে । ডুরান্ড ফাইনালের আগে মূলত সেটপিসের উপর জোর দিয়েছে মোহনবাগান । তবে ট্রফি জয়ের শেষ লড়াইয়ে রেফারিং টক অব দ্য টাউন । ইতিমধ্যে রেফারিং পক্ষপাতদুষ্ট বলে প্রতিপক্ষ শিবির সরব হয়েছে । বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথাও উঠেছে । এই বিষয়ে ফেরান্দো বলছেন, "বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করার চেয়ে রেফারির মানোন্নয়নে অ্যাকাডেমি করা জরুরি ।" সব মিলিয়ে জমে উঠেছে ফুটবলের আবহ ।
আরও পড়ুন : বদলা না পুনরুত্থান, কোন চমকের অপেক্ষায় ইস্ট-মোহন ডার্বি ?