ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথে কুস্তিতে সোনা নবীনের, সোনা জয় প্যারাঅলিম্পিয়ান প্যাডলার ভাবিনা প্যাটেলেরও - কমনওয়েলথে কুস্তিতে সোনা

বার্মিংহ্যাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ভারতের 13টি সোনা জয় (Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022) ৷ নবমদিনে রবি কুমার ধাইয়া এবং ভিনেশ ফোগতের পর কুস্তিতে নবীন এবং প্যারাঅলিম্পিয়ান টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল সোনা জিতেছেন ৷

Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022
Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022
author img

By

Published : Aug 7, 2022, 9:51 AM IST

বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত ৷ নবমদিনে রবি কুমার ধাইয়া এবং ভিনেশ ফোগতের পর আরও দু’টি সোনা জিতলেন ভারতীয় খেলোয়াড়রা ৷ কুস্তিতে পুরুষদের 74 কেজি ফ্রি স্টাইলে সোনা জিতেছেন নবীন ৷ কমনওয়েলথে নবম দিনের চতুর্থ সোনাটি জিতেছেন প্যারাঅলিম্পিকে রুপো জয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল ৷ মহিলাদের সিঙ্গলস ফাইনালে 3-5 স্কোরে ম্যাচ জিতে তিনি সোনা নিশ্চিত করেন ৷ নবমদিনের শেষে ভারতের পদক তালিকায় রয়েছে মোট 13টি সোনা (Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022) ৷

তবে, শুধু সোনার হিসাব করলেই হবে না ৷ নবমদিনে পুরুষদের লন বোলে দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত ৷ অবিনাশ সাভলে পুরুষদের 3 হাজার মিটার স্টিপেল চেজে রুপো জিতেছেন ৷ এটি ভারতের গতকালের 3 নম্বর রুপো ছিল ৷ এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা মোট 11টি রুপো জিতেছে ৷

বার্মিংহ্যাম কমনওয়েলথে রবিবার ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ব্রোঞ্জ জয়েও পিছিয়ে নেই ৷ এদিন ভারতের ঝুলিতে মোট 6টি ব্রোঞ্জ পদক এসেছে ৷ মহিলাদের বক্সিংয়ে 57-60 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জ্যাসমিন লাম্বোরিয়া ৷ কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন পূজা গেহলট ৷ মহিলাদের কুস্তিতে 76 কেজি বিভাগে পূজা সিহাগ ব্রোঞ্জ জিতেছেন ৷ পুরুষদের 9 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপক নেহরা ৷ পুরুষদের বক্সিংয়ে 54-57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন হুসাম উদ্দিন মহম্মদ ৷ বক্সিংয়ে 63.5-67 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রোহিত টোকাস ৷

আরও পড়ুন: ব্রিটিশ 'বধ' করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

আজ দশমদিনেও ভারতের সামনে একাধিক স্বর্ণপদক জয়ের হাতছানি রয়েছে ৷ ভারতীয় মহিলা ক্রিকেটদল ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ৷ ফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷ সোনা জেতার লক্ষ্যেই ভারতের মেয়েরা নামবেন বলে জানিয়েছেন হরমনপ্রীত ৷ অন্যদিকে, বক্সিংয়ে মহিলাদের 45-48 কেজি বিভাগের ফাইনালে উঠেছেন নীতু ঘানঘাস ৷ তাঁর সামনেও সোনা জয়ের হাতছানি ৷ মহিলাদের বক্সিংয়ে 48-50 কেজি বিভাগে আজ ফাইনাল খেলতে নামবেন নিখহাত জারিন ৷ বক্সিংয়ে পুরুষদের 48-51 কেজি বিভাগের ফাইনালে উঠেছেন অমিত পানঘাল ৷ পুরুষদের বক্সিংয়ে 92 কেজি বিভাগে ফাইনাল খেলবেন সাগর আহলওয়াট ৷

আরও পড়ুন: পালোয়ান রবির হাত ধরে কমনওয়েলথে দশম সোনা ভারতের, সোনা জিতলেন ভিনেশও

আজ মহিলাদের 4x100 মিটার রিলে রেসের ফাইনালে নামবেন হিমা দাস, দ্যুতি চন্দ, শ্রাবণী নন্দ এবং জ্যোতি ইয়ারাজি ৷ টেবিল টেনিসে পুরুষদের ডবলসে ভারতীয় প্যাডলার শরথ কামাল এবং সাথিয়ান গণনেশকরণ আজ ফাইনালে খেলতে নামবেন ৷ টেবিল টেনিসের মিক্সড ডবলসে শরথ কামাল এবং শ্রীজা আকুলা আজ ফাইনাল খেলবেন ৷ মহিলাদের রিলে রেস বাদে সব ইভেন্টে ভারতের পদক নিশ্চিত হয়ে রয়েছে ৷ আশা করা হচ্ছে এখানেও একাধিক সোনা জিতবেন ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট 40টি পদক রয়েছে ৷ যার মধ্যে 13টি সোনা, 11টি রুপো এবং 16টি ব্রোঞ্জ ৷

বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত ৷ নবমদিনে রবি কুমার ধাইয়া এবং ভিনেশ ফোগতের পর আরও দু’টি সোনা জিতলেন ভারতীয় খেলোয়াড়রা ৷ কুস্তিতে পুরুষদের 74 কেজি ফ্রি স্টাইলে সোনা জিতেছেন নবীন ৷ কমনওয়েলথে নবম দিনের চতুর্থ সোনাটি জিতেছেন প্যারাঅলিম্পিকে রুপো জয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল ৷ মহিলাদের সিঙ্গলস ফাইনালে 3-5 স্কোরে ম্যাচ জিতে তিনি সোনা নিশ্চিত করেন ৷ নবমদিনের শেষে ভারতের পদক তালিকায় রয়েছে মোট 13টি সোনা (Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022) ৷

তবে, শুধু সোনার হিসাব করলেই হবে না ৷ নবমদিনে পুরুষদের লন বোলে দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত ৷ অবিনাশ সাভলে পুরুষদের 3 হাজার মিটার স্টিপেল চেজে রুপো জিতেছেন ৷ এটি ভারতের গতকালের 3 নম্বর রুপো ছিল ৷ এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা মোট 11টি রুপো জিতেছে ৷

বার্মিংহ্যাম কমনওয়েলথে রবিবার ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ব্রোঞ্জ জয়েও পিছিয়ে নেই ৷ এদিন ভারতের ঝুলিতে মোট 6টি ব্রোঞ্জ পদক এসেছে ৷ মহিলাদের বক্সিংয়ে 57-60 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জ্যাসমিন লাম্বোরিয়া ৷ কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন পূজা গেহলট ৷ মহিলাদের কুস্তিতে 76 কেজি বিভাগে পূজা সিহাগ ব্রোঞ্জ জিতেছেন ৷ পুরুষদের 9 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপক নেহরা ৷ পুরুষদের বক্সিংয়ে 54-57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন হুসাম উদ্দিন মহম্মদ ৷ বক্সিংয়ে 63.5-67 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রোহিত টোকাস ৷

আরও পড়ুন: ব্রিটিশ 'বধ' করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

আজ দশমদিনেও ভারতের সামনে একাধিক স্বর্ণপদক জয়ের হাতছানি রয়েছে ৷ ভারতীয় মহিলা ক্রিকেটদল ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ৷ ফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷ সোনা জেতার লক্ষ্যেই ভারতের মেয়েরা নামবেন বলে জানিয়েছেন হরমনপ্রীত ৷ অন্যদিকে, বক্সিংয়ে মহিলাদের 45-48 কেজি বিভাগের ফাইনালে উঠেছেন নীতু ঘানঘাস ৷ তাঁর সামনেও সোনা জয়ের হাতছানি ৷ মহিলাদের বক্সিংয়ে 48-50 কেজি বিভাগে আজ ফাইনাল খেলতে নামবেন নিখহাত জারিন ৷ বক্সিংয়ে পুরুষদের 48-51 কেজি বিভাগের ফাইনালে উঠেছেন অমিত পানঘাল ৷ পুরুষদের বক্সিংয়ে 92 কেজি বিভাগে ফাইনাল খেলবেন সাগর আহলওয়াট ৷

আরও পড়ুন: পালোয়ান রবির হাত ধরে কমনওয়েলথে দশম সোনা ভারতের, সোনা জিতলেন ভিনেশও

আজ মহিলাদের 4x100 মিটার রিলে রেসের ফাইনালে নামবেন হিমা দাস, দ্যুতি চন্দ, শ্রাবণী নন্দ এবং জ্যোতি ইয়ারাজি ৷ টেবিল টেনিসে পুরুষদের ডবলসে ভারতীয় প্যাডলার শরথ কামাল এবং সাথিয়ান গণনেশকরণ আজ ফাইনালে খেলতে নামবেন ৷ টেবিল টেনিসের মিক্সড ডবলসে শরথ কামাল এবং শ্রীজা আকুলা আজ ফাইনাল খেলবেন ৷ মহিলাদের রিলে রেস বাদে সব ইভেন্টে ভারতের পদক নিশ্চিত হয়ে রয়েছে ৷ আশা করা হচ্ছে এখানেও একাধিক সোনা জিতবেন ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট 40টি পদক রয়েছে ৷ যার মধ্যে 13টি সোনা, 11টি রুপো এবং 16টি ব্রোঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.