ETV Bharat / sports

Grand Welcome to R Praggnanandhaa: চেন্নাইয়ে প্রজ্ঞানন্দকে রাজকীয় সংবর্ধনা, 30 লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রীর - তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন

Indian Chess Prodigy R Praggnanandhaa: বাকুতে আয়োজিত বিশ্বকাপ টুর্নামেন্ট খেলে আজ চেন্নাই ফিরলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাল চেন্নাইবাসী ৷ মাথা মুকুট পরিয়ে নিয়ে যাওয়া হল তাঁকে ৷

Grand Welcome to R Praggnanandhaa ETV BHARAT
Grand Welcome to R Praggnanandhaa
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:26 PM IST

রমেশবাবু প্রজ্ঞানন্দকে রাজকীয় সংবর্ধনা চেন্নাইয়ে

চেন্নাই, 30 অগস্ট: রাজকীয়ভাবে স্বাগত জানানো হল দাবা বিশ্বকাপে রানার-আপ রমেশবাবু প্রজ্ঞানন্দকে ৷ বাকু থেকে টুর্নামেন্ট খেলে বুধবার চেন্নাই ফিরেছেন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল চেন্নাইয়ের অসংখ্য খুদে এবং যুবক-যুবতী ৷ হাজির ছিলেন প্রজ্ঞানন্দের আত্মীয়, তামিলনাড়ু সরকারের প্রতিনিধি দল এবং সর্বভারতীয় দাবা ফেডেরেশনের কর্তারা ৷ মুকুট পরিয়ে এবং হুড খোলা গাড়িতে তাঁকে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাসভবনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রজ্ঞানন্দকে সংবর্ধনা দেওয়া হয় ৷ দাবাড়ুকে 30 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

চেন্নাই ফিরে সাংবাদিকদের সামনে প্রজ্ঞানন্দ বলেন, "আমার সমর্থনে সবাই এখানে এসেছে দেখে খুব ভালো লাগছে ৷ এটা দাবা খেলার জন্য খুবই ভালো খবর ৷ এমন উৎসাহ ও উদ্দীপনা আমি শেষবার বিশ্বনাথন স্যরের জন্য দেখেছিলাম ৷ যখন তিনি প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন ৷’’ তিনি আরও জানান, "আমার জন্য সবার এই ভালোবাসা দেখে আপ্লুত ৷ তাই এবার আমি বিশ্বকাপ জিততে চাই ৷"

  • Delighted to meet the brilliant young mind, @rpragchess, on his triumphant return to #Chennai! 🏆 #Praggnanandhaa's achievements bring glory to Tamil Nadu and the entire country. 🇮🇳🏅I had the honour of felicitating Praggnanandhaa with a memento and a reward of 30 lakh INR. This… pic.twitter.com/9xoUeXosh5

    — M.K.Stalin (@mkstalin) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চেন্নাই বিমানবন্দরে রমেশবাবু প্রজ্ঞানন্দকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন অসংখ্য অনুরাগী ৷ বিমানবন্দর থেকে বেরনোর সঙ্গে সঙ্গে কিশোর গ্র্যান্ড মাস্টারের নামে জয়ধ্বনি দিতে থাকেন সকলে ৷ এ দিন বহু স্কুল পড়ুয়া এই গ্র্যান্ড মাস্টারকে স্বাগত জানাতে উপস্থিত ছিল ৷ প্রজ্ঞানন্দের বোন বৈশালী বিমানবন্দরে তাঁকে বরণ করে নিতে এসেছিলেন ৷ তিনি বলেন, "এমন কিছু প্রথমবার দাবা নিয়ে দেখেছিলাম 10 বছর আগে ৷ যখন বিশ্বনাথন স্যর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ৷ তাঁকে অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছিল ৷ আমরাও তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলাম সেই সময় ৷"

আরও পড়ুন: ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রজ্ঞানন্দের প্রশংসায় বলেন, "অসাধারণ এই তরুণ প্রতিভার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল ৷ এই বয়সে তাঁর প্রাপ্তি তামিলনাড়ুকে গর্বিত করেছে ৷ আশা করব আগামিদিনে তাঁর হাত ধরে আরও অনেক সাফল্য ভারতে আসবে ৷ আমি নিজেকে ভাগ্যবান মনে করছি ৷ তাঁকে একটি স্মারক এবং 30 লক্ষ টাকার পুরস্কার প্রদান করলাম ৷ তাঁর আগামিদিনের জন্য অনেক শুভকামনা রইল ৷"

রমেশবাবু প্রজ্ঞানন্দকে রাজকীয় সংবর্ধনা চেন্নাইয়ে

চেন্নাই, 30 অগস্ট: রাজকীয়ভাবে স্বাগত জানানো হল দাবা বিশ্বকাপে রানার-আপ রমেশবাবু প্রজ্ঞানন্দকে ৷ বাকু থেকে টুর্নামেন্ট খেলে বুধবার চেন্নাই ফিরেছেন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল চেন্নাইয়ের অসংখ্য খুদে এবং যুবক-যুবতী ৷ হাজির ছিলেন প্রজ্ঞানন্দের আত্মীয়, তামিলনাড়ু সরকারের প্রতিনিধি দল এবং সর্বভারতীয় দাবা ফেডেরেশনের কর্তারা ৷ মুকুট পরিয়ে এবং হুড খোলা গাড়িতে তাঁকে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাসভবনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রজ্ঞানন্দকে সংবর্ধনা দেওয়া হয় ৷ দাবাড়ুকে 30 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

চেন্নাই ফিরে সাংবাদিকদের সামনে প্রজ্ঞানন্দ বলেন, "আমার সমর্থনে সবাই এখানে এসেছে দেখে খুব ভালো লাগছে ৷ এটা দাবা খেলার জন্য খুবই ভালো খবর ৷ এমন উৎসাহ ও উদ্দীপনা আমি শেষবার বিশ্বনাথন স্যরের জন্য দেখেছিলাম ৷ যখন তিনি প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন ৷’’ তিনি আরও জানান, "আমার জন্য সবার এই ভালোবাসা দেখে আপ্লুত ৷ তাই এবার আমি বিশ্বকাপ জিততে চাই ৷"

  • Delighted to meet the brilliant young mind, @rpragchess, on his triumphant return to #Chennai! 🏆 #Praggnanandhaa's achievements bring glory to Tamil Nadu and the entire country. 🇮🇳🏅I had the honour of felicitating Praggnanandhaa with a memento and a reward of 30 lakh INR. This… pic.twitter.com/9xoUeXosh5

    — M.K.Stalin (@mkstalin) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চেন্নাই বিমানবন্দরে রমেশবাবু প্রজ্ঞানন্দকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন অসংখ্য অনুরাগী ৷ বিমানবন্দর থেকে বেরনোর সঙ্গে সঙ্গে কিশোর গ্র্যান্ড মাস্টারের নামে জয়ধ্বনি দিতে থাকেন সকলে ৷ এ দিন বহু স্কুল পড়ুয়া এই গ্র্যান্ড মাস্টারকে স্বাগত জানাতে উপস্থিত ছিল ৷ প্রজ্ঞানন্দের বোন বৈশালী বিমানবন্দরে তাঁকে বরণ করে নিতে এসেছিলেন ৷ তিনি বলেন, "এমন কিছু প্রথমবার দাবা নিয়ে দেখেছিলাম 10 বছর আগে ৷ যখন বিশ্বনাথন স্যর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ৷ তাঁকে অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছিল ৷ আমরাও তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলাম সেই সময় ৷"

আরও পড়ুন: ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রজ্ঞানন্দের প্রশংসায় বলেন, "অসাধারণ এই তরুণ প্রতিভার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল ৷ এই বয়সে তাঁর প্রাপ্তি তামিলনাড়ুকে গর্বিত করেছে ৷ আশা করব আগামিদিনে তাঁর হাত ধরে আরও অনেক সাফল্য ভারতে আসবে ৷ আমি নিজেকে ভাগ্যবান মনে করছি ৷ তাঁকে একটি স্মারক এবং 30 লক্ষ টাকার পুরস্কার প্রদান করলাম ৷ তাঁর আগামিদিনের জন্য অনেক শুভকামনা রইল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.