ETV Bharat / sports

Asian Games 2023: 'চক দে ইন্ডিয়া' ! 100 পদক নিশ্চিত, এশিয়াডে ইতিহাস ভারতের

ইতিহাস গড়লেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ প্রথমবার এশিয়ান গেমসে 100 পদকের গণ্ডি টপকাল ভারত ৷ চলতি এশিয়ান গেমসে মেহুলি ঘোষদের হাত ধরে শুরু হয়েছিল পদক জয়ের যাত্রা ৷ ত্রয়োদশ দিনে মনপ্রীত সিংহদের হাত ধরে মাইল ফলক ছুঁয়ে ফেলে দেড়শো কোটির দেশ ৷

Asian Games 2023
100 ছাড়াল পদক সংখ্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:38 PM IST

Updated : Oct 7, 2023, 9:14 AM IST

হ্যাংঝাউ, 6 অক্টোবর: 19তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত মাসে ৷ 23 সেপ্টেম্বর অর্থাৎ প্রথম দিন সকালেই প্রথম পদক ঘরে তোলে ভারত ৷ 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জিতে নেন মেহুলি ঘোষ, আশি চৌকসে এবং রমিতা জিন্দাল ৷ সেই পদক সংখ্য়া দেখতে দেখতে ছাড়িয়ে গিয়েছে 100 ৷ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শুক্রবারই জানাল এই খুশির খবর ৷ প্রথম থেকেই এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটাই স্লোগান 'ইসবার 100 পার' ৷ সেই স্লোগান ইতিমধ্য়েই সত্যি প্রমাণ করলেন নীরজ চোপড়া, মনপ্রীত সিংহরা ৷

2018 সালে সর্বোচ্চ 70টি পদক জয় করেছিল ভারত ৷ শুক্রবারের হিসাব অনুযায়ী সেই সংখ্যা ছাড়াল 100 ৷ এদিন সকালে বাংলাদেশকে হারিয়ে পদক নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল ৷ ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে বাংলাদেশকে উড়িয়ে রৌপ্য পদক নিশ্চিত করে তারা ৷ এরপর তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে ভারতীয় মহিলা দল ৷ পুরুষ দলও এদিন রুপো জেতে একই বিভাগে ৷

অন্যদিকে, ফ্রি-স্টাইল কুস্তিতে তিনটি পদক নিশ্চিত করেন সোনম মালিক, কিরণ বিষ্ণোই, আমন শেরওয়ত ৷ এদিন বিকেলে হকিতে দেশকে সোনা এনে দেন হরমনপ্রীত সিংরা ৷ জাপানকে 5-1 গোলে হারিয়ে সোনা জেতে ভারতীয় হকি দল ৷ পাশাপাশি ব্রিজেও এদিন রূপো জেতে ভারতীয় দল ৷ এদিন ব্যাটমিন্টনেও রৌপ্য পদক নিশ্চিত করেছে সাত্বিক-চিরাগ জুটি ৷ শুক্রবার দু'টি পদক নিশ্চিত হয়েছে দাবাতে ৷ ভারতীয় পুরুষ ও মহিলা দল শনিবার দাবার চাল চালবে সোনা জয়ের লক্ষ্যে ৷

আরও পড়ুন: এবার বাজিমাত হকিতে! এশিয়াডের সোনায় প্যারিসের টিকিট নিশ্চিত হরমনদের

এখনও পর্যন্ত ভারতের জয় করা পদকের সংখ্যা দাঁড়িয়েছে 95। তবে আরও কয়েকটি পদক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তাই ভারতের নিশ্চিত পদকের সংখ্যা 100 ছাড়িয়েছে ।

হ্যাংঝাউ, 6 অক্টোবর: 19তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত মাসে ৷ 23 সেপ্টেম্বর অর্থাৎ প্রথম দিন সকালেই প্রথম পদক ঘরে তোলে ভারত ৷ 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জিতে নেন মেহুলি ঘোষ, আশি চৌকসে এবং রমিতা জিন্দাল ৷ সেই পদক সংখ্য়া দেখতে দেখতে ছাড়িয়ে গিয়েছে 100 ৷ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শুক্রবারই জানাল এই খুশির খবর ৷ প্রথম থেকেই এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটাই স্লোগান 'ইসবার 100 পার' ৷ সেই স্লোগান ইতিমধ্য়েই সত্যি প্রমাণ করলেন নীরজ চোপড়া, মনপ্রীত সিংহরা ৷

2018 সালে সর্বোচ্চ 70টি পদক জয় করেছিল ভারত ৷ শুক্রবারের হিসাব অনুযায়ী সেই সংখ্যা ছাড়াল 100 ৷ এদিন সকালে বাংলাদেশকে হারিয়ে পদক নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল ৷ ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে বাংলাদেশকে উড়িয়ে রৌপ্য পদক নিশ্চিত করে তারা ৷ এরপর তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে ভারতীয় মহিলা দল ৷ পুরুষ দলও এদিন রুপো জেতে একই বিভাগে ৷

অন্যদিকে, ফ্রি-স্টাইল কুস্তিতে তিনটি পদক নিশ্চিত করেন সোনম মালিক, কিরণ বিষ্ণোই, আমন শেরওয়ত ৷ এদিন বিকেলে হকিতে দেশকে সোনা এনে দেন হরমনপ্রীত সিংরা ৷ জাপানকে 5-1 গোলে হারিয়ে সোনা জেতে ভারতীয় হকি দল ৷ পাশাপাশি ব্রিজেও এদিন রূপো জেতে ভারতীয় দল ৷ এদিন ব্যাটমিন্টনেও রৌপ্য পদক নিশ্চিত করেছে সাত্বিক-চিরাগ জুটি ৷ শুক্রবার দু'টি পদক নিশ্চিত হয়েছে দাবাতে ৷ ভারতীয় পুরুষ ও মহিলা দল শনিবার দাবার চাল চালবে সোনা জয়ের লক্ষ্যে ৷

আরও পড়ুন: এবার বাজিমাত হকিতে! এশিয়াডের সোনায় প্যারিসের টিকিট নিশ্চিত হরমনদের

এখনও পর্যন্ত ভারতের জয় করা পদকের সংখ্যা দাঁড়িয়েছে 95। তবে আরও কয়েকটি পদক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তাই ভারতের নিশ্চিত পদকের সংখ্যা 100 ছাড়িয়েছে ।

Last Updated : Oct 7, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.