ETV Bharat / sports

CWG 2022: ট্রিপল জাম্পে এলধোসের ঐতিহাসিক সোনা, একই ইভেন্টে রুপোও ভারতের ঝুলিতে

এবার শিরোনামে ট্রিপল জাম্প। এর আগে লং জাম্প ও হাই জাম্প ইভেন্ট বহুবার উঠে এসেছে ৷ কমনওয়েলথ গেমসে কেরলের তরুণ এলধোস পল কামাল দেখালেন ৷ ঐতিহাসিক সোনা জয়ে নজির গড়লেন এলধোস পল। একই ইভেন্টে রুপোও পেল ভারত ৷ আবদ্দুলা আবুবাকর পেলেন রুপো (India Wins Gold and Silver in Triple Jump) ৷

CWG 2022
ট্রিপল জাম্পে সোনা, রূপা দুই পদকই ভারতের
author img

By

Published : Aug 7, 2022, 8:17 PM IST

বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথে ফের সোনা ভারতের দখলে । এবার স্বর্ণপদক ধরা দিল ট্রিপল জাম্পে ৷ একই ইভেন্টে এল রুপোও (India Wins Gold and Silver in Triple Jump) ৷ এই প্রথম কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতে ইতিহাস গড়ল ভারত ৷ রবিবাসরীয় বার্মিংহ্যামে ট্রিপল জাম্পে স্বর্ণপদক প্রাপ্তি ঘটল এলধোস পলের হাত ধরে ৷

ট্রিপল জাম্পে 17.03 মিটার দিয়ে বাকিদের পিছনে ফেলেছেন এলধোস ৷ প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে যথাক্রমে 14.62 মিটার এবং 16.30 মিটার লাফালেও তৃতীয় প্রচেষ্টায় শীর্ষে তুলে আনে তাঁকে ৷ দ্বিতীয়স্থানে শেষ করা আবদুল্লা আবুবাকরও খুব একটা পিছিয়ে নেই। পঞ্চম প্রয়াসে 17.02 মিটার লাফিয়ে রুপো নিশ্চিত করেন ৷

বার্মিংহ্যামের মাটিতে চলতি কমনওয়েলথ গেমসে একের পর এক ইতিহাস গড়ছে ভারত। এর আগে লন বোলসে ঐতিহাসিক সোনা পেয়েছে দেশের মহিলা দল ৷ এবার পুরুষদের ট্রিপল জাম্পে প্রথম সোনা এল দেশের ঝুলিতে ৷ ট্রিপল জাম্পে সোনা জয়ের পর ভারতের স্বর্ণপদকের সংখ্যা বেড়ে হল 16 ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 47টি পদক প্রাপ্তি ঘটেছে ভারতের ৷ পদক তালিকায় নিউজিল্যান্ডকে পিছনে ফেলে চতুর্থস্থানে উঠে আসা কেবল সময়ের অপেক্ষা ভারতের ৷

আরও পড়ুন: নীতু ঘাংহাস ও অমিত পাঙ্ঘালের হাত ধরে বক্সিংয়ে জোড়া সোনা ভারতের

বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথে ফের সোনা ভারতের দখলে । এবার স্বর্ণপদক ধরা দিল ট্রিপল জাম্পে ৷ একই ইভেন্টে এল রুপোও (India Wins Gold and Silver in Triple Jump) ৷ এই প্রথম কমনওয়েলথে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতে ইতিহাস গড়ল ভারত ৷ রবিবাসরীয় বার্মিংহ্যামে ট্রিপল জাম্পে স্বর্ণপদক প্রাপ্তি ঘটল এলধোস পলের হাত ধরে ৷

ট্রিপল জাম্পে 17.03 মিটার দিয়ে বাকিদের পিছনে ফেলেছেন এলধোস ৷ প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে যথাক্রমে 14.62 মিটার এবং 16.30 মিটার লাফালেও তৃতীয় প্রচেষ্টায় শীর্ষে তুলে আনে তাঁকে ৷ দ্বিতীয়স্থানে শেষ করা আবদুল্লা আবুবাকরও খুব একটা পিছিয়ে নেই। পঞ্চম প্রয়াসে 17.02 মিটার লাফিয়ে রুপো নিশ্চিত করেন ৷

বার্মিংহ্যামের মাটিতে চলতি কমনওয়েলথ গেমসে একের পর এক ইতিহাস গড়ছে ভারত। এর আগে লন বোলসে ঐতিহাসিক সোনা পেয়েছে দেশের মহিলা দল ৷ এবার পুরুষদের ট্রিপল জাম্পে প্রথম সোনা এল দেশের ঝুলিতে ৷ ট্রিপল জাম্পে সোনা জয়ের পর ভারতের স্বর্ণপদকের সংখ্যা বেড়ে হল 16 ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 47টি পদক প্রাপ্তি ঘটেছে ভারতের ৷ পদক তালিকায় নিউজিল্যান্ডকে পিছনে ফেলে চতুর্থস্থানে উঠে আসা কেবল সময়ের অপেক্ষা ভারতের ৷

আরও পড়ুন: নীতু ঘাংহাস ও অমিত পাঙ্ঘালের হাত ধরে বক্সিংয়ে জোড়া সোনা ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.