ETV Bharat / sports

Kabaddi player shot dead : টুর্নামেন্ট চলাকালীন এলোপাথাড়ি গুলি, জলন্ধরে নিহত কবাডি প্লেয়ার সন্দীপ নাঙ্গাল - International kabaddi player Sandeep Singh Nangal shot dead in Jalandhar

টুর্নামেন্ট চলাকালীন আততায়ীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন দেশের আন্তর্জাতিক কবাডি প্লেয়ার সন্দীপ সিং নাঙ্গাল আম্বিয়ান (International kabaddi player Sandeep Singh Nangal shot dead in Jalandhar) ৷ মর্মান্তিক এই ঘটনার সাক্ষী জলন্ধর ৷ সন্দীপের মাথা এবং বুক লক্ষ্য করে প্রায় 20 রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ীরা ৷

Kabaddi player shot dead
টুর্নামেন্ট চলাকালীন এলোপাথাড়ি গুলি, জলন্ধরে নিহত কবাডি প্লেয়ার সন্দীপ নাঙ্গাল
author img

By

Published : Mar 14, 2022, 9:40 PM IST

Updated : Mar 14, 2022, 11:04 PM IST

জলন্ধর, 14 মার্চ : টুর্নামেন্ট চলাকালীন আততায়ীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন দেশের আন্তর্জাতিক কবাডি প্লেয়ার সন্দীপ সিং নাঙ্গাল (International kabaddi player Sandeep Singh Nangal shot dead in Jalandhar) ৷ মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল জলন্ধর ৷ সন্দীপের মাথা এবং বুক লক্ষ্য করে প্রায় 20 রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ীরা ৷ জলন্ধরের মালিয়ান গ্রামে সন্ধে 6টা নাগাদ স্থানীয় টুর্নামেন্টের মাঝেই এই ঘটনা ঘটে ৷

আততায়ীরা সংখ্যায় 10-12 জন ছিল বলে স্থানীয় সূত্রে খবর (Goons that attacked Sandeep are said to be around 12 of them) ৷ এক দশকেরও বেশি সময় ধরে পেশাদার কবাডির সঙ্গে যুক্ত সন্দীপ ৷ দেশের বাইরে কানাডা, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্রে পারফর্ম করে খ্যাতি অর্জন করেন নাঙ্গাল আম্বিয়ান গ্রামের এই কবাডি প্লেয়ার ৷ অনুরাগী মহলে 'গ্ল্যাডিয়েটর' নামে পরিচিত তিনি ৷

আরও পড়ুন : Firing in Purulia : বাঘমুণ্ডিতে কৃষককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, হাসপাতালে ভর্তি আহত কৃষক

যেভাবে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাতে সন্দীপের কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ খুনের কারণ স্পষ্ট না হলেও কবাডি প্লেয়ারের গুলিবিদ্ধ হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ৷

জলন্ধর, 14 মার্চ : টুর্নামেন্ট চলাকালীন আততায়ীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন দেশের আন্তর্জাতিক কবাডি প্লেয়ার সন্দীপ সিং নাঙ্গাল (International kabaddi player Sandeep Singh Nangal shot dead in Jalandhar) ৷ মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল জলন্ধর ৷ সন্দীপের মাথা এবং বুক লক্ষ্য করে প্রায় 20 রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ীরা ৷ জলন্ধরের মালিয়ান গ্রামে সন্ধে 6টা নাগাদ স্থানীয় টুর্নামেন্টের মাঝেই এই ঘটনা ঘটে ৷

আততায়ীরা সংখ্যায় 10-12 জন ছিল বলে স্থানীয় সূত্রে খবর (Goons that attacked Sandeep are said to be around 12 of them) ৷ এক দশকেরও বেশি সময় ধরে পেশাদার কবাডির সঙ্গে যুক্ত সন্দীপ ৷ দেশের বাইরে কানাডা, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্রে পারফর্ম করে খ্যাতি অর্জন করেন নাঙ্গাল আম্বিয়ান গ্রামের এই কবাডি প্লেয়ার ৷ অনুরাগী মহলে 'গ্ল্যাডিয়েটর' নামে পরিচিত তিনি ৷

আরও পড়ুন : Firing in Purulia : বাঘমুণ্ডিতে কৃষককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, হাসপাতালে ভর্তি আহত কৃষক

যেভাবে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাতে সন্দীপের কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ খুনের কারণ স্পষ্ট না হলেও কবাডি প্লেয়ারের গুলিবিদ্ধ হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ৷

Last Updated : Mar 14, 2022, 11:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.