ETV Bharat / sports

FIR Against JKFA: 43 লক্ষ টাকার বিরিয়ানির বিল! জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা - জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দুর্নীতি মদন শাখা

ভুয়ো বিল বানিয়ে 45 লক্ষ টাকার তছরুপের অভিযোগ জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৷ জম্মু ও কাশ্মীরের দুর্নীতিদমন শাখা ফুটবল সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে (Jammu and Kashmir Anti Corruption Bureau Files FIR Against State Football Association Officials) ৷

jammu-and-kashmir-anti-corruption-bureau-files-fir-against-state-football-association-officials
jammu-and-kashmir-anti-corruption-bureau-files-fir-against-state-football-association-officials
author img

By

Published : Aug 1, 2022, 11:06 AM IST

শ্রীনগর, 1 অগস্ট: জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দুর্নীতি দমন শাখা ৷ অভিযোগ, রাজ্য স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে ভুয়ো বিল বানিয়ে 45 লক্ষ টাকা নিয়েছে জম্মু ও কাশ্মীর ফুটবল সংস্থা (Jammu and Kashmir Anti Corruption Bureau Files FIR Against State Football Association Officials) ৷ যার মধ্যে 43 লক্ষ 6 হাজার 500 টাকার বিরিয়ানির বিল তৈরি করা হয়েছে ৷ তদন্তে নেমে জানা যায়, অত পরিমাণ বিরিয়ানি জম্মু ও কাশ্মীরের কোনও ম্যাচে বা কোনও দলকে খাওয়ানো হয়নি ৷

জম্মু ও কাশ্মীরের দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশনের এক সদস্য মুস্তাক আহমেদ ভাট প্রথম একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে দাবি করা হয়েছিল, ভারত সরকারের ‘খেলো ইন্ডিয়া’, মুফতি মেমোরিয়াল গোল্ড কাপের মতো টুর্নামেন্টের জন্য সরকার জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল ৷ কিন্তু, সেই টাকা সঠিকভাবে কাজে লাগানো হয়নি ৷ সেই অভিযোগের উপর ভিত্তি করে জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন বিভাগ ৷

সেই তদন্তে নেমেই জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের 43 লক্ষ টাকার বেশি বিরিয়ানির বিল সামনে আসে ৷ দুর্নীতি দমন শাখার এফআইআরে বলা হয়েছে, ‘‘তদন্তে জানা যায়, জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন 43 লক্ষ 6 হাজার 500 টাকার বিরিয়ানির বিল মিটিয়েছে শ্রীনগর পোলো ভিউয়ের মুঘল দরবার রেস্তোরাঁকে ৷ আর সেই বিরিয়ানি কেনা হয়েছে ফুটবলার এবং দলের সাপোর্ট স্টাফদের রিফ্রেশমেন্ট হিসাবে দেওয়ার জন্য ৷ কিন্তু, তদন্তে উঠে আসে এমন রিফ্রেশমেন্ট কাশ্মীরের কোনও জেলার ফুটবল দলকে দেওয়া হয়নি ৷ জানা যায়, যেসব বিল জমা দেওয়া হয়েছিল, তার সবক’টা জাল করা হয়েছে ৷’’

আরও পড়ুন: 16 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

একইভাবে হিন্দুস্তান ফোটোস্ট্যাটের নামে বিল বানানো হয়েছিল । একাধিক কেনাকাটার খরচ দেখিয়ে যে বিল হয়েছিল তা 1 লক্ষ 41 হাজার 300 টাকার ৷ তদন্তে দেখা যায়, সেই বিলগুলিও নকল ৷ আর জান হার্ডওয়্যার সংস্থার নামে 1 লক্ষ 1 হাজার 900 টাকার একটি বিল করা হয় ৷ যেখানে লেখা ছিল, শ্রীনগরে তেঙ্গপোংরা বাইপাসের ধারে ওই দোকান রয়েছে ৷ কিন্তু, তদন্তে উঠে আসে, ওই নামে কোনও হার্ডওয়্যারের দোকানই নেই ৷ তারপরেই জম্মু ও কাশ্মীর পুলিশের দুর্নীতি দমন শাখা রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের নামে আর্থিক প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে ৷

শ্রীনগর, 1 অগস্ট: জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দুর্নীতি দমন শাখা ৷ অভিযোগ, রাজ্য স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে ভুয়ো বিল বানিয়ে 45 লক্ষ টাকা নিয়েছে জম্মু ও কাশ্মীর ফুটবল সংস্থা (Jammu and Kashmir Anti Corruption Bureau Files FIR Against State Football Association Officials) ৷ যার মধ্যে 43 লক্ষ 6 হাজার 500 টাকার বিরিয়ানির বিল তৈরি করা হয়েছে ৷ তদন্তে নেমে জানা যায়, অত পরিমাণ বিরিয়ানি জম্মু ও কাশ্মীরের কোনও ম্যাচে বা কোনও দলকে খাওয়ানো হয়নি ৷

জম্মু ও কাশ্মীরের দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশনের এক সদস্য মুস্তাক আহমেদ ভাট প্রথম একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে দাবি করা হয়েছিল, ভারত সরকারের ‘খেলো ইন্ডিয়া’, মুফতি মেমোরিয়াল গোল্ড কাপের মতো টুর্নামেন্টের জন্য সরকার জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল ৷ কিন্তু, সেই টাকা সঠিকভাবে কাজে লাগানো হয়নি ৷ সেই অভিযোগের উপর ভিত্তি করে জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন বিভাগ ৷

সেই তদন্তে নেমেই জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনের 43 লক্ষ টাকার বেশি বিরিয়ানির বিল সামনে আসে ৷ দুর্নীতি দমন শাখার এফআইআরে বলা হয়েছে, ‘‘তদন্তে জানা যায়, জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন 43 লক্ষ 6 হাজার 500 টাকার বিরিয়ানির বিল মিটিয়েছে শ্রীনগর পোলো ভিউয়ের মুঘল দরবার রেস্তোরাঁকে ৷ আর সেই বিরিয়ানি কেনা হয়েছে ফুটবলার এবং দলের সাপোর্ট স্টাফদের রিফ্রেশমেন্ট হিসাবে দেওয়ার জন্য ৷ কিন্তু, তদন্তে উঠে আসে এমন রিফ্রেশমেন্ট কাশ্মীরের কোনও জেলার ফুটবল দলকে দেওয়া হয়নি ৷ জানা যায়, যেসব বিল জমা দেওয়া হয়েছিল, তার সবক’টা জাল করা হয়েছে ৷’’

আরও পড়ুন: 16 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

একইভাবে হিন্দুস্তান ফোটোস্ট্যাটের নামে বিল বানানো হয়েছিল । একাধিক কেনাকাটার খরচ দেখিয়ে যে বিল হয়েছিল তা 1 লক্ষ 41 হাজার 300 টাকার ৷ তদন্তে দেখা যায়, সেই বিলগুলিও নকল ৷ আর জান হার্ডওয়্যার সংস্থার নামে 1 লক্ষ 1 হাজার 900 টাকার একটি বিল করা হয় ৷ যেখানে লেখা ছিল, শ্রীনগরে তেঙ্গপোংরা বাইপাসের ধারে ওই দোকান রয়েছে ৷ কিন্তু, তদন্তে উঠে আসে, ওই নামে কোনও হার্ডওয়্যারের দোকানই নেই ৷ তারপরেই জম্মু ও কাশ্মীর পুলিশের দুর্নীতি দমন শাখা রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের নামে আর্থিক প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.