ETV Bharat / sports

Asian Games 2023: ফের তিরন্দাজিতে সোনা জ্যোতি-ওজাসের, ব্রোঞ্জ পেলেন অদিতি - Jyoti Surekha Vennam

এশিয়াডে তিরন্দাজিতে সোনা পেলেন জ্যোতি সুরেখা ৷ পাশাপাশি ব্রোঞ্জ জিতলেন গোপীচাঁদ। এবার শুরু থেকেই এশিয়াডে দাপট দেখাচ্ছেন ভারতীয়রা। প্রতিযোগিতার শেষ দিকে এসেও সেই ধারা বজায় রয়েছে। ইতিমধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক পদক জিতে নিয়েছে ভারত ৷

ETV Bharat
তিরন্দাজি জ্যোতি সুরেখা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:15 AM IST

Updated : Oct 7, 2023, 7:58 AM IST

হ্যাংঝাউ, 7 অক্টোবর: এশিয়াডে তিরন্দাজিতে একের পর এক সোনা পাচ্ছে ভারত ৷ শনিবার তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ৷ তিনি মহিলাদের কম্পাউন্ড ইনডিভিজুয়াল বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনার পদক হাসিল করেছেন ৷ এদিকে এই এক বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন অদিতি গোপীচাঁদ ৷

পুরুষদের কম্পাউন্ডস ইনডিভিজুয়াল বিভাগে সোনা জিতলেন ওজাস দেওতালে ৷ এই একই বিভাগে রুপো পেলেন অভিষেক বার্মা ৷ হ্যাংঝাউ এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতীয় দল যে দুর্দান্ত পারফরম্যান্স করছে তা বলাই যায় ৷ পুরুষদের ইনডিভিজুয়াল, মেয়েদের ইনডিভিজুয়াল, পুরুষ ও মহিলা বিভাগ এবং মিক্সড টিম- পাঁচটি বিভাগেই সোনা আনল ভারত ৷

আর শনিবার সোনা জিতে হ্যাটট্রিক করলেন জ্যোতি সুরেখা ৷ এদিন তিনি দক্ষিণ কোরিয়ার সো চায়েওনকে পরাজিত করেন ৷ এরই সঙ্গে পরপর তিনটি সোনার পদক জিতেছেন তিনি ৷ 27 বছরের জ্যোতি এর আগে মিক্সড কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ওজাস দেওতালে ৷ স্বভাবতই এমন সাফল্যে উচ্ছ্বসিত জ্যোতি ৷ এদিন তিনি বলেন, "এই আনন্দ প্রকাশের ভাষা নেই আমার কাছে ৷ এত কিছু ঘটছে ৷ এটা বোঝার জন্যও আমার কিছুটা সময় লাগবে ৷"

এশিয়াডে অদিতি ইন্দোনেশিয়ার রাতিহ জিলিজাতি ফাদহলিকে পরাজিত করে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছেন ৷ 17 বছরের এই তিরন্দাজ মাত্র দু'মাস আগেই বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেয়েছিল অদিতি ৷ সেদিক দিয়ে দেখলে আজ বেশ কিছুটা খামতি ছিল ৷ এই এশিয়ান গেমসে ভারত শুধুমাত্র তিরন্দাজিতে 9টি পদক হাসিল করল ৷

  • 🏹 🇮🇳 𝗔 𝗳𝗶𝗻𝗮𝗹 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘄𝗲 𝘄𝗶𝘀𝗵𝗲𝗱 𝗳𝗼𝗿 𝗯𝗼𝘁𝗵 𝘁𝗼 𝗲𝗺𝗲𝗿𝗴𝗲 𝘃𝗶𝗰𝘁𝗼𝗿𝗶𝗼𝘂𝘀! A stellar performance from Abhishek Verma in an all-Indian final, making the nation proud!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medals and record alerts.… pic.twitter.com/G3sGJQKMbk

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'চক দে ইন্ডিয়া' ! 100 পদকের গণ্ডি টপকে এশিয়াডে ইতিহাস ভারতের

হ্যাংঝাউ, 7 অক্টোবর: এশিয়াডে তিরন্দাজিতে একের পর এক সোনা পাচ্ছে ভারত ৷ শনিবার তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ৷ তিনি মহিলাদের কম্পাউন্ড ইনডিভিজুয়াল বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনার পদক হাসিল করেছেন ৷ এদিকে এই এক বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন অদিতি গোপীচাঁদ ৷

পুরুষদের কম্পাউন্ডস ইনডিভিজুয়াল বিভাগে সোনা জিতলেন ওজাস দেওতালে ৷ এই একই বিভাগে রুপো পেলেন অভিষেক বার্মা ৷ হ্যাংঝাউ এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতীয় দল যে দুর্দান্ত পারফরম্যান্স করছে তা বলাই যায় ৷ পুরুষদের ইনডিভিজুয়াল, মেয়েদের ইনডিভিজুয়াল, পুরুষ ও মহিলা বিভাগ এবং মিক্সড টিম- পাঁচটি বিভাগেই সোনা আনল ভারত ৷

আর শনিবার সোনা জিতে হ্যাটট্রিক করলেন জ্যোতি সুরেখা ৷ এদিন তিনি দক্ষিণ কোরিয়ার সো চায়েওনকে পরাজিত করেন ৷ এরই সঙ্গে পরপর তিনটি সোনার পদক জিতেছেন তিনি ৷ 27 বছরের জ্যোতি এর আগে মিক্সড কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ওজাস দেওতালে ৷ স্বভাবতই এমন সাফল্যে উচ্ছ্বসিত জ্যোতি ৷ এদিন তিনি বলেন, "এই আনন্দ প্রকাশের ভাষা নেই আমার কাছে ৷ এত কিছু ঘটছে ৷ এটা বোঝার জন্যও আমার কিছুটা সময় লাগবে ৷"

এশিয়াডে অদিতি ইন্দোনেশিয়ার রাতিহ জিলিজাতি ফাদহলিকে পরাজিত করে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছেন ৷ 17 বছরের এই তিরন্দাজ মাত্র দু'মাস আগেই বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেয়েছিল অদিতি ৷ সেদিক দিয়ে দেখলে আজ বেশ কিছুটা খামতি ছিল ৷ এই এশিয়ান গেমসে ভারত শুধুমাত্র তিরন্দাজিতে 9টি পদক হাসিল করল ৷

  • 🏹 🇮🇳 𝗔 𝗳𝗶𝗻𝗮𝗹 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘄𝗲 𝘄𝗶𝘀𝗵𝗲𝗱 𝗳𝗼𝗿 𝗯𝗼𝘁𝗵 𝘁𝗼 𝗲𝗺𝗲𝗿𝗴𝗲 𝘃𝗶𝗰𝘁𝗼𝗿𝗶𝗼𝘂𝘀! A stellar performance from Abhishek Verma in an all-Indian final, making the nation proud!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medals and record alerts.… pic.twitter.com/G3sGJQKMbk

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'চক দে ইন্ডিয়া' ! 100 পদকের গণ্ডি টপকে এশিয়াডে ইতিহাস ভারতের

Last Updated : Oct 7, 2023, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.