কলকাতা, 18 ফেব্রুয়ারি: আইএসএল-এ এফসি গোয়ার হারে সুবিধাজনক জায়গায় এটিকে মোহনবাগান ৷ আজ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারলেই শেষ ছয়ে জায়গা নিশ্চিত হবে মেরিনার্সদের (ATK Mohun Bagan vs Kerala Blasters) ৷ কোনও সন্দেহ নেই লিগের অন্যতম শক্তিশালী দলের প্রথম ছয়ে প্রবেশ করার বিষয়টি অন্য দলের ব্যর্থতার ওপর নির্ভর করলে তা সমর্থকদের শঙ্কায় রাখে ৷ তাই সবুজ-মেরুন সমর্থকরা যে আশা এবং আশঙ্কার দোলাচলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দেখতে যুবভারতীতে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য।
তবে বাড়তি চাপের কথা উড়িয়ে দিচ্ছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ অধিনায়ক প্রীতম কোটালকে সঙ্গে নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে করেন তিনি ৷ তাঁর দাবি, অন্য দল কী করল, সেদিকে তাকিয়ে বসে নেই এটিকে মোহনবাগান ৷ তাঁদের লক্ষ্য শেষ দু’টো ম্যাচ পুরো পয়েন্ট নিয়ে শেষ ছয়ে জায়গা পাকা করতে চান জুয়ান ফেরান্দো ৷ দলের পরিকল্পনার কথা জানিয়ে ড্রেসিংরুমের আত্মবিশ্বাসী মনোভাব তুলে ধরতে চাইলেন সবুজ-মেরুন কোচ ৷
শেষ পাঁচ ম্যাচে মাত্র দু’টো জয় এসেছে মেরিনার্সদের ৷ হার এবং ড্র এর ধাক্কা সামলাতে হয়েছে এর মাঝে ৷ তার থেকেও বড় বিষয় সবুজ-মেরুনের খেলায় চেনা দাপট উধাত্ত ছিল গত 5 ম্যাচে ৷ ফেরান্দোর মতে, ফুটবলারদের চোট আঘাত দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ৷ চোট সমস্যায় হুগো বুমোস শেষ দু’টো ম্যাচে খেলতে পারেননি ৷ ফরাসি মিডফিল্ডারের অনুপস্থিতিতে মোহবাগানকে চেনা ছন্দে দেখা যায়নি ৷ এর সঙ্গে কার্ল ম্যাকহিউয়ের চোট চিন্তা বাড়িয়েছে তাদের ৷ জুয়ান ফেরান্দো বলছেন, "বুমোস এবং কার্ল ম্যাকহিউয়ের কাছে সময় আছে। আমরা ওঁদের ব্যাপারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। তবে একথা অবশ্যই বলব কেরালা ব্লাস্টার্সের চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি ৷"
এটিকে মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি বাকিদের কাছে ওয়েক আপ কল বলে মনে করছেন জুয়ান ফেরান্দো ৷ তিনি জানান, মোহনবাগান দলের কাছে এটাই সেরা সময় নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখানোর ৷ এই সময় সেটা খুবই জরুরি ৷ স্বীকারও করে নিয়েছেন গত কয়েক ম্যাচে মোহনবাগানের দলগত পারফর্ম্যান্স খুবই খারাপ ৷ কিন্তু, দলের উপর বিশ্বাস রয়েছে তাঁর ৷ জানালেন, সেই দলই ভালো, যারা কঠিন সময় ঘুরে দাঁড়াতে পারে ৷ আর সেই কাজটাই করে দেখানোর কথা বলছেন তিনি ৷
আরও পড়ুন: 'চুনী-পিকে নয়, বলরামই সর্বকালের সেরা', মত সুকুমার সমাজপতির
এটিকে মোহনবাগানের খারাপ পারফরম্যান্সের মধ্যে কার্ড সমস্যা বাড়তি চিন্তা টিম ম্যানেজমেন্টের ৷ ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল আর একটি হলুদ কার্ড দেখলে ডার্বিতে নামতে পারবেন না ৷ জুয়ান ফেরান্দোর জানাচ্ছেন, কেরালা ব্লাস্টার্স ম্যাচে দলের সেরাটা দেখতে চান তিনি ৷ তারপর ডার্বি নিয়ে চিন্তা করবেন ৷ তাই কার্ড নিয়ে ঘনিয়ে ওঠা আশঙ্কা দূরে সরিয়ে 3 পয়েন্টে চোখ এটিকে মোহনবাগানের ৷