ETV Bharat / sports

Kolkata Derby ভুল শুধরে বড় ম্যাচ জয়ের নীল নকশা তৈরি ফেরান্দোর নোটবুকে - Liston Colaco

স্নায়ুর চাপ সামলে বড় ম্যাচ জিতে স্বমহিমায় ফিরতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ তাই মহারণের আগেরদিন বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে মগ্ন দলের কোচ জুয়ান ফেরান্দো (Close door practice session for ATK Mohun Bagan before derby)।

Etv Bharat
ভুল শুধরে বড় ম্যাচ জয়ের নীল নকশা তৈরি ফেরান্দোর নোটবুকে
author img

By

Published : Aug 27, 2022, 5:24 PM IST

কলকাতা. 27 অগস্ট: জোড়া ম্যাচ ড্র করে মরশুমের শুরুটা মোটেই সুখের হয়নি ৷ তবে স্নায়ুর চাপ সামলে বড় ম্যাচ জিতে স্বমহিমায় ফিরতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ তাই মহারণের আগেরদিন বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে মগ্ন দলের কোচ জুয়ান ফেরান্দো (Close door practice session for ATK Mohun Bagan before derby)।

মরশুম শুরু হওয়া থেকে মাত্র একবার সাংবাদিক সম্মেলন করেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ আশা করা হয়েছিল, বড় ম্যাচের আগে তিনি সংবাদমাধ্যমের সামনে আসবেন। কিন্তু তা হল না। দল জিতছে না তাই সংবাদ মাধ্যমের সামনে আসার কারণ তিনি দেখছেন না বাগানের স্প্যানিশ কোচ ৷ বরং দলের ত্রুটি শোধরানোর পিছনে ব্যয় হল বাড়তি সময় ৷ গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগানো যাচ্ছে না, তাই কথা বললেন ফুটবলারদের সঙ্গে।

সুযোগ তৈরি হলেও তা গোলে কনভার্ট হচ্ছে না ৷ দুশ্চিন্তার মধ্যেও তবুও হুঙ্কার দিয়ে রাখলেন জনি কাউকো (Joni Kauko)। তাঁরা যে কোনও দলকে হারাতে পারেন বলেই দাবি ফিনিশ ফুটবলারের। গোল তুলে আনতে শনিবার সকালে সেটপিস অনুশীলনে বাড়তি জোর দিলেন ফেরান্দো ৷ গোলের ক্ষেত্রে কাউকো ছাড়াও লিস্টন কোলাসো (Liston Colaco) ও মনবীর সিং-এর (Manvir Singh) উপরে ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ। ডুরান্ডকে গুরুত্ব না-দিলেও ফেরান্দো বলেন, "ডার্বি ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই ম্যাচ কলকাতার দর্শকের সামনে খেলতে পারা সম্মানের।" অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন, ''আগে ক'টা ডার্বি জিতেছি, কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবতে রাজি নই। এই ম্যাচটা আমরা জিতব। ডার্বি নিয়ে দলের উপর আলাদা করে চাপ নেই। আমরা যদি খারাপ খেলতাম তবে দলের উপর চাপ থাকত। ভাল খেললেও গোল করতে পারছি না। সেই জন্যই খারাপ লাগছে।"

পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে অগোছালো ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) সমীহ করছেন সবুজ-মেরুন কোচ। স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ভারসাম্য যথেষ্ট ভালো বলেই মনে করেন জুয়ান ৷ বাগান কোচ বলেন, "ওদের দলে বিদেশিরা বেশ ভাল। আমি খেলা দেখেছি। দলটার ভারসাম্যও খুব ভাল। ডার্বিতে কেউ কোনওদিন এগিয়ে থেকে শুরু করে না। আমরাও তার ব্যতিক্রম নই। এটা সকলের কাছেই স্পেশাল ম্যাচ। কিছু ভুল-ত্রুটি হচ্ছে, যা ডার্বিতে হবে না বলেই আশা করছি।''

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বদলের সময় এসেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বার্তা বাইচুংয়ের

এদিকে স্নায়ুর ম্যাচে ফুটবলারদের স্নায়ুর চাপে পড়তে দিতে নারাজ এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)। নেতার মতোই সতীর্থদের আগলে রাখছেন বঙ্গ ডিফেন্ডার। তিনি বলেন, "আমাদের দলের অনেকেই ডার্বি খেলেছে। তবে তা ফাঁকা মাঠে। এত দর্শকের সামনে ডার্বি খেলার অভিজ্ঞতা খুব কম রয়েছে। তাই ওদের বোঝাচ্ছি কীভাবে এই চাপ কাটিয়ে উঠতে হবে। নিজেদের দোষেই গত দু'ম্যাচে পয়েন্ট হারিয়েছি। আমাদের দলে যে শক্তি রয়েছে তাতে ভাল খেলতে পারলে ডার্বি জিততে সমস্যা হবে না।"

কলকাতা. 27 অগস্ট: জোড়া ম্যাচ ড্র করে মরশুমের শুরুটা মোটেই সুখের হয়নি ৷ তবে স্নায়ুর চাপ সামলে বড় ম্যাচ জিতে স্বমহিমায় ফিরতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ তাই মহারণের আগেরদিন বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে মগ্ন দলের কোচ জুয়ান ফেরান্দো (Close door practice session for ATK Mohun Bagan before derby)।

মরশুম শুরু হওয়া থেকে মাত্র একবার সাংবাদিক সম্মেলন করেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ আশা করা হয়েছিল, বড় ম্যাচের আগে তিনি সংবাদমাধ্যমের সামনে আসবেন। কিন্তু তা হল না। দল জিতছে না তাই সংবাদ মাধ্যমের সামনে আসার কারণ তিনি দেখছেন না বাগানের স্প্যানিশ কোচ ৷ বরং দলের ত্রুটি শোধরানোর পিছনে ব্যয় হল বাড়তি সময় ৷ গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগানো যাচ্ছে না, তাই কথা বললেন ফুটবলারদের সঙ্গে।

সুযোগ তৈরি হলেও তা গোলে কনভার্ট হচ্ছে না ৷ দুশ্চিন্তার মধ্যেও তবুও হুঙ্কার দিয়ে রাখলেন জনি কাউকো (Joni Kauko)। তাঁরা যে কোনও দলকে হারাতে পারেন বলেই দাবি ফিনিশ ফুটবলারের। গোল তুলে আনতে শনিবার সকালে সেটপিস অনুশীলনে বাড়তি জোর দিলেন ফেরান্দো ৷ গোলের ক্ষেত্রে কাউকো ছাড়াও লিস্টন কোলাসো (Liston Colaco) ও মনবীর সিং-এর (Manvir Singh) উপরে ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ। ডুরান্ডকে গুরুত্ব না-দিলেও ফেরান্দো বলেন, "ডার্বি ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই ম্যাচ কলকাতার দর্শকের সামনে খেলতে পারা সম্মানের।" অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন, ''আগে ক'টা ডার্বি জিতেছি, কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবতে রাজি নই। এই ম্যাচটা আমরা জিতব। ডার্বি নিয়ে দলের উপর আলাদা করে চাপ নেই। আমরা যদি খারাপ খেলতাম তবে দলের উপর চাপ থাকত। ভাল খেললেও গোল করতে পারছি না। সেই জন্যই খারাপ লাগছে।"

পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে অগোছালো ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) সমীহ করছেন সবুজ-মেরুন কোচ। স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ভারসাম্য যথেষ্ট ভালো বলেই মনে করেন জুয়ান ৷ বাগান কোচ বলেন, "ওদের দলে বিদেশিরা বেশ ভাল। আমি খেলা দেখেছি। দলটার ভারসাম্যও খুব ভাল। ডার্বিতে কেউ কোনওদিন এগিয়ে থেকে শুরু করে না। আমরাও তার ব্যতিক্রম নই। এটা সকলের কাছেই স্পেশাল ম্যাচ। কিছু ভুল-ত্রুটি হচ্ছে, যা ডার্বিতে হবে না বলেই আশা করছি।''

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বদলের সময় এসেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বার্তা বাইচুংয়ের

এদিকে স্নায়ুর ম্যাচে ফুটবলারদের স্নায়ুর চাপে পড়তে দিতে নারাজ এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)। নেতার মতোই সতীর্থদের আগলে রাখছেন বঙ্গ ডিফেন্ডার। তিনি বলেন, "আমাদের দলের অনেকেই ডার্বি খেলেছে। তবে তা ফাঁকা মাঠে। এত দর্শকের সামনে ডার্বি খেলার অভিজ্ঞতা খুব কম রয়েছে। তাই ওদের বোঝাচ্ছি কীভাবে এই চাপ কাটিয়ে উঠতে হবে। নিজেদের দোষেই গত দু'ম্যাচে পয়েন্ট হারিয়েছি। আমাদের দলে যে শক্তি রয়েছে তাতে ভাল খেলতে পারলে ডার্বি জিততে সমস্যা হবে না।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.