ETV Bharat / sports

ইরানে পুরুষদের ফুটবল খেলা দেখতে মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি, সিদ্ধান্তকে স্বাগত ফিফার

Iran Female Soccer Fans Allowed into Stadium: দীর্ঘদিনের লড়াইয়ের পর সাময়িক জয় ৷ ইরানে পুরুষদের ফুটবল ম্যাচ দেখার জন্য মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 7:40 PM IST

তেহেরান, 15 ডিসেম্বর: ইরানের মহিলা ফুটবল সমর্থকদের দীর্ঘ লড়াইয়ের পর সাময়িক জয় ৷ কয়েক দশক ধরে বঞ্চনা ও হয়রানির পর পুরুষদের ফুটবল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছে সেদেশের মহিলারা ৷ সম্প্রতি আন্দোলনকারী মহিলা ফুটবল সমর্থকদের কয়েকজন তেহেরানের আজাদি স্টেডিয়ামের ভিতরের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে ইরানের সবচেয়ে বড় স্টেডিয়ামে তিন মহিলা সমর্থককে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে ৷

তেহেরান শহরের দুই ক্লাব পারেসপোলিস এবং ইস্তেগলালের মধ্যে এই ম্যাচে মহিলা সমর্থকদের জন্য 3 হাজার টিকিট আলাদা করে রাখা হয়েছিল ৷ ইরানের মহিলাদের অধিকার রক্ষা আন্দোলনে 14 ডিসেম্বর ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ আন্দোলনকারী সংগঠনের তরফে ওই পোস্টে জানানো হয়েছে, মহিলাদের সমানাধিকারের এই আন্দোলন জারি থাকবে ৷ অন্যান্য ক্ষেত্রেও ইরানের মহিলাদের সমান অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই আন্দোলন চলবে বলে জানানো হয়েছে ৷

1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে পুরুষদের ফুটবল খেলা এবং অন্যান্য ক্রীড়া ইভেন্টে মহিলাদের অংশ নেওয়ার ক্ষেত্রে নিযেধাজ্ঞা জারি করা হয় ৷ যদিও সম্প্রতি কয়েকবছর ধরে কিছু বাছাই করা ম্যাচে মহিলাদের প্রবেশ অংশ নিতে দেখা গিয়েছে ৷ কিন্তু, বড় স্টেডিয়ামগুলিতে আয়োজিত ম্যাচগুলিতে কয়েকজন মহিলা সমর্থক টিকিট কেটে প্রবেশ করলে, তাঁদের হেনস্থার শিকার হতে হয় সেখানে উপস্থিত পুরুষদের থেকে ৷

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বৃহস্পতিবার মহিলাদের ইরানের স্টেডিয়ামে প্রবেশের অনুমতির ক্ষেত্রে, তাঁর নিজের ভূমিকার কথা উল্লেখ করেছেন ৷ তিনি জানান, কয়েকজন মহিলাকে 2018 এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ফিফার তরফে চাপ দেওয়া হয়েছিল ৷ ইনফান্তিনো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘ফিফা এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্র ফুটবল ফেডারেশনের মধ্যে লাগাতার আলোচনা চালানোর জন্য ধন্যবাদ, অগ্রগতি হচ্ছে ৷’’

আরও পড়ুন:

  1. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  2. মাঠে ঢুকে রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির! কেমন আছেন আক্রান্ত হালিল ?
  3. কলকাতার মিষ্টি চাখতে চান, নীরজের প্রশংসায় কলিন জ্যাকসন

তেহেরান, 15 ডিসেম্বর: ইরানের মহিলা ফুটবল সমর্থকদের দীর্ঘ লড়াইয়ের পর সাময়িক জয় ৷ কয়েক দশক ধরে বঞ্চনা ও হয়রানির পর পুরুষদের ফুটবল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছে সেদেশের মহিলারা ৷ সম্প্রতি আন্দোলনকারী মহিলা ফুটবল সমর্থকদের কয়েকজন তেহেরানের আজাদি স্টেডিয়ামের ভিতরের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে ইরানের সবচেয়ে বড় স্টেডিয়ামে তিন মহিলা সমর্থককে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে ৷

তেহেরান শহরের দুই ক্লাব পারেসপোলিস এবং ইস্তেগলালের মধ্যে এই ম্যাচে মহিলা সমর্থকদের জন্য 3 হাজার টিকিট আলাদা করে রাখা হয়েছিল ৷ ইরানের মহিলাদের অধিকার রক্ষা আন্দোলনে 14 ডিসেম্বর ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ আন্দোলনকারী সংগঠনের তরফে ওই পোস্টে জানানো হয়েছে, মহিলাদের সমানাধিকারের এই আন্দোলন জারি থাকবে ৷ অন্যান্য ক্ষেত্রেও ইরানের মহিলাদের সমান অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই আন্দোলন চলবে বলে জানানো হয়েছে ৷

1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে পুরুষদের ফুটবল খেলা এবং অন্যান্য ক্রীড়া ইভেন্টে মহিলাদের অংশ নেওয়ার ক্ষেত্রে নিযেধাজ্ঞা জারি করা হয় ৷ যদিও সম্প্রতি কয়েকবছর ধরে কিছু বাছাই করা ম্যাচে মহিলাদের প্রবেশ অংশ নিতে দেখা গিয়েছে ৷ কিন্তু, বড় স্টেডিয়ামগুলিতে আয়োজিত ম্যাচগুলিতে কয়েকজন মহিলা সমর্থক টিকিট কেটে প্রবেশ করলে, তাঁদের হেনস্থার শিকার হতে হয় সেখানে উপস্থিত পুরুষদের থেকে ৷

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বৃহস্পতিবার মহিলাদের ইরানের স্টেডিয়ামে প্রবেশের অনুমতির ক্ষেত্রে, তাঁর নিজের ভূমিকার কথা উল্লেখ করেছেন ৷ তিনি জানান, কয়েকজন মহিলাকে 2018 এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ফিফার তরফে চাপ দেওয়া হয়েছিল ৷ ইনফান্তিনো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘ফিফা এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্র ফুটবল ফেডারেশনের মধ্যে লাগাতার আলোচনা চালানোর জন্য ধন্যবাদ, অগ্রগতি হচ্ছে ৷’’

আরও পড়ুন:

  1. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  2. মাঠে ঢুকে রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির! কেমন আছেন আক্রান্ত হালিল ?
  3. কলকাতার মিষ্টি চাখতে চান, নীরজের প্রশংসায় কলিন জ্যাকসন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.