ETV Bharat / sports

ISL 2022-23: মুম্বই যাওয়ার আগে আইএসএলে ব্যর্থতার কারণ দর্শালেন লাল-হলুদ কোচ - মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল

আইএসএল (ISL 2022-23)-এর শেষ পর্বে রবিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল ৷ এদিন মুম্বই উড়ে যাওয়ার আগে সেই ম্যাচের প্রস্তুতি এবং পুরো মরশুমে ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে কথা বললেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷

ISL 2022-23 ETV BHARAT
ISL 2022-23
author img

By

Published : Feb 18, 2023, 10:30 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: আইএসএল-এর প্লে-অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ এরই মধ্যে রবিবার তারা অ্যাওয়ে ম্যাচে শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে (Mumbai City FC vs East Bengal) ৷ চলতি আইএসএলে এরপরে লাল-হলুদের শেষ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৷ তবে, তার আগে রবিবার মুম্বইকে হারিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷

টানা 18 ম্যাচ অপরাজিত থাকার পরে শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে হেরেছে মুম্বই ৷ তবে, সেই হার খুব একটা মুম্বই শিবিরকে আঘাত করবে না বলেই মনে করা হচ্ছে ৷ তবুও, কিছুটা হলেও প্রভাব পড়বে বলে মনে করছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ আর সেই সুযোগটাই নিতে চাইছেন তিনি ৷ মুখে স্বীকার না করলেও, 26 ফেব্রুয়ারি মেগা ডার্বির প্রস্তুতি সেরে রাখতে চাইছেন কনস্ট্যানটাইন ৷ তিনি জানেন ব্যর্থতার অন্ধকারে থাকা লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে ডার্বির সাফল্য ৷

কনস্ট্যানটাইন আপাতত রবিবারের মুম্বই ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানালেন ৷ কারণ, ডার্বি জিতলেও 10 পয়েন্ট পাবে না ইস্টবেঙ্গল ৷ জানালেন যে কোনও ম্যাচ জয়ই তাঁকে তৃপ্তি দেয় ৷ এই মরশুমে ইস্টবেঙ্গলের দুর্দশার কারণ হিসেবে প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন তিনি ৷ সেই কারণেই ইমামি ইস্টবেঙ্গল কম ম্যাচ জিতেছে বলে জানিয়েছেন তিনি ৷ আর সেটাই ব্যর্থতার কারণ বলে জানিয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷

ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে হতাশ সমর্থকরাও ৷ সামনেই কলকাতা ডার্বি ৷ সেখানেও ইস্টবেঙ্গলের গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা রয়েছে ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান ক্লাব ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে ৷ কার্যত ফাঁকা গ্যালারিতে খেলছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা ৷ সমর্থকরা অনুশীলন দেখার সুযোগ পায় না বলেও অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে কোচ জানিয়েছেন, সমর্থকরা ফুটবলারদের হেনস্থা করতে পারে ৷ তাই বন্ধ দরজায় অনুশীলন করান তিনি ৷ এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাব ও তার সমর্থকদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়েছে ৷ যা ডার্বিতে ভাবাচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন: কেরালার বিরুদ্ধে অনিশ্চিত বুমোস-ম্যাকহিউ, শেষ ছ'য়ে জায়গা পেতে জয় চাই মোহনবাগানের

সমর্থকদের মাঠে আসার আর্জি জানাচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ বলছেন, ‘‘সমর্থকরা মাঠে না আসায় আমাদের ক্ষতি হচ্ছে ৷ জানি আমরা জিততে পারছি না বলে, সবাই উৎসাহ হারাচ্ছেন ৷ তবে, দলটা কোথায় দাঁড়িয়ে আছে সেটাও সবাইকে ভাবতে হবে ৷ আশা করব ডার্বিতে সমর্থকরা মাঠে আসবেন ৷’’ শুক্রবার যুবভারতীতে মুম্বই ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি করেছে ইস্টবেঙ্গল ৷ তারপর আজ মুম্বই রওনা দিয়েছে আইএসএল-এর শেষ অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ৷ গোড়ালির চোটের জন্য এই ম্যাচে নেই ইভান গঞ্জালেস ৷

শনিবার বিকেলে সমর্থকদের সঙ্গে কথা বললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ দলের বর্তমান পারফরম্যান্স এবং বেহাল এই পরিস্থিতি থেকে কীভাবে লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াবে, তা নিয়ে সদস্য সমর্থকরা শীর্ষকর্তাকে প্রশ্ন করলেন ৷ কোচ বদল থেকে নতুন মরশুমে দলগঠন কীভাবে হবে ? তা নিয়েও দেবব্রত সরকারকে প্রশ্ন করে ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ তবে, দেবব্রত সরকারের জবাব ছিল, লগ্নিকারীর হাতে দল ৷ তাই আগামী মরশুমে দল গঠনের সিদ্ধান্তও লগ্নিকারী সংস্থার ফুটবল ম্যানেজমেন্ট নেবে ৷ তাই ক্লাব কর্তাদের হাতে কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন দেবব্রত সরকার ৷ তবে, নতুন মরশুমে শক্তিশালী দল গঠন নিয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে কথা বলবেন বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন দেবব্রত ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: আইএসএল-এর প্লে-অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ এরই মধ্যে রবিবার তারা অ্যাওয়ে ম্যাচে শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে (Mumbai City FC vs East Bengal) ৷ চলতি আইএসএলে এরপরে লাল-হলুদের শেষ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৷ তবে, তার আগে রবিবার মুম্বইকে হারিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷

টানা 18 ম্যাচ অপরাজিত থাকার পরে শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে হেরেছে মুম্বই ৷ তবে, সেই হার খুব একটা মুম্বই শিবিরকে আঘাত করবে না বলেই মনে করা হচ্ছে ৷ তবুও, কিছুটা হলেও প্রভাব পড়বে বলে মনে করছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ আর সেই সুযোগটাই নিতে চাইছেন তিনি ৷ মুখে স্বীকার না করলেও, 26 ফেব্রুয়ারি মেগা ডার্বির প্রস্তুতি সেরে রাখতে চাইছেন কনস্ট্যানটাইন ৷ তিনি জানেন ব্যর্থতার অন্ধকারে থাকা লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে ডার্বির সাফল্য ৷

কনস্ট্যানটাইন আপাতত রবিবারের মুম্বই ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানালেন ৷ কারণ, ডার্বি জিতলেও 10 পয়েন্ট পাবে না ইস্টবেঙ্গল ৷ জানালেন যে কোনও ম্যাচ জয়ই তাঁকে তৃপ্তি দেয় ৷ এই মরশুমে ইস্টবেঙ্গলের দুর্দশার কারণ হিসেবে প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন তিনি ৷ সেই কারণেই ইমামি ইস্টবেঙ্গল কম ম্যাচ জিতেছে বলে জানিয়েছেন তিনি ৷ আর সেটাই ব্যর্থতার কারণ বলে জানিয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷

ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে হতাশ সমর্থকরাও ৷ সামনেই কলকাতা ডার্বি ৷ সেখানেও ইস্টবেঙ্গলের গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা রয়েছে ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান ক্লাব ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে ৷ কার্যত ফাঁকা গ্যালারিতে খেলছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা ৷ সমর্থকরা অনুশীলন দেখার সুযোগ পায় না বলেও অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে কোচ জানিয়েছেন, সমর্থকরা ফুটবলারদের হেনস্থা করতে পারে ৷ তাই বন্ধ দরজায় অনুশীলন করান তিনি ৷ এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাব ও তার সমর্থকদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়েছে ৷ যা ডার্বিতে ভাবাচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন: কেরালার বিরুদ্ধে অনিশ্চিত বুমোস-ম্যাকহিউ, শেষ ছ'য়ে জায়গা পেতে জয় চাই মোহনবাগানের

সমর্থকদের মাঠে আসার আর্জি জানাচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ বলছেন, ‘‘সমর্থকরা মাঠে না আসায় আমাদের ক্ষতি হচ্ছে ৷ জানি আমরা জিততে পারছি না বলে, সবাই উৎসাহ হারাচ্ছেন ৷ তবে, দলটা কোথায় দাঁড়িয়ে আছে সেটাও সবাইকে ভাবতে হবে ৷ আশা করব ডার্বিতে সমর্থকরা মাঠে আসবেন ৷’’ শুক্রবার যুবভারতীতে মুম্বই ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি করেছে ইস্টবেঙ্গল ৷ তারপর আজ মুম্বই রওনা দিয়েছে আইএসএল-এর শেষ অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ৷ গোড়ালির চোটের জন্য এই ম্যাচে নেই ইভান গঞ্জালেস ৷

শনিবার বিকেলে সমর্থকদের সঙ্গে কথা বললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ দলের বর্তমান পারফরম্যান্স এবং বেহাল এই পরিস্থিতি থেকে কীভাবে লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াবে, তা নিয়ে সদস্য সমর্থকরা শীর্ষকর্তাকে প্রশ্ন করলেন ৷ কোচ বদল থেকে নতুন মরশুমে দলগঠন কীভাবে হবে ? তা নিয়েও দেবব্রত সরকারকে প্রশ্ন করে ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ তবে, দেবব্রত সরকারের জবাব ছিল, লগ্নিকারীর হাতে দল ৷ তাই আগামী মরশুমে দল গঠনের সিদ্ধান্তও লগ্নিকারী সংস্থার ফুটবল ম্যানেজমেন্ট নেবে ৷ তাই ক্লাব কর্তাদের হাতে কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন দেবব্রত সরকার ৷ তবে, নতুন মরশুমে শক্তিশালী দল গঠন নিয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে কথা বলবেন বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন দেবব্রত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.