ETV Bharat / sports

Barreto on Subhash Bhowmick : সুভাষ ভৌমিকের কাছে কোচিংয়ের প্রাথমিক পাঠ, স্মৃতিচারণায় ব্যারেটো

author img

By

Published : Feb 4, 2022, 11:00 PM IST

প্রয়াত সুভাষ ভৌমিককে স্মরণ করলেন শ্যাম থাপা, গৌতম সরকার, প্রদীপ চৌধুরীরা, হোসে রামিরেজ ব্যারেটো (Barreto on Subhash Bhowmick) । ফুটবলার সুভাষ ভৌমিক সম্বন্ধে অজানা গল্প শোনালেন তাঁর একসময়ের সতীর্থরা । বৃষ্টি ভেজা বিকেলে ময়দানে স্মৃতি তর্পণ অনুষ্ঠান প্রকৃত অর্থে হয়ে উঠেছিল স্মৃতিমেদুর ।

Barreto on Subhash Bhowmick
Barreto on Subhash Bhowmick

কলকাতা, 4 ফেব্রুয়ারি : প্রয়াত সুভাষ ভৌমিক ছিলেন তাঁর কোচিং গুরু । তাঁর কাছ থেকেই শিখেছেন কোচিংয়ের প্রাথমিক পাঠ । যা বর্তমানে নিজে কোচিং জীবনে ব্যবহার করছেন । এভাবেই প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানালেন হোসে রামিরেজ ব্যারেটো । মুম্বই থেকে কলকাতায় এসেছেন শুধুমাত্র মোহনবাগান ক্লাব আয়োজিত 'সুভাষ স্মরণ' অনুষ্ঠানের জন্য ।

বৃষ্টি ভেজা দিনে মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে এগারো জন সবুজ-মেরুন সম্পৃক্ত প্রয়াত মানুষের শ্রদ্ধাবাসর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ক্লাবের সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সুভাষ ভৌমিক, সুকল্যাণ ঘোষ দস্তিদার, প্রণব গঙ্গোপাধ্যায়, অশোক চট্টোপাধ্যায়, সনৎ শেঠ, সত্যজিৎ ঘোষ, প্রশান্ত ডোরা, কানাই সরকার, ভবানী রায়, অতীন্দ্র নাথ সেন-সহ মোট এগারো জন ফুটবল ব্যক্তিত্বকে স্মরণ করা হল এক কোলাজে ।

Barreto on Subhash Bhowmick
সুভাষ স্মরণে প্রাক্তন ফুটবলাররা

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ রায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে । ক্রীড়ামন্ত্রী বলেন, "এগারো জন প্রণম্য ব্যক্তিত্বের শোক সভা । সুব্রত মুখোপাধ্যায় ছিলেন প্রকৃত অর্থেই মোহনবাগান প্রেমী । সবুজ মেরুনকে ঘিরে তাঁর আবেগ ভোলার নয় । সমস্ত প্রাক্তন ফুটবলার যাঁরা দেশের হয়ে খেলেছেন তাঁদের এক হাজার টাকা সম্মানিক দেবে পশ্চিমবঙ্গ সরকার ।" তিনি আরও বলেন, "একটা সময় জাতীয় দলে বাংলার ফুটবলারদের রমরমা ছিল । এখন বাংলার ফুটবলাররা নিয়মিত নন । শুধুই হাহাকার ৷" প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করলেন দেবাশিস কুমার । রাজনৈতিক খোলসের বাইরে মোহনবাগান মাঠে এসে আনন্দে মেতে উঠতেন তিনি ৷ বলেছেন মেয়র পারিষদ ।

আরও পড়ুন : SC East Bengal : ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা, দিলেন সাহায্যের আশ্বাস

প্রয়াত সুভাষ ভৌমিককে স্মরণ করলেন শ্যাম থাপা, গৌতম সরকার, প্রদীপ চৌধুরীরা । ফুটবলার সুভাষ ভৌমিক সম্বন্ধে অজানা গল্প শোনালেন তাঁর একসময়ের সতীর্থরা । বৃষ্টি ভেজা বিকেলে ময়দানে স্মৃতি তর্পণ অনুষ্ঠান প্রকৃত অর্থে হয়ে উঠেছিল স্মৃতিমেদুর ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : প্রয়াত সুভাষ ভৌমিক ছিলেন তাঁর কোচিং গুরু । তাঁর কাছ থেকেই শিখেছেন কোচিংয়ের প্রাথমিক পাঠ । যা বর্তমানে নিজে কোচিং জীবনে ব্যবহার করছেন । এভাবেই প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানালেন হোসে রামিরেজ ব্যারেটো । মুম্বই থেকে কলকাতায় এসেছেন শুধুমাত্র মোহনবাগান ক্লাব আয়োজিত 'সুভাষ স্মরণ' অনুষ্ঠানের জন্য ।

বৃষ্টি ভেজা দিনে মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে এগারো জন সবুজ-মেরুন সম্পৃক্ত প্রয়াত মানুষের শ্রদ্ধাবাসর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ক্লাবের সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সুভাষ ভৌমিক, সুকল্যাণ ঘোষ দস্তিদার, প্রণব গঙ্গোপাধ্যায়, অশোক চট্টোপাধ্যায়, সনৎ শেঠ, সত্যজিৎ ঘোষ, প্রশান্ত ডোরা, কানাই সরকার, ভবানী রায়, অতীন্দ্র নাথ সেন-সহ মোট এগারো জন ফুটবল ব্যক্তিত্বকে স্মরণ করা হল এক কোলাজে ।

Barreto on Subhash Bhowmick
সুভাষ স্মরণে প্রাক্তন ফুটবলাররা

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ রায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে । ক্রীড়ামন্ত্রী বলেন, "এগারো জন প্রণম্য ব্যক্তিত্বের শোক সভা । সুব্রত মুখোপাধ্যায় ছিলেন প্রকৃত অর্থেই মোহনবাগান প্রেমী । সবুজ মেরুনকে ঘিরে তাঁর আবেগ ভোলার নয় । সমস্ত প্রাক্তন ফুটবলার যাঁরা দেশের হয়ে খেলেছেন তাঁদের এক হাজার টাকা সম্মানিক দেবে পশ্চিমবঙ্গ সরকার ।" তিনি আরও বলেন, "একটা সময় জাতীয় দলে বাংলার ফুটবলারদের রমরমা ছিল । এখন বাংলার ফুটবলাররা নিয়মিত নন । শুধুই হাহাকার ৷" প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করলেন দেবাশিস কুমার । রাজনৈতিক খোলসের বাইরে মোহনবাগান মাঠে এসে আনন্দে মেতে উঠতেন তিনি ৷ বলেছেন মেয়র পারিষদ ।

আরও পড়ুন : SC East Bengal : ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রাক্তনীরা, দিলেন সাহায্যের আশ্বাস

প্রয়াত সুভাষ ভৌমিককে স্মরণ করলেন শ্যাম থাপা, গৌতম সরকার, প্রদীপ চৌধুরীরা । ফুটবলার সুভাষ ভৌমিক সম্বন্ধে অজানা গল্প শোনালেন তাঁর একসময়ের সতীর্থরা । বৃষ্টি ভেজা বিকেলে ময়দানে স্মৃতি তর্পণ অনুষ্ঠান প্রকৃত অর্থে হয়ে উঠেছিল স্মৃতিমেদুর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.