ETV Bharat / sports

IOC 141st Session: মেয়াদ শেষের পরেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার অনুরোধ বাচকে - মুম্বইয়ে 141তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন

IOC President Thomas Bach End His Tenure in 2025: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তিনদিনের অধিবেশন বসেছে মুম্বইয়ে ৷ তিনদিনের এই অধিবেশনের প্রথমদিনে কমিটির সভাপতি পদে মেয়াদ শেষের পরেও থমাস বাচকে দায়িত্ব সামলানোর প্রস্তাব দিল অধিকাংশ সদস্য দেশ ৷

Image Courtesy: IOC Media Twitter/X
Image Courtesy: IOC Media Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 7:54 PM IST

মুম্বই, 15 অক্টোবর: 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে থমাস বাচের ৷ কিন্তু, তারপরেও তাঁকে সেই পদের দায়িত্বে থাকার অনুরোধ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদস্য দেশগুলি ৷ আজ থেকে তিনদিনের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসেছে মুম্বইয়ে ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়েছে সদস্য দেশগুলির তরফে ৷ সেই সঙ্গে থমাস বাচ ঘোষণা করেছেন, তারা অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনা করছেন ৷

মুম্বইয়ে 141তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তিনদিনের অধিবেশন শুরু হয়েছে ৷ সেখানেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি থমাস বাচকে 2025 সালের মেয়াদ শেষের পরেও দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে ৷ 2013 সালে বুয়েনস আইরসে 125তম অধিবেশনে জার্মানির প্রাক্তন অলিম্পিয়ান থমাস বাচকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত করা হয় 8 বছরের জন্য ৷ 2021 সালের মার্চ মাসে তাঁকে আরও চার বছরের জন্য পুনর্নিবাচিত করা হয় ৷ থমাস বাচ আন্তর্জাতি অলিম্পিক কমিটির অষ্টম সভাপতি ৷

2001 থেকে সপ্তম সভাপতি হিসেবে দায়িত্বে থাকা জ্যাকস রগকে হারিয়ে আন্তর্জাতি অলিম্পিক কমিটির প্রধানের আসনে বসেন ৷ জ্যাকস রগ আন্তর্জাতি অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার সময়কাল বেঁধে দিয়েছিলেন ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশোধিত সংবিধান অনুযায়ী, একজন সর্বাধিক 12 সভাপিত পদে নির্বাচিত হতে পারবেন ৷ মূলত, দীর্ঘদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদ আঁকড়ে বসে থাকার চল বন্ধ করতেই নিয়মে সংশোধন করা হয়েছিল ৷

  • Amendments to the Olympic Charter were approved by the IOC Session today. Additional wording has been included in the Fundamental Principles of Olympism as an overarching commitment to the respect for human rights.#IOCMumbai2023

    Find out more: https://t.co/goZOyF2q4K

    — IOC MEDIA (@iocmedia) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই সংশোধন অনুযায়ী, থমাস বাচ 2025 সালের পর ওই পদে আর থাকতে পারবেন না ৷ কিন্তু, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 99টি সদস্য দেশ থমাস বাচের সভাপতি পদে থাকার পক্ষে সমর্থন জানিয়েছে ৷ 2025 সালে তাঁর সময়কাল শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে তাঁকে তৃতীয়বার সভাপতি করার পক্ষে মত দিয়েছে 99টি সদস্য দেশ ৷ কিন্তু, সেক্ষেত্রে অলিম্পিক কমিটির সংবিধানে বদল করা জরুরি হয়ে পড়বে ৷

আরও পড়ুন: গুরবাজের বিস্ফোরক ইনিংসে সঙ্গ দিল লোয়ার-অর্ডার, 'থ্রি-লায়ন্স'কে 285 রানের টার্গেট আফগানদের

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য লুইস মেজিয়া ওভেইদো এ দিন বলেন, ‘‘আপনি আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে সেরা পথ দেখিয়েছেন ৷ আসন্ন অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রেও আপনি আমাদের পথপ্রদর্শক ৷ আর সেই কারণেই আমি এই প্রস্তাবে সমর্থন জানাচ্ছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতি অলিম্পিক কমিটির অধিবেশনের প্রথম দিনেই থমাস বাচ অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনার কথা জানান ৷

বাচ এদিন বলেন, ‘‘আমি আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ই-স্পোর্টস কমিশনকে ‘অলিম্পিক ই-স্পোর্টস গেমস’ তৈরির করতে গবেষণা করতে বলেছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তাব রাখা হবে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে, তা হবে ভারতের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

মুম্বই, 15 অক্টোবর: 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে থমাস বাচের ৷ কিন্তু, তারপরেও তাঁকে সেই পদের দায়িত্বে থাকার অনুরোধ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদস্য দেশগুলি ৷ আজ থেকে তিনদিনের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসেছে মুম্বইয়ে ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়েছে সদস্য দেশগুলির তরফে ৷ সেই সঙ্গে থমাস বাচ ঘোষণা করেছেন, তারা অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনা করছেন ৷

মুম্বইয়ে 141তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তিনদিনের অধিবেশন শুরু হয়েছে ৷ সেখানেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি থমাস বাচকে 2025 সালের মেয়াদ শেষের পরেও দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে ৷ 2013 সালে বুয়েনস আইরসে 125তম অধিবেশনে জার্মানির প্রাক্তন অলিম্পিয়ান থমাস বাচকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত করা হয় 8 বছরের জন্য ৷ 2021 সালের মার্চ মাসে তাঁকে আরও চার বছরের জন্য পুনর্নিবাচিত করা হয় ৷ থমাস বাচ আন্তর্জাতি অলিম্পিক কমিটির অষ্টম সভাপতি ৷

2001 থেকে সপ্তম সভাপতি হিসেবে দায়িত্বে থাকা জ্যাকস রগকে হারিয়ে আন্তর্জাতি অলিম্পিক কমিটির প্রধানের আসনে বসেন ৷ জ্যাকস রগ আন্তর্জাতি অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার সময়কাল বেঁধে দিয়েছিলেন ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশোধিত সংবিধান অনুযায়ী, একজন সর্বাধিক 12 সভাপিত পদে নির্বাচিত হতে পারবেন ৷ মূলত, দীর্ঘদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদ আঁকড়ে বসে থাকার চল বন্ধ করতেই নিয়মে সংশোধন করা হয়েছিল ৷

  • Amendments to the Olympic Charter were approved by the IOC Session today. Additional wording has been included in the Fundamental Principles of Olympism as an overarching commitment to the respect for human rights.#IOCMumbai2023

    Find out more: https://t.co/goZOyF2q4K

    — IOC MEDIA (@iocmedia) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই সংশোধন অনুযায়ী, থমাস বাচ 2025 সালের পর ওই পদে আর থাকতে পারবেন না ৷ কিন্তু, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 99টি সদস্য দেশ থমাস বাচের সভাপতি পদে থাকার পক্ষে সমর্থন জানিয়েছে ৷ 2025 সালে তাঁর সময়কাল শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে তাঁকে তৃতীয়বার সভাপতি করার পক্ষে মত দিয়েছে 99টি সদস্য দেশ ৷ কিন্তু, সেক্ষেত্রে অলিম্পিক কমিটির সংবিধানে বদল করা জরুরি হয়ে পড়বে ৷

আরও পড়ুন: গুরবাজের বিস্ফোরক ইনিংসে সঙ্গ দিল লোয়ার-অর্ডার, 'থ্রি-লায়ন্স'কে 285 রানের টার্গেট আফগানদের

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য লুইস মেজিয়া ওভেইদো এ দিন বলেন, ‘‘আপনি আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে সেরা পথ দেখিয়েছেন ৷ আসন্ন অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রেও আপনি আমাদের পথপ্রদর্শক ৷ আর সেই কারণেই আমি এই প্রস্তাবে সমর্থন জানাচ্ছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতি অলিম্পিক কমিটির অধিবেশনের প্রথম দিনেই থমাস বাচ অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনার কথা জানান ৷

বাচ এদিন বলেন, ‘‘আমি আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ই-স্পোর্টস কমিশনকে ‘অলিম্পিক ই-স্পোর্টস গেমস’ তৈরির করতে গবেষণা করতে বলেছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তাব রাখা হবে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে, তা হবে ভারতের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.