ETV Bharat / sports

SC East Bengal vs Jamshedpur FC : পাণ্ডিতার গোলে হার মানল লাল-হলুদের স্বদেশি ব্রিগেড - Jamshedpur FC beat SC East Bengal 1-0

নবম মরশুমে এসে আইএসএলে এই প্রথম কোনও দল স্বদেশি একাদশে আস্থা রাখল (SC East Bengal started with Indian XI against JFC)। যা দেখে আইএসএলের বাকি দলের ম্যানেজমেন্ট বোধহয় দল গঠনের ক্ষেত্রে সাহসী হওয়ার পথ পেল।

SC East Bengal vs Jamshedpur FC
পাণ্ডিতার গোলে হার মানল লাল-হলুদের স্বদেশী ব্রিগেড
author img

By

Published : Jan 11, 2022, 10:35 PM IST

পানাজি, 11 জানুয়ারি : জর্ডন মারে, গ্রেগ স্টুয়ার্ট সমৃদ্ধ বিদেশি আপফ্রন্টের বিরুদ্ধে লড়াইটা ছিল এগোরোজন স্বদেশির ৷ তবু অদম্য লড়াই দিয়ে চলতি আইএসএলের অন্যতম সেরা আপফ্রন্টের পা থেকে পয়েন্ট প্রায় কেড়ে নিয়েছিল রেনেডির দামাল ছেলেরা ৷ কিন্তু সুপার-সাব ইশান পাণ্ডিতার শেষ মুহূর্তের গোলে ফের হারের অন্ধকারে ইস্টবেঙ্গল ৷

নবম মরশুমে এসে আইএসএলে এই প্রথম কোনও দল স্বদেশি একাদশে আস্থা রাখল (SC East Bengal started with Indian XI against JFC)। যা দেখে আইএসএলের বাকি দলগুলোর ম্যানেজমেন্ট বোধহয় দল গঠনের ক্ষেত্রে সাহসী হওয়ার পথ পেল। প্রথম লেগে আটকে দিলেও দ্বিতীয় লেগে নামমাত্র গোলে জামশেদপুরের কাছে হারতে হল লাল-হলুদকে (Jamshedpur FC beat SC East Bengal 1-0) ৷ একাদশ ম্য়াচে এসেও জয় অধরা শতবর্ষের ক্লাবে ৷ উল্টোদিকে এই জয় জামশেদপুর এফসি'কে পৌঁছে দিল পয়েন্ট টেবিলের মগডালে। ম্যাচের সেরা রেঞ্জার্সের প্রাক্তনী গ্রেগ স্টুয়ার্ট ৷

এদিন ম্যাচের এক ঘণ্টার মাথায় আদিল খান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরিবর্তে মাঠে নামেন ডারেন সিডোয়েল। রেনেডির 4-1-4-1 ছকের জাঁতাকলে গ্রেগ স্টুয়ার্ট, জর্ডান মারে, এল সাবিয়ারা মাথা কুটলেন। জর্ডান মারের একটি হেড বারে প্রতিহত হওয়া ছাড়া ইস্পাত নগরীর দল সেভাবে গোল করার মত জায়গাই তৈরি করতে পারেনি। যদিও শেষ পর্যন্ত ভাঙে লাল-হলুদ রক্ষণ । 87 মিনিটে স্টুয়ার্টের কর্নার থেকে ইশান্ত পান্ডিতার হেড জামশেদপুর এফসি'কে জয় এনে দেয়। পরিবর্ত হিসেবে মাঠে নামা বলবন্ত সিংয়ের ভুলে হেলায় হেড করে যান ইশান্ত।

আরও পড়ুন : Marcelo Rebeiro Joins SCEB : লাল-হলুদে চিমার বদলি ব্রাজিলের রিবেইরো

19 জানুয়ারি পরবর্তী ম্যাচে মারিও রিভেরা ডাগ-আউটে বসবেন। নয়া কোচকে রেনেডি তাঁকে জয়ী একাদশ তুলে দিতে পারলেন না বটে, তবে একটি লড়াকু একাদশ তুলে দিতে সফল।

পানাজি, 11 জানুয়ারি : জর্ডন মারে, গ্রেগ স্টুয়ার্ট সমৃদ্ধ বিদেশি আপফ্রন্টের বিরুদ্ধে লড়াইটা ছিল এগোরোজন স্বদেশির ৷ তবু অদম্য লড়াই দিয়ে চলতি আইএসএলের অন্যতম সেরা আপফ্রন্টের পা থেকে পয়েন্ট প্রায় কেড়ে নিয়েছিল রেনেডির দামাল ছেলেরা ৷ কিন্তু সুপার-সাব ইশান পাণ্ডিতার শেষ মুহূর্তের গোলে ফের হারের অন্ধকারে ইস্টবেঙ্গল ৷

নবম মরশুমে এসে আইএসএলে এই প্রথম কোনও দল স্বদেশি একাদশে আস্থা রাখল (SC East Bengal started with Indian XI against JFC)। যা দেখে আইএসএলের বাকি দলগুলোর ম্যানেজমেন্ট বোধহয় দল গঠনের ক্ষেত্রে সাহসী হওয়ার পথ পেল। প্রথম লেগে আটকে দিলেও দ্বিতীয় লেগে নামমাত্র গোলে জামশেদপুরের কাছে হারতে হল লাল-হলুদকে (Jamshedpur FC beat SC East Bengal 1-0) ৷ একাদশ ম্য়াচে এসেও জয় অধরা শতবর্ষের ক্লাবে ৷ উল্টোদিকে এই জয় জামশেদপুর এফসি'কে পৌঁছে দিল পয়েন্ট টেবিলের মগডালে। ম্যাচের সেরা রেঞ্জার্সের প্রাক্তনী গ্রেগ স্টুয়ার্ট ৷

এদিন ম্যাচের এক ঘণ্টার মাথায় আদিল খান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরিবর্তে মাঠে নামেন ডারেন সিডোয়েল। রেনেডির 4-1-4-1 ছকের জাঁতাকলে গ্রেগ স্টুয়ার্ট, জর্ডান মারে, এল সাবিয়ারা মাথা কুটলেন। জর্ডান মারের একটি হেড বারে প্রতিহত হওয়া ছাড়া ইস্পাত নগরীর দল সেভাবে গোল করার মত জায়গাই তৈরি করতে পারেনি। যদিও শেষ পর্যন্ত ভাঙে লাল-হলুদ রক্ষণ । 87 মিনিটে স্টুয়ার্টের কর্নার থেকে ইশান্ত পান্ডিতার হেড জামশেদপুর এফসি'কে জয় এনে দেয়। পরিবর্ত হিসেবে মাঠে নামা বলবন্ত সিংয়ের ভুলে হেলায় হেড করে যান ইশান্ত।

আরও পড়ুন : Marcelo Rebeiro Joins SCEB : লাল-হলুদে চিমার বদলি ব্রাজিলের রিবেইরো

19 জানুয়ারি পরবর্তী ম্যাচে মারিও রিভেরা ডাগ-আউটে বসবেন। নয়া কোচকে রেনেডি তাঁকে জয়ী একাদশ তুলে দিতে পারলেন না বটে, তবে একটি লড়াকু একাদশ তুলে দিতে সফল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.