ETV Bharat / sports

Asian Games 2023: রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল অতনুদের, কুস্তিতে পদকের হ্যাটট্রিক কিরণ-সোনম-আমনের - Asian Games

ফ্রি স্টাইল কুস্তিতে পদকের হ্যাটট্রিক কিরণ-সোনম-আমনের ৷ ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিন কুস্তিগীর ৷ অন্যদিকে তীরন্দাজিতে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অতনুদের ৷

Pic Credit Twitter
রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল অতনুদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:05 PM IST

হ্যাংঝাউ, 6 অক্টোবর: দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সোনাজয়ের স্বপ্ন শেষ হল অতনু দাসদের ৷ এশিয়ান গেমসে সকালেই তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন অঙ্কিতা ভাট, সিমরনজিৎ কৌর, ভজন কৌররা ৷ ভিয়েতনামকে হারিয়ে পদক নিশ্চিত করেছিল ভারতীয় মহিলা বাহিনি ৷ তবে একটু হলেও নিরাশ করলেন অতনু, ধীরজ এবং তুষার ৷ অন্যদিকে কুস্তিতে (62 কেজি বিভােগে) চিনা কুস্তিগীরকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন সোনম মালিক ৷ 76 কেজি ফ্রিস্টাইল কুস্তিতেও পদক নিশ্চিত করেছেন ভারতের কিরন বিষ্ণোই ৷

তিরন্দাজির রিকার্ভ বিভাগে এদিন সোনাজয়ের লক্ষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল ৷ কিন্তু প্রথম থেকেই এদিন ভারতকে চাপে রেখেছিল দক্ষিণ কোরিয়ান বাহিনি ৷ প্রথমে সেটেই এদিন 2-0 লিডে এগিয়ে যায় তারা ৷ তারপর অবশ্য় দ্বিতীয় সেটে কিছুটা কামব্যাক করেছিলেন অতনুরা ৷ কিন্তু তৃতীয় সেটেও কোরিয়ার লিড অতিক্রম করতে পারেননি তাঁরা ৷ যার জেরে শেষমেশ 5-3 ব্যবধানে হারতে হয় ভারতীয় দলকে ৷

অন্য়দিকে 62 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে এদিন চিনের জিয়া লংকে 7-5 ব্যাবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন সোনম মালিক ৷ যার জেরে আরও একটি ব্রোঞ্জ এদিন এল ভারতের ঝুলিতে ৷ অন্যদিকে 76 কেজি ফ্রিস্টাইল কুস্তিতেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন কিরণ বিষ্ণোই ৷ তিনি এদিন পরাস্ত করেন মঙ্গোলিয়ান কুস্তিগীর গনবত অরিউঞ্জরগলকে ৷ 6-3 ব্যবধানে এই কুস্তিগীরকে হারিয়ে এদিন পদক নিশ্চিত করেন কিরণ ৷ দিনের তৃতীয় ব্রোঞ্জ এল 57 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ৷ পদক নিশ্চিত করলেন আমন শেরওয়াত ৷

  • 🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗜𝗧 𝗜𝗦! The men's team win India's one and only medal in Bridge at this year's Asian Games. The men's team upgraded to 🥈 from a 🥉 they won in 2018.

    👏 Congratulations to the team!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/0gXT6E8Acz

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ক্রিকেটের ফাইনালে ভারত, তিরন্দাজিতে ব্রোঞ্জ পেল মেয়েরা

অন্য়দিকে সকালেই এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে এদিন হ্যাংঝাউতে জয় তুলে নিল ভারতীয় দল ৷ যার জেরে আরও একটি সোনার আশা করতেই পারেন অনুরাগীরা ৷ অন্যদিকে ইতিমধ্য়েই এশিয়ান গেমসে 100 পদক প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের ৷ অন্যদিকে ব্রিজেও এদিন রৌপ্য পদক দখল করেছে ভারতীয় দল ৷

হ্যাংঝাউ, 6 অক্টোবর: দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সোনাজয়ের স্বপ্ন শেষ হল অতনু দাসদের ৷ এশিয়ান গেমসে সকালেই তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন অঙ্কিতা ভাট, সিমরনজিৎ কৌর, ভজন কৌররা ৷ ভিয়েতনামকে হারিয়ে পদক নিশ্চিত করেছিল ভারতীয় মহিলা বাহিনি ৷ তবে একটু হলেও নিরাশ করলেন অতনু, ধীরজ এবং তুষার ৷ অন্যদিকে কুস্তিতে (62 কেজি বিভােগে) চিনা কুস্তিগীরকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন সোনম মালিক ৷ 76 কেজি ফ্রিস্টাইল কুস্তিতেও পদক নিশ্চিত করেছেন ভারতের কিরন বিষ্ণোই ৷

তিরন্দাজির রিকার্ভ বিভাগে এদিন সোনাজয়ের লক্ষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল ৷ কিন্তু প্রথম থেকেই এদিন ভারতকে চাপে রেখেছিল দক্ষিণ কোরিয়ান বাহিনি ৷ প্রথমে সেটেই এদিন 2-0 লিডে এগিয়ে যায় তারা ৷ তারপর অবশ্য় দ্বিতীয় সেটে কিছুটা কামব্যাক করেছিলেন অতনুরা ৷ কিন্তু তৃতীয় সেটেও কোরিয়ার লিড অতিক্রম করতে পারেননি তাঁরা ৷ যার জেরে শেষমেশ 5-3 ব্যবধানে হারতে হয় ভারতীয় দলকে ৷

অন্য়দিকে 62 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে এদিন চিনের জিয়া লংকে 7-5 ব্যাবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন সোনম মালিক ৷ যার জেরে আরও একটি ব্রোঞ্জ এদিন এল ভারতের ঝুলিতে ৷ অন্যদিকে 76 কেজি ফ্রিস্টাইল কুস্তিতেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন কিরণ বিষ্ণোই ৷ তিনি এদিন পরাস্ত করেন মঙ্গোলিয়ান কুস্তিগীর গনবত অরিউঞ্জরগলকে ৷ 6-3 ব্যবধানে এই কুস্তিগীরকে হারিয়ে এদিন পদক নিশ্চিত করেন কিরণ ৷ দিনের তৃতীয় ব্রোঞ্জ এল 57 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ৷ পদক নিশ্চিত করলেন আমন শেরওয়াত ৷

  • 🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗜𝗧 𝗜𝗦! The men's team win India's one and only medal in Bridge at this year's Asian Games. The men's team upgraded to 🥈 from a 🥉 they won in 2018.

    👏 Congratulations to the team!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/0gXT6E8Acz

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ক্রিকেটের ফাইনালে ভারত, তিরন্দাজিতে ব্রোঞ্জ পেল মেয়েরা

অন্য়দিকে সকালেই এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে এদিন হ্যাংঝাউতে জয় তুলে নিল ভারতীয় দল ৷ যার জেরে আরও একটি সোনার আশা করতেই পারেন অনুরাগীরা ৷ অন্যদিকে ইতিমধ্য়েই এশিয়ান গেমসে 100 পদক প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের ৷ অন্যদিকে ব্রিজেও এদিন রৌপ্য পদক দখল করেছে ভারতীয় দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.