কলকাতা, 27 জুলাই: ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী । ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী ক্লাব যখন পারফরম্যান্সের বিচারে সম্মানিত করে তখন সত্যিই নিজেকে সম্মানিত মনে হয় । আমি ভীষণ খুশি । ভারতবর্ষের মহিলা ক্রীড়াবিদদেরই লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসতে হয় । এ বছর আমি এই সম্মান পাচ্ছি, আগামিদিন অন্য কেউ পাবে । এই সম্মান আমাদের সামগ্রিক লড়াইয়ের স্বীকৃতি (Jhulan Goswami rewarded with Bharat Gaurav) ৷”
পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে । ডাক্তার রমেশচন্দ্র সেন বা নসা সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে । ব্যোমকেশ বসু মেমোরিয়াল জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে স্বপন সেনগুপ্তকে । দুই প্রাক্তন ফুটবলারই লাল-হলুদের কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ।
আরও পড়ুন : জন্মদিনের পরের দিনই ইস্টবেঙ্গলের চূড়ান্ত স্বাক্ষর
পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান দেওয়া হচ্ছে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠান ছাড়াও বেলা সাড়ে এগারোটায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হবে ।