ETV Bharat / sports

Jhulan Goswami: 'লড়াইয়ের স্বীকৃতি', ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত ঝুলন - ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত ঝুলন

পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে (Jhulam Goswami rewarded with Bharat Gaurav) ।

Jhulam Goswami News
Jhulam Goswami News
author img

By

Published : Jul 27, 2022, 10:59 PM IST

কলকাতা, 27 জুলাই: ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী । ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী ক্লাব যখন পারফরম্যান্সের বিচারে সম্মানিত করে তখন সত্যিই নিজেকে সম্মানিত মনে হয় । আমি ভীষণ খুশি । ভারতবর্ষের মহিলা ক্রীড়াবিদদেরই লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসতে হয় । এ বছর আমি এই সম্মান পাচ্ছি, আগামিদিন অন্য কেউ পাবে । এই সম্মান আমাদের সামগ্রিক লড়াইয়ের স্বীকৃতি (Jhulan Goswami rewarded with Bharat Gaurav) ৷”

ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত ঝুলন

পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে । ডাক্তার রমেশচন্দ্র সেন বা নসা সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে । ব্যোমকেশ বসু মেমোরিয়াল জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে স্বপন সেনগুপ্তকে । দুই প্রাক্তন ফুটবলারই লাল-হলুদের কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ।

আরও পড়ুন : জন্মদিনের পরের দিনই ইস্টবেঙ্গলের চূড়ান্ত স্বাক্ষর

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান দেওয়া হচ্ছে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠান ছাড়াও বেলা সাড়ে এগারোটায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হবে ।

কলকাতা, 27 জুলাই: ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী । ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী ক্লাব যখন পারফরম্যান্সের বিচারে সম্মানিত করে তখন সত্যিই নিজেকে সম্মানিত মনে হয় । আমি ভীষণ খুশি । ভারতবর্ষের মহিলা ক্রীড়াবিদদেরই লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসতে হয় । এ বছর আমি এই সম্মান পাচ্ছি, আগামিদিন অন্য কেউ পাবে । এই সম্মান আমাদের সামগ্রিক লড়াইয়ের স্বীকৃতি (Jhulan Goswami rewarded with Bharat Gaurav) ৷”

ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত ঝুলন

পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে । ডাক্তার রমেশচন্দ্র সেন বা নসা সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে । ব্যোমকেশ বসু মেমোরিয়াল জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে স্বপন সেনগুপ্তকে । দুই প্রাক্তন ফুটবলারই লাল-হলুদের কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ।

আরও পড়ুন : জন্মদিনের পরের দিনই ইস্টবেঙ্গলের চূড়ান্ত স্বাক্ষর

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান দেওয়া হচ্ছে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠান ছাড়াও বেলা সাড়ে এগারোটায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.