ETV Bharat / sports

AFC Womens Asian Cup : করোনা-কাঁটায় এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের - এএফসি মহিলা এশিয়ান কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিল ভারত

এএফসি মহিলা এশিয়ান কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিল ভারত (India withdraws from AFC Womens Asian Cup) ৷

AFC Womens Asian Cup
এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের
author img

By

Published : Jan 24, 2022, 2:43 PM IST

মুম্বই, 24 জানুয়ারি : এএফসি মহিলা এশিয়ান কাপ (AFC Womens Asian Cup) থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিল ভারত ৷ করোনা সংক্রমণের ফলে নূন্যতম খেলোয়াড় জোগাড় করতে না পেরেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল আয়োজক দেশ (India withdraws from AFC Womens Asian Cup) ৷

সোমবার একটি বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, করোনা সংক্রমণের ফলে চিনা তাইপেয়ের বিরুদ্ধে ভারতের রবিবারের ম্যাচটি বাতিল করা হয়েছিল ৷ তারপরেই ভারত মহিলা এশিয়ান কাপ 2022 থেকে নাম প্রত্যাহার করেছে । ফলে গ্রুপ এ-তে ভারতের সমস্ত ম্যাচ বাতিল করা হয়েছে ৷ একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ম্যাচটিও চূড়ান্ত র‌্যাঙ্কিং নির্ধারণের সময় বিবেচনা করা হবে না ।

আরও পড়ুন : ফিঙ্গার টিপ পুশ-আপে তৃতীয়বার গিনেস বুকে নাম মণিপুরের যুবকের

এএফসির নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন প্রত্যেক টিমে কমপক্ষে 13 জন খেলোয়াড় থাকতে হবে ৷ সেই শর্ত পূরণ করতে না পেরেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত ৷

মুম্বই, 24 জানুয়ারি : এএফসি মহিলা এশিয়ান কাপ (AFC Womens Asian Cup) থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিল ভারত ৷ করোনা সংক্রমণের ফলে নূন্যতম খেলোয়াড় জোগাড় করতে না পেরেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল আয়োজক দেশ (India withdraws from AFC Womens Asian Cup) ৷

সোমবার একটি বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, করোনা সংক্রমণের ফলে চিনা তাইপেয়ের বিরুদ্ধে ভারতের রবিবারের ম্যাচটি বাতিল করা হয়েছিল ৷ তারপরেই ভারত মহিলা এশিয়ান কাপ 2022 থেকে নাম প্রত্যাহার করেছে । ফলে গ্রুপ এ-তে ভারতের সমস্ত ম্যাচ বাতিল করা হয়েছে ৷ একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ম্যাচটিও চূড়ান্ত র‌্যাঙ্কিং নির্ধারণের সময় বিবেচনা করা হবে না ।

আরও পড়ুন : ফিঙ্গার টিপ পুশ-আপে তৃতীয়বার গিনেস বুকে নাম মণিপুরের যুবকের

এএফসির নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন প্রত্যেক টিমে কমপক্ষে 13 জন খেলোয়াড় থাকতে হবে ৷ সেই শর্ত পূরণ করতে না পেরেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.