ETV Bharat / sports

Sports Authority of India : জলপাইগুড়ি সাই সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বাধা স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতাল

পূর্ব ভারতে সাই বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অন্যতম কেন্দ্র রয়েছে জলপাইগুড়ির বিশ্ববাংলা স্টেডিয়ামে ৷ যেখানে সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে সাই এর ওই অ্যাকাডেমির পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শুরু করার কথা জানানো হয়েছে ৷ কিন্তু, সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাংলা স্টেডিয়ামে স্বাস্থয দফতরের তরফে তৈরি করা কোভিড হাসপাতাল ৷

Infrastructure Development is Suffered in Sports Authority of Indias Jalpaiguri Center for Temporary Covid Hospital
জলপাইগুড়ি সাই সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বাধা স্টেডিয়ামে থাকা অস্থায়ী কোভিড হাসপাতাল
author img

By

Published : Sep 1, 2021, 9:40 PM IST

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : এখনই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত অস্থায়ী কোভিড হাসপাতাল তুলে নেওয়া হচ্ছে না। আগে মানুষ বাঁচুক তারপর খেলাধুলো হবে বলে জানালেন উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিষয়ক ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ৷ স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে এবার বিপত্তিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই (SAI) কর্তৃপক্ষ ।

গতবছর এপ্রিল মাস থেকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত সাই সেন্টারটিকে রাজ্য সরকার কোভিড হাসপাতালে রূপান্তরিত করেছে । জেলার একটি মাত্র কোভিড হাসপাতালে প্রায় ছয় হাজারের বেশি রোগী চিকিৎসা পরিষেবা পাচ্ছেন । এর পর থেকেই স্টেডিয়ামের একাংশে কোভিড হাসপাতাল ও কর্মীদের থাকার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ।অভিযোগ কোভিড হাসপাতালে সুইমিং পুলে এবং আশেপাশের এলাকায় হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে বলে অভিযোগ ৷ যার জেরে সাই সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে ৷

Infrastructure Development is Suffered in Sports Authority of Indias Jalpaiguri Center for Temporary Covid Hospital
স্টেডিয়ামের পাশে ফেলা হয়েছে হাসপাতালের বর্জ্য

আরও পড়ুন : Sports Authority of India : ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ির সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ জানান, ‘‘যতক্ষণ না কোভিড হাসপাতাল উঠে যাচ্ছে, ততক্ষণ কিছুই করার নেই । দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি সাই সেন্টারে অস্থায়ীভাবে কোভিড হাসপাতাল খোলা হয়েছে । ফলে আমরা আমাদের ছেলেমেয়েদের ট্রেনিং করাতে পারছি না । এই বিষয়ে আমরা সরকারের পরামর্শ ও নির্দেশের অপেক্ষায় রয়েছি ৷ রাজ্য সরকার কোভিড হাসপাতাল গড়ার জন্য আমাদের থেকে স্টেডিয়ামটি নিয়েছে । তাই আমাদের আবাসিক ছেলেমেয়েদের গত বছর মার্চ মাস থেকে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । কিন্তু, আমাদের ছেলেমেয়েদের মাঠে আমরা পাচ্ছি না । কারণ, আমাদের এখানে কোভিড হাসপাতাল হয়েছে । আমরা এখন বিভিন্ন গ্রুপ করে অনলাইনের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছি । এতে করে আমরা আমাদের পরিকাঠামো গত উন্নয়নের কাজও করতে পারছি না । আর কোভিড হাসপাতাল থাকার কারণে বাচ্চাদের ডেকে নিয়ে এসে ট্রেনিং করানো যাচ্ছে না ৷

জলপাইগুড়ি সাই সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বাধা স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতাল

আরও পড়ুন : জলপাইগুড়ির সাই সেন্টারেই ফেলা হচ্ছে কোভিড হাসপাতালের বর্জ্য

উত্তরবঙ্গ জন স্বাস্থ্য বিষয়ক ওএসডি চিকিৎসক সুশান্ত রায় জানান, এখনই কোভিড হাসপাতাল তুলে নেওয়ার কোন চিন্তাভাবনা নেই স্বাস্থ্য দফতরের । এই কোভিড হাসপাতাল ছিল বলেই 6 হাজারের বেশি মানুষ প্রাণে বেঁচেছে । আগে মানুষ বাঁচুক তার পর খেলাধুলো হবে ৷

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : এখনই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত অস্থায়ী কোভিড হাসপাতাল তুলে নেওয়া হচ্ছে না। আগে মানুষ বাঁচুক তারপর খেলাধুলো হবে বলে জানালেন উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিষয়ক ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ৷ স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে এবার বিপত্তিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই (SAI) কর্তৃপক্ষ ।

গতবছর এপ্রিল মাস থেকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত সাই সেন্টারটিকে রাজ্য সরকার কোভিড হাসপাতালে রূপান্তরিত করেছে । জেলার একটি মাত্র কোভিড হাসপাতালে প্রায় ছয় হাজারের বেশি রোগী চিকিৎসা পরিষেবা পাচ্ছেন । এর পর থেকেই স্টেডিয়ামের একাংশে কোভিড হাসপাতাল ও কর্মীদের থাকার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ।অভিযোগ কোভিড হাসপাতালে সুইমিং পুলে এবং আশেপাশের এলাকায় হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে বলে অভিযোগ ৷ যার জেরে সাই সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে ৷

Infrastructure Development is Suffered in Sports Authority of Indias Jalpaiguri Center for Temporary Covid Hospital
স্টেডিয়ামের পাশে ফেলা হয়েছে হাসপাতালের বর্জ্য

আরও পড়ুন : Sports Authority of India : ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ির সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ জানান, ‘‘যতক্ষণ না কোভিড হাসপাতাল উঠে যাচ্ছে, ততক্ষণ কিছুই করার নেই । দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি সাই সেন্টারে অস্থায়ীভাবে কোভিড হাসপাতাল খোলা হয়েছে । ফলে আমরা আমাদের ছেলেমেয়েদের ট্রেনিং করাতে পারছি না । এই বিষয়ে আমরা সরকারের পরামর্শ ও নির্দেশের অপেক্ষায় রয়েছি ৷ রাজ্য সরকার কোভিড হাসপাতাল গড়ার জন্য আমাদের থেকে স্টেডিয়ামটি নিয়েছে । তাই আমাদের আবাসিক ছেলেমেয়েদের গত বছর মার্চ মাস থেকে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । কিন্তু, আমাদের ছেলেমেয়েদের মাঠে আমরা পাচ্ছি না । কারণ, আমাদের এখানে কোভিড হাসপাতাল হয়েছে । আমরা এখন বিভিন্ন গ্রুপ করে অনলাইনের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছি । এতে করে আমরা আমাদের পরিকাঠামো গত উন্নয়নের কাজও করতে পারছি না । আর কোভিড হাসপাতাল থাকার কারণে বাচ্চাদের ডেকে নিয়ে এসে ট্রেনিং করানো যাচ্ছে না ৷

জলপাইগুড়ি সাই সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বাধা স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতাল

আরও পড়ুন : জলপাইগুড়ির সাই সেন্টারেই ফেলা হচ্ছে কোভিড হাসপাতালের বর্জ্য

উত্তরবঙ্গ জন স্বাস্থ্য বিষয়ক ওএসডি চিকিৎসক সুশান্ত রায় জানান, এখনই কোভিড হাসপাতাল তুলে নেওয়ার কোন চিন্তাভাবনা নেই স্বাস্থ্য দফতরের । এই কোভিড হাসপাতাল ছিল বলেই 6 হাজারের বেশি মানুষ প্রাণে বেঁচেছে । আগে মানুষ বাঁচুক তার পর খেলাধুলো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.