ETV Bharat / sports

খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার আবেদন আইওসি-র

চলতি বছরই টোকিওতে বসবে অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকের আসর৷ তাই মাঠে নামার আগেই খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার আবেদন আইওসি-র৷ কোভিড আবহে খেলার আসরকে করোনামুক্ত রাখতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্তও৷

IOC urges Olympians to take Covid-19 vaccines
খেলোয়াড়দের কোরোনা টিকা নেওয়ার আবেদন আইওসি-র
author img

By

Published : Jan 27, 2021, 7:40 PM IST

লোজ্যান, 27 জানুয়ারি: মাঠে নামার আগেই অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলির খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার আবেদন আইওসি-র৷ চলতি বছর জাপানের টোকিওতে এই দু’টি ক্রীড়া প্রতিযোগিতার আসর বসবে৷ তার আগেই খেলোয়াড়দের এই বার্তা দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ৷

আইওসি-র ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবারই বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটিগুলির সঙ্গে আলোচনা করেন আইওসি সভাপতি থমাস ব্য়াচ৷ পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ‘হু’-এর সঙ্গেও কথা বলেন তিনি ৷ তাঁদের মধ্যে 2022-এর বেজিং উইন্টার গেম নিয়েও আলোচনা হয়৷ কথা হয় আসন্ন অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকের প্রস্তুতি নিয়ে৷

করোনা আবহে অলিম্পিকের ক্রীড়াঙ্গনকে কোভিডমুক্ত রাখতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ক্রীড়াবিদরা কিভাবে সংশ্লিষ্ট দেশে পৌঁছবেন, অভিবাসন প্রক্রিয়া কিভাবে সারা হবে, কিভাবে, কোথায় তাঁদের কোয়ারানটাইনে রাখা হবে, কোরোনা পরীক্ষা কিভাবে হবে, এই সবকিছুই স্থির করেছে আইওসি৷

আইওসি-র জারি করা বিবৃতিতে বলা হয়েছে, করোনা টিকাকরণ তাদের ব্য়বস্থাপনা কর্মসূচির অন্য়তম৷ নির্দিষ্ট সময়, সঠিক নিয়ম মেনে টিকাকরণ করাতে হবে৷ যদিও জরুরি ভিত্তিতে করোনা যোদ্ধা ও অপেক্ষাকৃত দুর্বলদেরই টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছে আইওসি৷

আরও পড়ুন:

অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলিতে করোনা টিকাকরণের পরিস্থিতি ঠিক কেমন, তা জানতে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় অলিম্পিক কমিটিগুলিকে চিঠি পাঠাবে আইওসি৷

লোজ্যান, 27 জানুয়ারি: মাঠে নামার আগেই অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলির খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার আবেদন আইওসি-র৷ চলতি বছর জাপানের টোকিওতে এই দু’টি ক্রীড়া প্রতিযোগিতার আসর বসবে৷ তার আগেই খেলোয়াড়দের এই বার্তা দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ৷

আইওসি-র ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবারই বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটিগুলির সঙ্গে আলোচনা করেন আইওসি সভাপতি থমাস ব্য়াচ৷ পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ‘হু’-এর সঙ্গেও কথা বলেন তিনি ৷ তাঁদের মধ্যে 2022-এর বেজিং উইন্টার গেম নিয়েও আলোচনা হয়৷ কথা হয় আসন্ন অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকের প্রস্তুতি নিয়ে৷

করোনা আবহে অলিম্পিকের ক্রীড়াঙ্গনকে কোভিডমুক্ত রাখতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ক্রীড়াবিদরা কিভাবে সংশ্লিষ্ট দেশে পৌঁছবেন, অভিবাসন প্রক্রিয়া কিভাবে সারা হবে, কিভাবে, কোথায় তাঁদের কোয়ারানটাইনে রাখা হবে, কোরোনা পরীক্ষা কিভাবে হবে, এই সবকিছুই স্থির করেছে আইওসি৷

আইওসি-র জারি করা বিবৃতিতে বলা হয়েছে, করোনা টিকাকরণ তাদের ব্য়বস্থাপনা কর্মসূচির অন্য়তম৷ নির্দিষ্ট সময়, সঠিক নিয়ম মেনে টিকাকরণ করাতে হবে৷ যদিও জরুরি ভিত্তিতে করোনা যোদ্ধা ও অপেক্ষাকৃত দুর্বলদেরই টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছে আইওসি৷

আরও পড়ুন:

অলিম্পিক ও প্য়ারা অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলিতে করোনা টিকাকরণের পরিস্থিতি ঠিক কেমন, তা জানতে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় অলিম্পিক কমিটিগুলিকে চিঠি পাঠাবে আইওসি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.