ETV Bharat / sports

ATK Mohun Bagan: জনি কাউকোর চোট গুরুতর, বড় ধাক্কা বাগানে - জনি কাউকোর চোট গুরুতর

এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর এমনিতেই কিছুটা থমকে গিয়েছে এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan)৷ তার উপর জনি কাউকোর চোট সমস্যা আরও বাড়াল সবুজ মেরুনে ৷

Etv Bharat
জনি কাউকোর চোট গুরুতর
author img

By

Published : Nov 24, 2022, 10:03 AM IST

কলকাতা, 24 নভেম্বর: এটিকে মোহনবাগানে দুঃসংবাদ । সম্ভবত চলতি মরশুমে জনি কাউকো-কে পাবে না তারা । গুরুতর চোটের কারণেই ছিটকে গেলেন জনি(Joni Kauko Seriously Injured)। এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যান তিনি । চোটের জায়গা পরীক্ষায় দেখা গিয়েছে এসিএল ছিঁড়ে গিয়েছে । যদিও সরকারিভাবে ফিনল্যান্ডের ইউরো কাপারের চোটের ব্যাপারে এটিকে মোহনবাগান কিছু বলেনি ।

তবে সূত্রের খবর, চোট সারাতে অস্ত্রোপচার দরকার । যার জেরে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে জনিকে । ফলে ফিনল্যান্ডারকে পাওয়ার সম্ভাবনা নেই । বদলে অন্য কাউকে নিতে পারবেন কোচ জুয়ান ফেরান্দো । কিন্তু নতুন ফুটবলারের মানিয়ে নিতে সময় দরকার । শনিবার কলকাতায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । দলের মাঝ মাঠে জনি কাউকো ছিলেন বাগানের প্রাণ ভোমরা । এত দ্রুত তাঁর পরিবর্তে ভালো ফুটবলার খুঁজে বের করা ফেরান্দোর কাছে একটা বড় চ্যালেঞ্জ ।

আরও পড়ুন : মূলপর্বে 20টি দেশ নিয়ে নতুন ফরম্যাটে 2024 টি-20 বিশ্বকাপ

এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর এমনিতেই সবুজ মেরুন কিছুটা থমকে গিয়েছে । তার উপর জনি কাউকোর চোট সমস্যা আরও জটিল করল । ইতিমধ্যে দলকে নতুনভাবে সাজাতে অঙ্ক কষছেন ফেরান্দো । এই অবস্থায় অবস্থা সামাল দিতে ফ্লোরেন্টিন পোগবাই একমাত্র ভরসা । ইউটিলিটি ফুটবলার হিসেবে খেলতে পারেন বিখ্যাত ফুটবলার পল পোগবার ভাই । তবে চলতি আইএসএলে পরিবর্ত হিসেবে কয়েকটি ম্যাচে খেলেছেন তিনি । দলের কঠিন পরিস্থিতিতে তিনি জ্বলে উঠতে পারেন কি না সেটাই এখন দেখার ।

একই সঙ্গে হুগো বুমোসের আরও দায়িত্ব নিয়ে পারফরম্যান্স জরুরি । সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের বিশেষ করে লিস্টন কোলাসো মনবীর সিংয়ের ছন্দে ফেরা দরকার । তবে এখন এটিকে মোহনবাগানের বড় ধাক্কা হতে চলেছে জনি কাউকোর চোট । সূত্রের খবর সঠিক হলে বড় সমস্যায় পড়তে চলেছে সবুজ মেরুন ।

আরও পড়ুন : ফিফা বিশ্বকাপের সাফল্য কামনায় 8 ফুটের স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়েকের

কলকাতা, 24 নভেম্বর: এটিকে মোহনবাগানে দুঃসংবাদ । সম্ভবত চলতি মরশুমে জনি কাউকো-কে পাবে না তারা । গুরুতর চোটের কারণেই ছিটকে গেলেন জনি(Joni Kauko Seriously Injured)। এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যান তিনি । চোটের জায়গা পরীক্ষায় দেখা গিয়েছে এসিএল ছিঁড়ে গিয়েছে । যদিও সরকারিভাবে ফিনল্যান্ডের ইউরো কাপারের চোটের ব্যাপারে এটিকে মোহনবাগান কিছু বলেনি ।

তবে সূত্রের খবর, চোট সারাতে অস্ত্রোপচার দরকার । যার জেরে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে জনিকে । ফলে ফিনল্যান্ডারকে পাওয়ার সম্ভাবনা নেই । বদলে অন্য কাউকে নিতে পারবেন কোচ জুয়ান ফেরান্দো । কিন্তু নতুন ফুটবলারের মানিয়ে নিতে সময় দরকার । শনিবার কলকাতায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । দলের মাঝ মাঠে জনি কাউকো ছিলেন বাগানের প্রাণ ভোমরা । এত দ্রুত তাঁর পরিবর্তে ভালো ফুটবলার খুঁজে বের করা ফেরান্দোর কাছে একটা বড় চ্যালেঞ্জ ।

আরও পড়ুন : মূলপর্বে 20টি দেশ নিয়ে নতুন ফরম্যাটে 2024 টি-20 বিশ্বকাপ

এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর এমনিতেই সবুজ মেরুন কিছুটা থমকে গিয়েছে । তার উপর জনি কাউকোর চোট সমস্যা আরও জটিল করল । ইতিমধ্যে দলকে নতুনভাবে সাজাতে অঙ্ক কষছেন ফেরান্দো । এই অবস্থায় অবস্থা সামাল দিতে ফ্লোরেন্টিন পোগবাই একমাত্র ভরসা । ইউটিলিটি ফুটবলার হিসেবে খেলতে পারেন বিখ্যাত ফুটবলার পল পোগবার ভাই । তবে চলতি আইএসএলে পরিবর্ত হিসেবে কয়েকটি ম্যাচে খেলেছেন তিনি । দলের কঠিন পরিস্থিতিতে তিনি জ্বলে উঠতে পারেন কি না সেটাই এখন দেখার ।

একই সঙ্গে হুগো বুমোসের আরও দায়িত্ব নিয়ে পারফরম্যান্স জরুরি । সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের বিশেষ করে লিস্টন কোলাসো মনবীর সিংয়ের ছন্দে ফেরা দরকার । তবে এখন এটিকে মোহনবাগানের বড় ধাক্কা হতে চলেছে জনি কাউকোর চোট । সূত্রের খবর সঠিক হলে বড় সমস্যায় পড়তে চলেছে সবুজ মেরুন ।

আরও পড়ুন : ফিফা বিশ্বকাপের সাফল্য কামনায় 8 ফুটের স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়েকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.