নয়াদিল্লি, 20 জুলাই: ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ, বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ৷ পরপর তিনটি টুর্নামেন্টে জয়ধ্বজা উড়িয়েছে ইগর স্টিম্যাচ, সুনীল ছেত্রীর 'মেন ইন ব্লু' ৷ চলতি মরশুমে দুরন্ত গতিতে এগোচ্ছে ভারতীয় ফুটবল ৷ তার জেরেই এবার পদোন্নতি হল ব়্যাংকিংয়েও ৷ 2018 সালের পর ফের ফিফা ব়্যাংকিংয়ে প্রথম একশোয় ঢুকে পড়ল ভারত ৷ শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷
সদ্য প্রকাশিত ফিফা ব়্যাংকিংয়ে একধাপ উঠে 99 নম্বরে রয়েছে 'সুনীল অ্যান্ড কোং' ৷ ভারতের এখন সংগ্রহ 1208.69 পয়েন্ট । এই মাসের শুরুর দিকেই বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে এবং ফাইনালে যথাক্রমে পেনাল্টি শুট-আউটে লেবানন এবং কুয়েতকে হারিয়েছে ভারত । এশিয়ার ফুটবল সার্কিটে দুই দলই শক্তিশালী বলে বিবেচিত হয় ৷ বৃহস্পতিবার প্রকাশিত ব়্যাংকিংয়ে লেবানন ভারতের ঠিক নিচে 100তম স্থানে এবং কুয়েত 4 ধাপ এগিয়ে 137তম স্থানে রয়েছে ।
ভারতের সেরা ফিফা র্যাংকিং ছিল 94 ৷ 1996 সালে সর্বোচ্চ স্থান পেয়েছিল 'মেন ইন ব্লু' । তার আগে 1993 সালে 99তম স্থানে পৌঁছেছিল ভারতীয় দল ৷ 2017 ও 2018 সালে 96তম স্থানে উঠে এসেছিল ছেত্রীর । গত মাসে যদিও 100 নম্বরে নেমে এসেছিল দল । তিন টুর্নামেন্ট জেতার সৌজন্যে ফের একশোয় ঢুকে পড়ল ইগর স্টিম্যাচের ছেলেরা ৷ অন্যদিকে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ, বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল যাতে অংশ নিতে পারে, অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ৷
-
ᴡᴇ ᴍᴀʀᴄʜ ᴏɴ 💪🏽💙
— Indian Football Team (@IndianFootball) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳 climbed up to 9️⃣9️⃣ in the lastest official @FIFAcom world ranking 👏🏽🤩#BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/HuTjcSI2xx
">ᴡᴇ ᴍᴀʀᴄʜ ᴏɴ 💪🏽💙
— Indian Football Team (@IndianFootball) July 20, 2023
🇮🇳 climbed up to 9️⃣9️⃣ in the lastest official @FIFAcom world ranking 👏🏽🤩#BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/HuTjcSI2xxᴡᴇ ᴍᴀʀᴄʜ ᴏɴ 💪🏽💙
— Indian Football Team (@IndianFootball) July 20, 2023
🇮🇳 climbed up to 9️⃣9️⃣ in the lastest official @FIFAcom world ranking 👏🏽🤩#BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/HuTjcSI2xx
ফিফা প্রকাশিত ব়্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷ তারপর যথাক্রমে রয়েছে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম ৷ এশিয়ায় দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাপান ৷ জার্মানিকে হারিয়ে চমক দেওয়া দল রয়েছে 20তম স্থানে ৷ তারপরে ইরান (22), অস্ট্রেলিয়া (27), কোরিয়া (28) এবং সৌদি আরব (54) শীর্ষ পাঁচে রয়েছে ।
আরও পড়ুন: 'তেরঙার সম্মানে লড়ব', এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করতে চেয়ে মোদির দ্বারস্থ ইগর স্টিম্যাচ