ETV Bharat / sports

Mountaineer Baljeet Kaur Rescued: মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

পর্বতারোহী বলজিৎ কৌর সুরক্ষিত রয়েছেন ৷ তাঁকে উদ্ধারও করা হয়েছে ৷ তিনি যে সংস্থার মাধ্যমে অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে গিয়েছিলেন, তারা এই খবরের পুষ্টি করেছেন ৷

Mountaineer Baljeet Kaur Rescued ETV BHARAT
Mountaineer Baljeet Kaur Rescued
author img

By

Published : Apr 18, 2023, 8:09 PM IST

Updated : Apr 18, 2023, 10:02 PM IST

কাঠমান্ডু, 18 এপ্রিল: হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌর জীবিত রয়েছেন ৷ তাঁকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সভাপতি পাসং শেরপা ৷ আজ সকালে জানা গিয়েছিল, পর্বতারোহী বলজিৎ কৌর নেপালের অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করার পর 4 নম্বর বেস ক্যাম্পে ফেরেন ৷ সেখানে অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয় ৷ হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সেই খবর সোশাল মিডিয়ায় করেন ৷ কিন্তু, পুরোটাই ভুল তথ্য ছিল ৷ কিন্তু, যে সংস্থার সঙ্গে বলজিৎ কৌর অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে গিয়েছিলেন, তারা জানিয়েছে 27 বছরের পর্বতারোহী সুরক্ষিত রয়েছেন ৷

পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সভাপতি পাসং শেরপা জানিয়েছেন, বলজিৎ কৌর 4 নং বেস ক্যাম্পের কাছে নিখোঁজ হয়ে যান ৷ আকাশপথে অনুসন্ধানকারী দল কৌরকে খুঁজে পেয়েছে ৷ তিনি গতকাল বিশ্বের দশম উচ্চতম পর্বতশৃঙ্গ বিনা অক্সিজেন সিলিন্ডারে জয় করেন ৷ সংস্থার তরফে একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘‘পর্বতারোহী বলজিৎ কৌরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে ৷ তিনি আগে নিখোঁজ ছিলেন এবং বিপদে পড়েছিলেন ৷ তাঁর সুরক্ষার জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে ৷ আমরা আপনাদের আশ্বস্ত করছি যে, উনি এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন ৷ তিনি মঙ্গলবার সকালে রেডিয়ো সিগন্যালের মাধ্যমে সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সাহায্য চেয়ে ৷ তখনই আকাশপথে বলজিৎ কৌরের খোঁজ শুরু করা হয় ৷’’

পর্বতারোহী বলজিৎ কৌর সম্পর্কে সংবাদ মাধ্যমে ভুল খবর ছড়িয়ে পরে ৷ তখন পর্বত অভিযানের আয়োজক সংস্থা জানিয়েছিল, তারা দ্রুত পর্বতারোহীদের সম্পর্কে তথ্য দেবেন ৷ কিন্তু, কোনও পর্বতারোহীর মৃত্য হয়নি ৷ এমনকি তাদের কাছেও সেই নিয়ে কোনও নিশ্চিত খবর ছিল না ৷ ফলে কোনও পর্বতারোহীর মৃত্যু হয়েছে একথা তারা কখনই বলেনি বলে স্পষ্ট করে দেয় সংস্থাটি ৷ বাস্তবে তাদের সেই বক্তব্যই সত্যি প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন: শৃঙ্গ জিতে অন্নপূর্ণার কোলেই ঢলে পড়লেন বলজিৎ, অক্সিজেনের অভাবে প্রয়াত পর্বতারোহী

8 হাজার 91 মিটার উচ্চতার বিশ্বের দশম বৃহত্তর অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় শুধু করলেন না বলজিৎ কৌর ৷ মৃত্যুকে হারিয়ে তিনি ফের সফল হলেন ৷ খুব শীঘ্রই তাঁর এবং অন্যান্য পর্বতারোহীদের স্বাস্থ্য নিয়ে তথ্য জানানো হবে বলে জানিয়েছে নেপালের ওই সংস্থা ৷ মাত্র 27 বছর বয়সে এক মাসেরও কম সময়ে চারটি 8 হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন ৷ ফিরে এসে আবার নতুন উদ্যোমে, নতুন অভিযানের প্রস্তুতি নেবেন তিনি ৷

কাঠমান্ডু, 18 এপ্রিল: হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌর জীবিত রয়েছেন ৷ তাঁকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সভাপতি পাসং শেরপা ৷ আজ সকালে জানা গিয়েছিল, পর্বতারোহী বলজিৎ কৌর নেপালের অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করার পর 4 নম্বর বেস ক্যাম্পে ফেরেন ৷ সেখানে অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয় ৷ হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সেই খবর সোশাল মিডিয়ায় করেন ৷ কিন্তু, পুরোটাই ভুল তথ্য ছিল ৷ কিন্তু, যে সংস্থার সঙ্গে বলজিৎ কৌর অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে গিয়েছিলেন, তারা জানিয়েছে 27 বছরের পর্বতারোহী সুরক্ষিত রয়েছেন ৷

পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সভাপতি পাসং শেরপা জানিয়েছেন, বলজিৎ কৌর 4 নং বেস ক্যাম্পের কাছে নিখোঁজ হয়ে যান ৷ আকাশপথে অনুসন্ধানকারী দল কৌরকে খুঁজে পেয়েছে ৷ তিনি গতকাল বিশ্বের দশম উচ্চতম পর্বতশৃঙ্গ বিনা অক্সিজেন সিলিন্ডারে জয় করেন ৷ সংস্থার তরফে একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘‘পর্বতারোহী বলজিৎ কৌরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে ৷ তিনি আগে নিখোঁজ ছিলেন এবং বিপদে পড়েছিলেন ৷ তাঁর সুরক্ষার জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে ৷ আমরা আপনাদের আশ্বস্ত করছি যে, উনি এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন ৷ তিনি মঙ্গলবার সকালে রেডিয়ো সিগন্যালের মাধ্যমে সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সাহায্য চেয়ে ৷ তখনই আকাশপথে বলজিৎ কৌরের খোঁজ শুরু করা হয় ৷’’

পর্বতারোহী বলজিৎ কৌর সম্পর্কে সংবাদ মাধ্যমে ভুল খবর ছড়িয়ে পরে ৷ তখন পর্বত অভিযানের আয়োজক সংস্থা জানিয়েছিল, তারা দ্রুত পর্বতারোহীদের সম্পর্কে তথ্য দেবেন ৷ কিন্তু, কোনও পর্বতারোহীর মৃত্য হয়নি ৷ এমনকি তাদের কাছেও সেই নিয়ে কোনও নিশ্চিত খবর ছিল না ৷ ফলে কোনও পর্বতারোহীর মৃত্যু হয়েছে একথা তারা কখনই বলেনি বলে স্পষ্ট করে দেয় সংস্থাটি ৷ বাস্তবে তাদের সেই বক্তব্যই সত্যি প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন: শৃঙ্গ জিতে অন্নপূর্ণার কোলেই ঢলে পড়লেন বলজিৎ, অক্সিজেনের অভাবে প্রয়াত পর্বতারোহী

8 হাজার 91 মিটার উচ্চতার বিশ্বের দশম বৃহত্তর অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় শুধু করলেন না বলজিৎ কৌর ৷ মৃত্যুকে হারিয়ে তিনি ফের সফল হলেন ৷ খুব শীঘ্রই তাঁর এবং অন্যান্য পর্বতারোহীদের স্বাস্থ্য নিয়ে তথ্য জানানো হবে বলে জানিয়েছে নেপালের ওই সংস্থা ৷ মাত্র 27 বছর বয়সে এক মাসেরও কম সময়ে চারটি 8 হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন ৷ ফিরে এসে আবার নতুন উদ্যোমে, নতুন অভিযানের প্রস্তুতি নেবেন তিনি ৷

Last Updated : Apr 18, 2023, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.